পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

টাকা না দিলেই খুন! সলমনের পর শাহরুখকে প্রাণনাশের হুমকি

শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি ৷ সলমন খানের পর প্রাণনাশের হুমকি কিং খানকে ৷ হুমকি ফোন ট্রেস করে তদন্তে মুম্বই পুলিশ ৷

Shah Rukh Khan
শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : 5 hours ago

Updated : 5 hours ago

হায়দরাবাদ, 7 নভেম্বর: শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি ৷ সলমন খানের পর প্রাণনাশের হুমকি দেওয়া হল কিং খানকে ৷ ইতিমধ্যেই মুম্বইয়ের বান্দ্রা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ জানা গিয়েছে, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় 308(4), 351(3)(4) নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷

এর আগে একাধিকবার অভিনেতা সলমন খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে ৷ নেপথ্যে বারবার উঠে এসেছে লরেন্স বিষ্ণোইয়ের নাম ৷ এমনকী, হুমকিতে বলা হয়েছিল, হয় ক্ষমা চাইতে হবে নাহলে 5কোটি টাকা দিতে হবে ৷ এমন খবর সামনে আসার পর ভাইজানের নিরাপত্তা বলয় আরও কঠোর করা হয় ৷ মুম্বই পুলিশ সলমনকে হুমকির ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করেছে ৷

এবার বলিউড বাদশাকে হুমকি ৷ এই খবরে ইতিমধ্যেই চিন্তিত হয়ে পড়েছেন অনুরাগীরা ৷ ঘটনায় মুম্বই পুলিশের তরফে তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, হুমকি ফোনে 50 লাখ টাকার দাবি করা হয় ৷ টাকা না দিলে বাদশাকে খুন করা হবে হুমকি দেওয়া হয় ৷

জানা গিয়েছে, ছত্রিশগড়ের রায়পুর থেকে হুমকি ফোন করা হয়েছিল ৷ মুম্বই থেকে পুলিশের এক দল তদন্তের জন্য রওনা দিয়েছেন ছত্রিশগড়ে ৷ প্রসঙ্গত, 5 নভেম্বর ফের সলমন খান প্রাণনাশের হুমকি দেওয়া হয় ৷ মুম্বই পুলিশ ট্রাফিক কন্ট্রোল রুমে এক হুমকি মেসেজ যায় ৷ লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে সেই হুমকি মেসেজ যায় বলে জানা গিয়েছে ৷ সেখানে বলা হয়, "তাঁকে মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে নাহলে 5 কোটি টাকা দিতে হবে ৷ যদি তিনি এমন না করেন তাহলে তাঁকে খুন করা হবে ৷ আমাদের গ্যাং এখনও অ্যাকটিভ রয়েছে ৷" দাবি করা হয়, এই মেসেজ এসেছে লরেন্সের ভাইয়ের তরফে ৷

পুলিশ জানিয়েছে, সোমবার এই মেসেজ পাওয়ার পর তদন্ত শুরু করা হয়েছে ৷ এরপর দ্বিতীয়বার 2 কোটি টাকা চেয়ে প্রাণনাশের হুমকি আসে সলমন খানের নামে ৷ এর আগে 24 অক্টোবর মুম্বই পুলিশ জামশেদপুর থেকে এক ব্যক্তিকে এই অভিযোগে গ্রেফতার করেছে ৷শুধু তাই নয়, শাহরুখের বাড়ি মন্নতের সামনে অতিরিক্ত নিরাপত্তা বসানো হবে কি না, তা এখনও জানা যায়নি ৷ নেটপাড়ায় অনেকেই বাদশার নিরাপত্তা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন ৷

Last Updated : 5 hours ago

ABOUT THE AUTHOR

...view details