মুম্বই, 31 জানুয়ারি: বলিউডের তিন খানের অন্যতম হলেন ভাইজান ৷ আর তাঁর সঙ্গে কে না কাজ করতে চায় ৷ তাঁর অনেক ভক্তরাই সেই আশা নিয়ে মুম্বইয়ে আসেন যে তাঁর ছবির হাত ধরে বলিউডে পা রাখবেন। কিন্তু বর্তমানে কিছু অসাধু ব্যক্তি এর সুযোগ নিচ্ছে। সলমন খানের প্রযোজনা সংস্থার নাম করে লোক ঠকানো হচ্ছে ৷ এমন খবর ছড়িয়ে পড়তেই ভাইজানের প্রযোজনা সংস্থা 'সলমন খান ফিল্মস' থেকে সতর্ক করা হল অনুরাগীদের ৷ সলমন খানের এই প্রযোজনা সংস্থার পক্ষ থেকে তাদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
প্রযোজনা সংস্থাটি তাদের এক্সে গতকাল একটি পোস্ট করে জানিয়ে দেন যে বর্তমানে তারা কোনও ছবির জন্য কলাকুশলী নিচ্ছে না। সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে লেখা হয়, "এই পোস্টের মাধ্যমে জানানো হচ্ছে, ভাইজান ফিল্মসের তরফে বর্তমানে কোনও ছবির কাস্টিং করা হচ্ছে না। আমরা কোনও কাস্টিং এজেন্টকে দায়িত্ব দিইনি আমাদের কোনও আগামী ছবির জন্য। এমন কিছুর জন্য আপনাদের কাছে ফোন বা মেসেজ দিয়ে থাকলে দয়া করে সেটাকে এড়িয়ে চলুন ৷ আর যারা এসব করছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"