মুম্বই, 13 ফেব্রুয়ারি: ধুমধাম করে ঘরে ফিরিয়ে আনা হয়েছে রাম লালাকে ৷ অযোধ্যা রাম জন্মভূমিতে প্রাণপ্রতিষ্ঠা হয়েছে রাম লালার ৷ বিশেষ এই দিনে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা ৷ সুন্দর সেই ক্ষণে উপস্থিত থাকতে পারেননি অভিনেত্রী শিল্পী শেট্টি ৷ কিন্তু সোশাল মিডিয়ায় ব্যক্ত করেছিলেন নিজের খুশি ৷ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রামমন্দির উদ্বোধন নিয়ে ধন্যবাদ চিঠি লিখলেন অভিনেত্রী শিল্পা ৷
চিঠিতে তিনি লিখেছেন, "কেউ কেউ ইতিহাস পড়েন আর কেউ কেউ সেই ইতিহাস থেকে শিক্ষা নেন ৷ কিন্তু আপনার মতো কিছু ব্যক্তিত্ব ইতিহাস পুনরায় তৈরি করেন ৷ আপনি রাম জন্মভূমির 500 বছরের পুরনো ইতিহাস বদলে দিয়েছেন ৷ মন থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ৷ অসাধারণ এই কর্মকাণ্ডের জন্য প্রভু শ্রী রামের সঙ্গে আপনার নামও ইতিহাসে খোদাই হয়ে থাকবে ৷" অভিনেত্রী শিল্পার সেই চিঠি ভারতীয় জনতা পার্টি অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে ৷
উত্তরপ্রদেশের অযোধ্যায় নতুন করে তৈরি হওয়া শ্রী রাম জন্মভূমি মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান ছিল 22 জানুয়ারি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে মন্দিরের দ্বারোদঘাটন হয় ৷ মন্দিরের সামনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "এই মন্দির নির্মাণ দেশের শান্তি, ধৈর্য, সম্প্রীতি ও সংহতির প্রতীক। ভারতীয় সমাজের সমন্বয়ের ফসল । যারা বলেছিল মন্দির নির্মাণ হলে আগুন জ্বলবে তারা ভারতের সামাজিক চেতনাকেই বুঝতে পারেনি । আমরা দেখছি যে এই নির্মাণের ফলে কোনো আগুন জ্বলছে না, বরং শক্তি মিলছে ৷ অযোধ্যার মন্দির আদতে জাতীয় চেতনার মন্দির ।" মন্দির উদ্বোধনের পর থেকেই রামলালা দর্শনে উপচে পড়া ভিড় অযোধ্যায় ৷