হায়দরাবাদ, 27 অগস্ট: আরজি কর হাসপাতালের ঘটনার পরিপ্রেক্ষীতে মঙ্গলবার ছাত্রদের পক্ষ থেকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে চলল লাঠি, ছোঁড়া হল কাঁদানে গ্যাস ৷ জল কামান দিয়ে আন্দোলনকারীদের প্রতিরোধ করার চেষ্টা পুলিশের ৷ এদিনের পুরো ঘটনাকে 'চক্রান্ত' হিসাবে দেখছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ৷ সোশাল মিডিয়ায় তিনি আবেদন করলেন 'বিজেপির অশান্তি বাধানোর চক্রান্ত ব্যর্থ করা হোক' ৷
এদিন তিনি ইন্সটাস্টোরিতে একটি পোস্ট শেয়ার করেন ৷ যেখানে উল্লেখ করা হয়া হয়েছে আরজি কর ঘটনার ন্যায়বিচার চাই ৷ এরপর সেখানে লেখা, "27 অগস্ট ছাত্র সমাজের মিছিলের ডাক দিয়ে যারা নবান্ন অভিযান ডেকেছে তারাই বিলকিস বানো-র ধর্ষকদের মুক্তির পরে মালা পরায়, কাঠুয়াতে আর উন্নাওতে ধর্ষকদের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে মিছিল করে ৷ এরাই ব্রিজভূষণ সিং-এর ঢাল হয়ে কুস্তিগীরদের আন্দোলনকে দমন করে আর হাথরসে নির্যাতিতার নিথর শরীরকে পুড়িয়ে দেয় প্রমাণ লোপাটের জন্য ৷