পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সলমনের নাম করে লোক ঠকানো হচ্ছে ! ভক্তদের সর্তক করলেন ভাইজান - ভাইজান

Salman Khan: সম্প্রতি ভাইজানের প্রযোজনা সংস্থা 'সলমন খান ফিল্মস'-এর নাম করে কিছু অসাধু ব্যক্তি সাধারণ মানুষকে ঠকাচ্ছে। তারা সলমনের নাম করে ভুয়ো কাস্টিং কল করছে ৷ তাই অনুরাগীদের সতর্ক করলেন বজরঙ্গী ভাইজান ৷

ভক্তদের সর্তক করলেন ভাইজান
Salman Khan

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 12:54 PM IST

Updated : Jan 31, 2024, 1:18 PM IST

মুম্বই, 31 জানুয়ারি: বলিউডের তিন খানের অন্যতম হলেন ভাইজান ৷ আর তাঁর সঙ্গে কে না কাজ করতে চায় ৷ তাঁর অনেক ভক্তরাই সেই আশা নিয়ে মুম্বইয়ে আসেন যে তাঁর ছবির হাত ধরে বলিউডে পা রাখবেন। কিন্তু বর্তমানে কিছু অসাধু ব্যক্তি এর সুযোগ নিচ্ছে। সলমন খানের প্রযোজনা সংস্থার নাম করে লোক ঠকানো হচ্ছে ৷ এমন খবর ছড়িয়ে পড়তেই ভাইজানের প্রযোজনা সংস্থা 'সলমন খান ফিল্মস' থেকে সতর্ক করা হল অনুরাগীদের ৷ সলমন খানের এই প্রযোজনা সংস্থার পক্ষ থেকে তাদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

প্রযোজনা সংস্থাটি তাদের এক্সে গতকাল একটি পোস্ট করে জানিয়ে দেন যে বর্তমানে তারা কোনও ছবির জন্য কলাকুশলী নিচ্ছে না। সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে লেখা হয়, "এই পোস্টের মাধ্যমে জানানো হচ্ছে, ভাইজান ফিল্মসের তরফে বর্তমানে কোনও ছবির কাস্টিং করা হচ্ছে না। আমরা কোনও কাস্টিং এজেন্টকে দায়িত্ব দিইনি আমাদের কোনও আগামী ছবির জন্য। এমন কিছুর জন্য আপনাদের কাছে ফোন বা মেসেজ দিয়ে থাকলে দয়া করে সেটাকে এড়িয়ে চলুন ৷ আর যারা এসব করছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

তবে এর আগেও 2023 সালের জুলাই মাসেও এমন একটি পোস্ট করা হয়েছিল। সেখানেও সুলতানের ভক্তদের সচেতন করা হয় এই ভুয়ো ফোনকলের বিষয়ে। সলমন খানের কাজের বিষয়ে সলমন খানকে টাইগার 3 ছবিটিতে দেখা গিয়েছিল ৷ এরপর আগামীতে সলমন খানকে 'দ্য বুল' ছবিতে দেখা যাবে। করণ জোহর সেই ছবির প্রযোজনা করছেন এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন বিষ্ণুবর্ধন।

আরও পড়ুন:

  1. নিরাপত্তায় ফাঁকি দিয়ে সলমনের ফার্মহাউসে প্রবেশের চেষ্টা, মুম্বই পুলিশের জালে দুই
  2. 25 বছর পর আবার করণের প্রজেক্টে সলমন, ভাইজানের জন্মদিনেই এল সুখবর
  3. 58-য় সলমন, মাঝরাতে মুম্বই ফিরেই ভাগ্নিকে নিয়ে জন্মদিন পালন; ছিলেন কারা ?
Last Updated : Jan 31, 2024, 1:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details