পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

আজই বলিউডে আত্মপ্রকাশ হয়েছিল কেকে'র, গায়ককে শ্রদ্ধা জানাল 'ডুডল'

কৃষ্ণকুমার কুন্নাথ যাঁকে কেকে নামেই চেনে বিশ্ব ৷ 25 অক্টোবর সকালে তাঁকে শ্রদ্ধা জানিয়ে নিজেদের লোগো পরিবর্তন করল গুগল।

GOOGLE DOODLE PAYS TRIBUTE TO KK
গায়ককে শ্রদ্ধা জানিয়ে বদলাল গুগল ডুডল (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 25, 2024, 1:42 PM IST

Updated : Oct 25, 2024, 1:48 PM IST

হায়দরাবাদ, 25 অক্টোবর:আইকনিক ভারতীয় প্লে-ব্যাক গায়ক কৃষ্ণকুমার কুন্নাথকে স্মরণ করে নিজেদের গুগল ডুডল বদলে গেল ৷ ভারতীয় সঙ্গীত জগতে ঝড়ে যাওয়া ধ্রুবতারাকে শ্রদ্ধা জানিয়ে শুক্রবার সকালে গুগল ডুডলে ফুটে উঠল কেকের গান গাওয়া ছবি ৷ গুগলের হোমপেজে জ্বলজ্বল করছে এই নয়া ডুডল।

23 অগস্ট, 1968 সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন ৷ তিনি কিরোরি মাল কলেজে মার্কেটিং বিভাগে পড়াশোনা শেষ করার পরে সঙ্গীতজগতে পা-রাখেন ৷ 2021 সালের 31মে কলকাতায় মিউজিক কনসার্টে গান করার সময় না-ফেরার দেশে চলে যান কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ। সংগীত পাগল মানুষটার জীবন শেষ হয়েছিল স্টেজ পারফরমেন্স দিয়েই ৷ লাইভ শো-র পরেই হার্ট অ্যাটাক ৷ হাসপাতালে ভর্তি করার সময়ও পাওয়া যায়নি। হৃদয় বিদারক সেই স্মৃতি আজও তাড়া করে গায়কের ভক্তদের।

আজকের দিনে গুগল ডুডলে কেকে'কে স্মরণের কারণ অবশ্য অন্য ৷ নেটাগরিকরা ভাবছেন, আজকের দিনে না-তো গায়ক কেকে-র জন্মদিন, না তিনি এইদিনে প্রয়াত হয়েছেন ৷ আসলে 1996 সালের আজকের দিনেই তিনি পরিচালক গুলজারের মাচিস ছবির হাত ধরে প্রথম বলিউডে পা-রাখেন ৷ বিখ্যাত গান 'ছোড় আয়ে হাম...' তাঁরই গাওয়া ৷ কেকে 'তড়াপ তড়াপ...', 'ইয়াদ আয়েঙ্গে ওহ পাল...', 'আঁখো মে তেরি...'-র মতো বহু হিট গান উপহার দিয়েছেন শ্রোতাদের। 26 বছরের কেরিয়ারে কেকে তামিল, তেলেগু, মালায়লাম-সহ বেশ কিছু ভাষায় গান গেয়েছেন। গান গেয়েছেন মরাঠি ভাষাতেও।

উল্লেখ্য, গত কয়েক বছরে গুগল তাঁর ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে বিশ্বজুড়ে মহান ব্যক্তিদের। গুগলের ডুডলে কখনও এসেছে অলিম্পিক গেমস , বিশ্বকাপ ক্রিকেটের স্পোর্টস ইভেন্ট ও । এবার সেই তালিকায় নাম উঠল ভারতের আট থেকে আশি সকলের প্রিয় গায়ক কেকে-র ৷

Last Updated : Oct 25, 2024, 1:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details