হায়দরাবাদ, 9 ডিসেম্বর: সত্য ও কাবেরীর পরিবার আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মতো ৷ সন্তানকে বাইরে ভালো স্কুলে পড়তে পাঠিয়ে খরচার চিন্তায় ঘুম উড়েছে ৷ এমন সময়ে এক রাতে তাঁদের জীবন হয়ে যায় ওলট-পালট ৷ বাড়িতে হয়ে যায় খুন ৷ সঙ্গে পাওয়া যায় স্যুটকেস ভর্তি টাকা ৷ এরপর?
এমনই এক রহস্য-রোমাঞ্চ কাহিনী পর্দায় নিয়ে আসছেন পরিচালক মৈনাক ভৌমিক ৷ মুক্তি পেল 'ভাগ্যলক্ষ্মী'র টিজার। 10 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। এক মধ্যবিত্ত, সাদামাটা পরিবারকে হঠাৎ করে ক্রাইমের মধ্যে ঠেলে দেওয়ার মতো ঘটনাকে কেন্দ্রে রেখেই এই ছবি বানিয়েছেন মৈনাক। মুখ্য চরিত্রে ঋত্বিক চক্রবর্তী ও সোলাঙ্কি রায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, রতন সরখেল, স্বস্তিকা দত্ত, লোকনাথ দে, নীল মুখোপাধ্যায়, সুব্রত দত্ত, দেবপ্রিয় মুখোপাধ্যায়, যুধাজিৎ সরকার।