মুম্বই, 17 জানুয়ারি: বৃহস্পতিবার সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় চমকে ওঠে দেশ ৷ বান্দ্রায় নিজের বাড়িতেই গুরুতর জখম হন হাম তুম অভিনেতা ৷ লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচারের পর এখন তাঁকে রাখা হয়েছে আইসিইউতে ৷ ঘটনার তদন্তে তৎপর পুলিশ প্রশাসন ৷ মুম্বই পুলিশ ইতিমধ্যেই 20 জনের একটি টিম তৈরি করেছে ৷
তবে শুধু সইফের ওপর নয়, বাড়ির পরিচারিকার ওপরও হামলা করেছে অভিযুক্ত দুষ্কৃতী ৷ মহিলা পরিচারক নিজের অভিযোগে জানিয়েছেন, তাঁর ওপর ব্লেড দিয়ে দুষ্কৃতি হামলা করে ৷ যে কারণে দুটো হাতেই আঘাত লেগেছে ৷ তিনি বলেন, "ওই ব্যক্তি আমার দিকে ছুটে আসে ৷ তার বা হাতে কাঠের কোনও জিনিস ছিল ও ডান হাতে হেক্সা ব্লেড ছিল ৷ হাতাহাতির সময় সে আমার ওপর ব্লেড দিয়ে আঘাত করার চেষ্টা করে ৷ আমি সেখান থেকে বাঁচার জন্য যখন হাত চালাই তখন ধারালো ব্লেডের আঘাতে আমার কব্জি দিয়ে রক্ত বেরোতে শুরু করে ৷ বা হাতের আঙুলেও আঘাত লাগে ৷"
বাড়ির মহিলা পরিচারক আরও বলেন, " এরপর আমি ওই দুষ্কৃতীকে জিজ্ঞাসা করে, কি চায় সে ? তখন সে জানায়, টাকা চায় ৷ আমি প্রশ্ন করি কত টাকা ? তখন সে জানায় এক কোটি টাকা ৷" গতকালই আততায়ীর সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে ৷ সেই ব্যক্তির খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ পুলিশ জানিয়েছে, বুধবার রাত 2.30 মিনিট নাগাদ বান্দ্রায় সইফ-করিনার 11 তলার ফ্ল্যাটে দুষ্কৃতি প্রবেশ করে পিছনের সিঁড়ি দিয়ে ৷ কিন্তু বাড়ির পরিচারিকার হাতে ধরা পড়ে ওই ব্যক্তি ৷ চিৎকার-চেঁচামেচিতে ঘুম ভাঙে নবাব পুত্রের ৷ তারপরেই তিনি দৌড়ে আসেন ৷ বহিরাগত এক ব্যক্তিকে দেখে তার সঙ্গে বচসা হয় ৷ এরপরেই ওই দুষ্কৃতি ছুরি দিয়ে হামলা চালায় সইফের ওপরে ৷
পরিচারিকা অভিযোগে আরও বলেন, "ওই ব্যক্তি জেহ (সইফ-করিনার ছোট ছেলে)র ঘরের দিকে যাচ্ছিল ৷ চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির অনান্য লোকজন বেরিয়ে আসে ৷" প্রসঙ্গত, সইফকে দেখতে সকাল থেকেই হাসপাতালে যান ইব্রাহিম আলি খান, সারা আলি খান, করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, কুণাল খেমু, সোহা আলি খান ও মা শর্মিলা ঠাকুর ৷ এই ঘটার পর করিনা শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়ে ব্যক্তিগত পরিসরে সকলের থেকে সময় চেয়েছেন ৷