পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

মিলান ফ্যাশন উইকে মোহময়ী রশ্মিকা, কালো পোশাকে ম্যাজিক 'পুষ্পা' অভিনেত্রীর - Rashmika Mandanna

Rashmika in Milan Fashion Week: মিলান ফ্যাশন উইকে উষ্ণতা ছড়ালেন 'পুষ্পা' অভিনেত্রী রশ্মিকা মন্দানা ৷ মোহময়ী রশ্মিকার সেই ছবি সোশাল মিডিয়ায় আসতেই নিমেষে ভাইরাল ৷

Etv Bharat
মিলান ফ্যাশন উইকে রশ্মিকা মন্দানা

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 3:26 PM IST

হায়দরাবাদ, 22 ফেব্রুয়ারি: আন্তর্জাতিক মঞ্চে রূপের ছটায় সকলকে মুগ্ধ করলেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা ৷ মিলান ফ্যাশন উইকের রণবীর কাপুরের অভিনেত্রী মাতালেন ব়্যাম্প ওয়াকে ৷ বুধবার জাপানের একটি ফ্যাশন ব্যান্ড অনিতসুকা টাইগারের পোশাকে মঞ্চ কাঁপালেন অভিনেত্রী ৷ সোশাল মিডিয়ায় সেই ছবি প্রকাশ্যে আসতেই কাত অনুরাগীরা ৷

Rashmika in Milan Fashion Week

মিলানের ফ্যাশন ইভেন্টে কেমন ছিল সেই জার্নি অ্যানিম্যাল খ্যাত অভিনেত্রী নিজের ইন্সটাস্টোরিতে শেয়ার করেন সেই ছবি ৷ তাঁকে দেখ যায় স্লিক কালো পোশাকে ৷ সঙ্গে কালো রঙের বুটস ৷ তাঁর ব্যক্তিত্ব ও সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে কালো রঙের লম্বা কোট ৷ 20 ফেব্রুয়ারি শুরু হওয়া মিলান ফ্যাশন উইকে বুধবার হাঁটেন অভিনেত্রী ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী লেখেন, "এক মিনিটের জন্য মিলান ৷" আর একটি ছবি তিনি শেয়ার করেছেন মেকআপ টিমের সঙ্গে ৷ ক্যাপশনে লেখেন, "যখন একদল মহিলা আমার উপর ম্যাজিক তৈরি করে ৷" পাশাপাশি ফ্যাশনের রানওয়েতে অন্যান্য মডেলদের হাঁটার ছবিও শেয়ার করেন রশ্মিকা ৷

Rashmika in Milan Fashion Week

তবে মিলানের জার্নি দুর্দান্ত হলেও মুম্বই থেকে হায়দরাবাদ জার্নি খুব একটা সুখকর ছিল না রশ্মিকার ৷ সেই অভিজ্ঞতাও তিনি শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে ৷ তাঁর সঙ্গী শ্রদ্ধা দাসের সঙ্গে কীভাবে তিনি মৃত্যুর কাছাকাছি বিপর্যয় থেকে ফিরে এসেছেন, তা শেয়ার করেছেন অভিনেত্রী ৷ সেই ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "আপনাদের জানানোর বিষয় যে আজ আমরা মৃ্ত্যুর মুখ থেকে ফিরে এসেছি ৷" এর সঙ্গে তিনি বেশ কিছু হাসির ইমোজি শেয়ারও করেন ৷ জানা যায়, মুম্বই থেকে হায়দরাবাদ যাওয়ার সময় আচমকাই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে ৷ যে কারণে 30 মিনিটের মধ্যে বিমানটিকে জমিতে ল্যান্ড করাতে বাধ্য হন পাইলটরা ৷

Rashmika in Milan Fashion Week

অ্যানিম্যাল ছবির সাফল্যের পর এই মুহূর্তে 'পুষ্পা' ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী রশ্মিকা ৷ 2023-এর ব্লকব্লাস্টার হিট ছবি 'অ্যানিম্যাল' অভিনেত্রীকে যেমন জনপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছে তেমনই তাঁকে পড়তে হয় সমালোচনার মুখে ৷ রণবীর কাপুর, ববি দেওল ও অনিল কাপুরকে দেখা যায় মুখ্যচরিত্রে ৷ এবার তিনি ব্যস্ত রয়েছেন 'পুষ্পা: দ্য রুল' ছবির শুটিংয়ে ৷ আল্লু অর্জুনের বিপরীতে রশ্মিকাকে প্রেক্ষাগৃহে দেখা যাবে 15 অগস্ট ৷

Rashmika in Milan Fashion Week

ABOUT THE AUTHOR

...view details