কলকাতা, 14 সেপ্টেম্বর: পুজোর আবহে মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের 'টেক্কা' ৷ ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। বয়কাট চুলে রুক্মিণী একেবারে অন্যরকম। হাতে বন্দুক, চোখে মুখে অপরাধীকে শাস্তি দেওয়ার আগুন জ্বলছে তাঁর। একই সঙ্গে মনের মধ্যে মানুষের প্রতি অপার মায়া। চরিত্রের নামও মায়া। এহেন রুক্মিণী আরজি করের নৃশংস ঘটনা নিয়েও এই মুহূর্তে বেশ চিন্তিত। প্রতিবাদী মিছিলে তাঁকে দেখা না গেলেও প্রতিবাদ আছে তাঁর মনে।
ইটিভি ভারতকে তিনি বলেন, "14 অগস্ট রাতটা যতটা শক্তিশালী ছিল ততটাই ছিল সুন্দর। এটাই একজন নারীর শক্তি। মনে রাখার মতো একটা রাত ছিল সেদিন ৷ আমি চাই এত প্রতিবাদ এত আওয়াজের মাঝে যেন মূল জায়গা থেকে আমাদের চোখ সরে না যায়। আমরা যেন একটা উদ্দেশ্যেই স্থির থাকি। শুধু বাংলায় নয়, সারা দেশে নারীদের নিরাপত্তার প্রয়োজন। কেন না, স্বাধীনতা শুধু এই রাজ্য পায়নি, সারা দেশ পেয়েছে। 14 অগস্ট থেকে দশদিনের মধ্যে সারা দেশে 1400টা ধর্ষণ হয়েছে। ভাবা যায়! এটা আমাদের দেশ?"