মুম্বই, 29 এপ্রিল: বিশ্ব সিনেমা দরবারে তিনি 'হাসিল' করেছিলেন 'দ্য ওয়ারিয়র' খ্যাতি ৷ 30 বছরের ফিল্মি কেরিয়ারে খুঁজে নিয়েছিলেন 'আপনা আসমান' ৷ সাদা মাটা চেহারা, উসকো-খুসকো চুল থাকলেও গভীর দুটো চোখে ছিল এমন ম্যাজিক, যা দেখে 'সাত খুন মাফ'-ও করা যায় ! ইরফান খান ৷ আজকের দিনেই তিনি পাড়ি দিয়েছিলেন না ফেরার দেশে, 'সাচ আ লং জার্নি' ৷ শেষ হয়েছিল বলিউডের এক 'হায়দার'-এর 'কিস্সা' ৷
1988 সালে 'সালাম বোম্বে' ছবিতে ছোট্ট একটা চরিত্রে অভিনয় করে বি-টাউনে লড়াই শুরু করেন অভিনেতা ইরফান খান ৷ 2001 সালে ব্রিটিশ ছবি 'দ্য ওয়ারিয়র' ছবির পর জনপ্রিয়তা এনে দেয় 'হাসিল' ও 'মকবুল'-এর মতো ছবি ৷ 2006 সালে 'দ্য নেমসেক' ছবি তাঁর জনপ্রিয়তা ও খ্যাতি বাড়িয়ে দেয় আরও কয়েক ধাপ ৷ একনজরে ফিরে দেখা যাক ইরফান খান অভিনীত কয়েকটি সেরা ছবির ঝলক ৷
দ্য লাঞ্চবক্স (2013): রোমান্টিক ড্রামা ছবিতে ইরফানের চরিত্র সাজন ফার্নান্ডেজকে আজও মনে রেখেছে দর্শক ৷ একটা লাঞ্চবক্সের মধ্য দিয়ে একাকী অফিস কর্মচারীর গড়ে ওঠা বন্ধুত্ব এনে দেয় এক মুঠো তাজা বাতাস ৷
মকবুল (2003): বিশাল ভরদ্বাজ পরিচালিত শেকস্পিয়ারের 'ম্যাকবেথ' অবলম্বনে তৈরি 'মকবুল' ছবিটি যাঁরা দেখেছেন, তাঁর ভুলতে পারেননি ইরফানের ম্যাজিক ৷ অন্ধকার জগতের সঙ্গে যুক্ত থেকেও উচ্চাভিলাষী মকবুলের জার্নি মনে রাখার মতোই৷
লাইফ অফ পাই(2012): ইয়ান মার্টেলের উপন্যাস অবলম্বনে অ্যাংলি পরিচালিত লাইফ অফ পাই আন্তর্জাতির স্তরে আলাদা জায়গা তৈরি করে নিয়েছিল ৷ পি পাটেলের চরিত্রে ইরফান খানের জার্নি এককথায় অসাধারণ !
দ্য নেমসেক(2006): ঝুম্পা লাহিড়ীর উপন্যাস অবলম্বনে পরিচালক মীরা নাইয়ার সিনেপ্রেমীদের উপহার দেন এই ছবি ৷ ভারতীয়-আমেরিকান পরিবারের সত্ত্বা ও জার্নি আরও বেশি উজ্জ্বল করে তোলেন অশোক গঙ্গোপাধ্যায়ের চরিত্র তথা ইরফানের খানের চরিত্র ৷