পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'মেনে নিলেন তো বাম জমানায় নারী নিরাপত্তা সুনিশ্চিত ছিল...!' মুখ্যমন্ত্রীকে প্রশ্ন রূপার - Rupa Bhattacharya Slams Mamata

Rupa on Mamata: "....বাম আমলে নারী নিরাপত্তা সুনিশ্চিত ছিল, যা এখন নেই?..." মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন করলেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য ৷

Rupa on Mamata
মুখ্যমন্ত্রীকে তোপ অভিনেত্রী রূপার (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 18, 2024, 12:23 PM IST

Updated : Sep 18, 2024, 1:29 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর: "বাম আমলে বিরোধী নেত্রী হিসাবে নারী নিরাপত্তা নিয়ে কোনও প্রশ্ন বা আন্দোলন তো করতে দেখা যায়নি আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ তার মানে বাম আমলে নারী নিরাপত্তা সুনিশ্চিত ছিল, যা এখন নেই ?" নারী নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীকে কঠিন প্রশ্ন করে বসলেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য ৷ পাশাপাশি রাজ্য সরকারের তরফে আনা 'রাত্তিরের সাথী'র বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্ট সংশোধন করার নির্দেশ দেওয়ায় ইটিভি ভারতের কাছে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেত্রী ৷

তিনি বললেন, "রাতে মেয়েদের কাজ না করার এই বিজ্ঞপ্তি যে সুপ্রিম কোর্ট মেনে নেবে না এটা জানা ছিল। তবে, আমি মাননীয়া মুখ্যমন্ত্রীকে একটা প্রশ্ন করতে চাই । আপনার তো জীবনের অনেকটা সময় মানে গোটা যৌবনটাই কেটেছে বাম আমলে। সেই সময়েও সরকারের বিরোধিতা করে আপনাকে অনেক আন্দোলন করতে দেখেছি নানা বিষয় নিয়ে । কই তখন তো নারী নিরাপত্তা নিয়ে কোনও প্রশ্ন তোলেননি। কিংবা রাতে মেয়েরা ডিউটি না করাই ভালো- এরকমও কিছু বলেননি । অনেক তো দাবি ছিল আপনার। এই দাবি তো তুলতে দেখিনি কখনও। তখনও মেয়েরা রাস্তায় বেরোত, রাত বিরেতে বাড়ি ফিরত কাজ সেরে । আজ আপনার জমানায় মেয়েদের নিরাপত্তা নিয়ে আপনাকে ভাবতে হয়েছিল ! তা হলে মেনে নিলেন যে বাম আমলে নারী নিরাপত্তা সুনিশ্চিত ছিল, যা এখন নেই ?"

তিনি ইটিভি ভারতকে আরও বলেন, "অর্থহীন একটা নিয়মের কথা বলেছিলেন মাননীয়া ।ওঁর সরকার যতদিন এ রাজ্যে আছে উনি ততদিন এরকম একুশে আইন আনতে পারেন । কিন্তু সুপ্রিম কোর্টের তো সুস্থ স্বাভাবিক নাগরিক চেতনা আছে । তাই এরকম কোনও আইন সুপ্রিম কোর্ট যে বলবৎ করবে না এটা জানাই ছিল ।"

রূপা আরও বলেন, "জানতাম উনি আপন মনে এসব কথা বলছেন । কেউ মানবে না । কাজ যদি নাও করি বাইরে কেন বেরোতে পারব না ? রাজ্য কেন নিরাপত্তা দেবে না ? মুখ্যমন্ত্রীর মতো বিদগ্ধ রাজনীতিবিদ এগুলো জানেন না তা নয় । কিন্তু এখন উনি যা যা বলতে চাইছেন সেগুলোর সবটাই ওই 'অঙ্কা বঙ্কা শঙ্কা' বা 'এপাং ওপাং ঝপাং'- এর মতো হয়ে যাচ্ছে । আজব ছড়ার মতো আজব আইন ও যুক্তি । সুপ্রিম কোর্ট যেভাবে তাঁর এই উক্তির ভর্ৎসনা করেছে তাতে আমরা খুশি ।"

Last Updated : Sep 18, 2024, 1:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details