পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

কেমন লাগছে শ্রীভল্লিকে? রশ্মিকার জন্মদিনে 'পুষ্পা' টিমের উপহার - Rashmika Mandanna - RASHMIKA MANDANNA

Rashmika Mandanna: আরও এক বসন্ত পার করলেন রশ্মিকা মন্দানা ৷ শুক্রবার তাঁর জন্মদিনে পুষ্পা টিমের তরফে সামনে এল বিশেষ উপহার ৷ 'পুষ্পা 2'-এ কেমন দেখতে শ্রীভল্লিকে, দেখে নিন ৷

Rashmika Srivalli Look
কেমন লাগছে শ্রীভল্লিকে?

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 4:29 PM IST

হায়দরাবাদ, 5 এপ্রিল: দক্ষিণী তারকা রশ্মিকা মন্দানা এখন সকলের ক্রাশ ৷ সৌন্দর্যের পাশাপাশি, অভিনয়ও নজর কেড়েছে দর্শকদের ৷ আজ অর্থাৎ শুক্রবার অভিনেত্রীর জন্মদিন ৷ এই দিনটিকে আরও বিশেষ করে তুলেছে 'পুষ্পা 2'-এর নির্মাতারা ৷ প্রকাশ্যে এল শ্রীভল্লির প্রথম ঝলক ৷

ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "দেশের হার্টথ্রব শ্রীভল্লি অর্থাৎ রশ্মিকা মন্দানাকে জন্মদিনের শুভেচ্ছা ৷ 'পুষ্পা 2' দ্য রুল টিজার আসছে 8 এপ্রিল ৷ গ্র্যান্ড রিলিজ 15 অগস্ট ৷" 2021 সালে মুক্তি পায় সুকুমার পরিচালিত 'পুষ্পা: দ্য রাইজ' ৷ ব্লকব্লাস্টার হিট হয় এই ছবি ৷ এবার অগস্টে মুক্তির অপেক্ষায় ছবির সিক্যুয়েল 'পুষ্পা: দ্য রুল' ৷ আল্লু অর্জুনের লুক কেমন তা জানা যাবে অভিনেতার জন্মদিনে ৷ তবে রশ্মিকার লুক কেমন, তা সোশাল মিডিয়ায় শেয়ার করতেই নিমেষে ভাইরাল ৷

পাশাপাশি আল্লু অর্জুনের জন্মদিন 8 এপ্রিল ৷ তাই এই দিনটিকেই নির্মাতারা বেছে নিয়েছেন ছবির টিজার মুক্তির দিন হিসাবে ৷ আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানার পাশাপাশি, গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকেও ৷ উল্লেখ্য, এই ছবির জন্য সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার ঝুলিতে পুরেছেন অভিনেতা আল্লু ৷ শুধু তাই নয়, 2021 সালে চার্টবাস্টারে ছবির প্রতিটি গান 'ও আন্তাভা', 'শ্রীভল্লি' ও 'স্বামী-স্বামী' গান ছিল ট্রেন্ডিংয়ে ৷

অন্যদিকে, 'ও আন্তাভা' আইটেম গানে দেখা গিয়েছিল সামান্থা রুথ প্রভুকে ৷ অনেকেই ভেবেছিলেন, এবারেও কোনও আইটেম গানে দেখা যাবে তাঁকে ৷ তবে এক সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, 'পুষ্পা'র সিক্যুয়েলে তাঁকে দেখা যাবে না কোনও আইটেম নাচে ৷ তাহলে ছবিতে আইটেম নাচ থাকবে কি না, বা থাকলে কাকে দেখা যাবে সেই নিয়ে বেশ কৌতুহল রয়েছে সিনেপ্রেমীদের মধ্যে ৷ তবে অগস্টে এই ছবি হিটের পুরনো ধারা কী এবারও ধরে রাখতে পারবে, জানার অপেক্ষায় চলচ্চিত্রপ্রেমীরা ৷

ABOUT THE AUTHOR

...view details