মুম্বই, 30 অক্টোবর: পাঁচদিনের মাথায় ফের প্রাণনাশের হুমকি পেলেন বলিউড সুপারস্টার সলমন খান ৷ একটি উড়ো ফোনে 2 কোটি টাকা দাবি করা হয় ৷ সেই টাকা না দিলে 'ভাইজান'কে প্রাণে মারার হুমকি দেওয়া হয় ৷ এমনটাই বুধবার জানিয়েছে মুম্বই পুলিশ ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বই ট্রাফিক পুলিশের কাছে এই হুমকি ফোন আসে ৷ যেখানে বলা হয়, 2 কোটি টাকার দাবি পূরণ না হলে অভিনেতা সলমন খানকে হত্যা করা হবে । সঙ্গে সঙ্গে তৎপর হয় পুলিশ ৷ সূত্রের খবর, মুম্বইয়ের ওয়ারলি জেলার কর্তৃপক্ষ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে এবং তাৎক্ষণিক তদন্ত শুরু করেছে ।
এর আগে 25 অক্টোবর সলমন খানকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল ৷ তবে সে সময় ভাইজান একা নন, কয়েকদিন আগে দুষ্কৃতীদের হাতে খুন হওয়া বাবা সিদ্দিকীর ছেলে বিধায়ক জিশানও এই হুমকি পান ৷ গত শুক্রবার অর্থাৎ 25 অক্টোবর জিশান সিদ্দিকীর বান্দ্রার কার্যালয়ে একটি ফোন আসে ৷ তাতে ফোনের ওপারে থাকা ব্যক্তিকে বলতে শোনা যায়, টাকা না দিলে জিশান সিদ্দিকী ও সলমন খানকে খুন করা হবে ৷ এই ফোনটি মহম্মদ তাইয়াব করেছিল বলেই তদন্তে জানতে পারে পুলিশ ৷
ওই ফোনের ভিত্তিতে জিশান সিদ্দিকীর কার্যালয়ের এক কর্মী নির্মল নগর থানায় অভিযোগ দায়ের করেন ৷ হুমকির ঘটনার তদন্ত নেমে নয়ডা থেকে একজনকে গ্রেফতার করে মুম্বইয়ের বান্দ্রা পুলিশ ৷ ধৃতের নাম মহম্মদ তাইয়াব (20) ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, অভিযুক্তের সঙ্গে গ্যাং বা মাফিয়ার কোনও যোগাযোগ নেই ৷ নেহাতই মজার ছলে ফোন করে সলমন খানকে খুনের হুমকি দিয়ে বসেন ৷
গত 12 অক্টোবর দশেরার রাতে আততায়ীর গুলিতে খুন হন এনসিপি নেতা বাবা সিদ্দিকী ৷ মুম্বইয়ের বান্দ্রা পূর্বের খায়ের নগর এলাকায় খুব কাছ থেকে পর পর গুলি করা হয় তাঁকে ৷ তিনি সলমন খানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ৷ বাবা সিদ্দিকীর মৃত্যুর পরপরই প্রাণনাশের হুমকি পান তাঁর ছেলে জিশান এবং বলি তারকা সলমন ৷ বাবা সিদ্দিকীর খুনের ঘটনায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম উঠে আসে ৷ তাই সলমন খান এবং জিশান সিদ্দিকীকে দেওয়া প্রাণনাশের হুমকির নেপথ্যে লরেন্স বিষ্ণোই গ্যাং রয়েছে বলে সন্দেহ করে পুলিশ ৷