হায়দরাবাদ, 16 ডিসেম্বর: ক্ল্যাসিক্যাল মিউজিকের দুনিয়ায় ছন্দপতন ৷ প্রয়াত বিশিষ্ট তবলা বাদক উস্তাদ জাকির হুসেন ৷ শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রিকি কেজ, এআর রহমান থেকে শুরু করে সোনু নিগম, সন্তুর বাদক পণ্ডিত তরুণ ভট্টাচার্য-সহ আরও অনেকে ৷
তিনবার গ্র্যামিজয়ী মিউজিশিয়ান রিকি কেজ শিল্পী জাকির হুসনের মৃত্যুতে চমকে গিয়েছেন ৷ তিনি জানিয়েছেন জাকিরের মৃত্যুতে সঙ্গীত দুনিয়ায় অপূরণীয় ক্ষতি হয়েছে ৷ তিনি ভারতের এক মহান শিল্পী বলে জানান রিকি ৷ তিনি ইন্সটাগ্রামে লেখেন, "লেজেন্ড উস্তাদ জাকির হুসেনের মৃত্যুক খবরে আমি শোকাহত ৷ তিনি একজন মহান শিল্পী পাশাপাশি খুব ভালো মানুষ ছিলেন ৷ তিনি সঙ্গীত জগতে অমূল্য রতন ছড়িয়ে দিয়ে গিয়েছেন ৷ তাঁকে আজীবন মনে রাখবে সঙ্গীতপ্রেমী মানুষেরা ৷ তিনি খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন ৷"
গায়ক সোনু নিগম সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন ৷ পোস্ট করে লেখেন, "জাকির ভাই এটা কি হল?"
এআর রহমান শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে লেখেন, "জাকির ভাই এক অনুপ্রেরণা ছিলেন ৷ তিনি তবলা বাাজনো শিল্পকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গিয়েছেন ৷ তাঁর মৃত্যুতে আমাদের বিশাল ক্ষতি হল ৷ আমার আফসোস হচ্ছে আরও একবার ওঁনার সঙ্গে কাজ করা হল না ৷ আমরা একসঙ্গে একটা অ্যালবাম করার পরিকল্পনা করেছিলাম ৷ তোমাকে সত্যিই ভীষণ মিস করব ৷"
গায়ক অনুপ জলোটা জাকির হুসেনের মৃত্যুতে শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে লেখেন, "এই খবরে আমি গভীর যন্ত্রণার মধ্যে রয়েছি ৷ কঠিন সময়ে তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা রইল ৷"
মিউজিক কম্পোজার থমন এস এক্সহ্যান্ডেলে লেখেন, "চিরঘুমের দেশে মাস্টার ৷ আমরা আজ এক লেজেন্ডকে হারালাম ৷"
অন্যদিকে, তবলা মায়েস্ত্রোর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সন্তুর বাদক পণ্ডিত তরুণ ভট্টাচার্য ৷ তিনি বলেন, "সঙ্গীত দুনিয়ায় জাকির হুসেন একজনই ছিলেন ৷ তিনি ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত জগতের শেষ মোহিকান বা শেষ মোহিকানদের একজন ৷" তিনি জানান, হুসেন তবলার বোলের মধ্য দিয়ে ভিন্নধারার রাগ যোগ করেছেন ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, কোনও মিউজিকের কোনও অনুষ্ঠান শুরু করার আগে তিনি জাকির হুসেনের পা ছুঁয়ে প্রণাম করতেন ৷
গিমা পুরস্কারপ্রাপ্ত শিল্পী তথা গ্র্যামির জুরি সদস্য তবলা বাদক প্রদ্যুত মুখোপাধ্যায় প্রয়াত শিল্পী জাকির হুসেনকে ভার্সেটাইল তবলা বাদক বলে উল্লেখ করেছেন ৷ তিনি বলেন, "জাকির হুসেন আমার অফিসিয়াল গুরু না হলেও তাঁকে মেন্টর বলে মনে করি ৷ আমি তাঁর কাছ থেকে রিদম ও বিট শিখেছি ৷ তিনি সবসময় ভীষণ বিনম্র শিল্পী ছিলেন ৷ তিনি নতুনদের কাছে টেনে নিতেন ৷"
প্রয়াত তবলা 'মায়েস্ট্রো' জাকির হুসেন
প্রদ্যুত মুখোপাধ্যায় জানান, তিনি উদীয়মান প্রতিভাদের সাহায্য করতে সর্বদা আগ্রহী ছিলেন। তিনি বলেন, "জাকির জি দক্ষিণ কলকাতায় এক তবলা কারিগরীর কাছে প্রায় সময় আসতেন ৷ তিনি সেই দোকান থেকে তবলা নিয়ে যেতেন ৷"
সরোদ বাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার প্রয়াত জাকির হুসেনের সঙ্গে স্বর সম্রাট ফেস্টিভ্যালে পারর্ফম করেছেন বলে জানান ৷ তেজেন্দ্র নারায়ণ মজুমদার বলেন, "আমরা সকলেই জানতাম তাঁর শরীর ভালো ছিল না ৷ কিন্তু তিনি খুব তাড়াতাড়ি চলে গেলেন ৷ এই শূন্যতা কখনও পূর্ণ হবে না ৷"