পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Entertainment Team

Published : 5 hours ago

ETV Bharat / entertainment

আরজি কর কাণ্ডে মুখ খোলায় 'ওপেন থ্রেট' অভিনেত্রীকে! নির্বিকার পুলিশ - Rupa bhattacharjee

Rupali Rai Bhattacharya: বিগত কেয়কদিন ধরে সোশাল মিডিয়ায় নোংরা ভাষায় আক্রমণের শিকার অভিনেত্রী রূপা ভট্টাচার্য ৷ বার বার প্রশাসনকে জানিয়ে মিলল না ফল ৷ কলকাতা পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সরব অভিনেত্রী ৷

Rupali Rai Bhattacharya
সোশাল মিডিয়ায় আক্রমণের শিকার রূপা (ইটিভি ভারত/সোশাল মিডিয়া)

হায়দরাবাদ, 25 সেপ্টেম্বর: সোশাল মিডিয়ায় ট্রোল হওয়া নতুন বিষয় নয় ৷ কিন্তু যখন সামাজিক মাধ্যমের পাতায় কাউকে কুৎসিত ভাষায় আক্রমণ করা হয় তাহলে তা অবশ্যই অন্যায় ৷ সাইবার সেল, আইটি সেল এই বিষয়ে পদক্ষেপ করতে বাধ্য ৷ কিন্তু এমন কোনও কিছু এখনও পর্যন্ত দেখা যায়নি অভিনেত্রী রূপালি ভট্টাচার্যের ক্ষেত্রে ৷

তাঁকে সোশাল মিডিয়ায় অকথ্য ভাষায় যেভাবে আক্রমণ করা হচ্ছে, তা দেখে বিরক্ত অভিনেত্রী ৷ রূপালির ফেসবুক প্রোফাইল ফলো করলে দেখা যায়, তিনি যথবার আরজি কর কাণ্ড নিয়ে সরব হয়েছেন ততবারই তিনি অশালীন ভাষায় আক্রমণের শিকার হয়েছেন ৷ তবে দমে যাওয়ার পাত্রী নন রূপালি ৷ তিনি সেই সব আক্রমণের স্ক্রিনশট শেয়ার করেন সামাজিক মাধ্যমেই ৷ আরজি কর কাণ্ডে মুখ খোলার পরেই তাঁকে হুমকির মুখে পড়তে হচ্ছে বলে জানান অভিনেত্রী ৷

শাসকদলের দিকে অভিযোগের আঙুল রূপার (ইটিভি ভারত)

অভিনেত্রী এই বিষয়ে ইটিভি ভারতকে বলেন, "প্রথমদিকে বিষয়টা ইগনোর করছিলাম ৷ তারপর থ্রেট করা শুরু করল যে ভিডিয়ো বানিয়ে দেব ৷ আমি তখন প্রতিবাদ করি ৷ কলকাতা পুলিশের অফিসিয়িল পেজে অভিযোগ জানাই ৷ লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ জানাই ৷ কোনও উত্তর আসেনি ৷ অন্যদিকে, সোশাল মিডিয়ায় অসভ্যতা ও নোংরামো বেড়েই যাচ্ছে ৷ এখন বিষয়টা জানানজানি হতে ডিরেক্ট থ্রেট করা হচ্ছে ৷" কার দিকে সন্দেহের তীর? অভিনেত্রী বলেন, "আমার সন্দেহ শাসক দলের আইটি সেলের দিকে ৷ সেখানে বলা হচ্ছে, আর কেউ মুখ খুলছে না, তোর এত বলার কী আছে... খবর সামনে আসার পর বলা হচ্ছে আমাকে ট্রেস করবি, আমি এবার সরাসরি আঘাত করব ৷"

তিনি একাধিকবার আইটি সেলকে ট্যাগ করে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন ৷ তিনি সামাজিক মাধ্যমের পাতায় লেখেন, "টিএমসি , আইটি সেল এবার মেয়েদের ডিপি ব্যবহার করে বিভিন্ন লকড ফেক (locked fake) প্রোফাইল থেকে এলো মেলো গালাগালি দিচ্ছে । ওই যা যা ওদের নেতা নেত্রীদের থেকে শেখে । আমায় যারা ট্যাগ করছে অন্যও কোনও পোস্টে সেখানে কমেন্টে এসব করছে । আর কলকাতা পুলিশ(Kolkata Police)কে মেলের পর মেল করছি কিন্তু কিন্তু উপরতলার অর্ডার ছাড়া তারা তো কিছু করে না । বুঝলাম আমার মত নগণ্য এক অভিনেত্রীও ওদের জন্য এত বিপদজনক ! এই আই সেল-ই আমায় জননেত্রী বানিয়ে দেবে যা বুঝছি ৷"

এই পোস্টের পরেও প্রশাসনের তরফে কোনও সাহায্য না পেলে তিনি আরও একটি প্রোফাইলের স্ক্রিনশট শেয়ার করে কলকাতা পুলিশকে ট্যাগ করেন ৷ তিনি লেখেন, "কলকাতা পুলিশ আবার পোস্ট করলাম ৷ সাধারণ মানুষ দেখুক আপনারা এই সবের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন নাকি চুপ করে থেকে এদের এনকারেজ করবেন ৷"

ABOUT THE AUTHOR

...view details