পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

দুই মতে বিয়ে, আজ গোয়ার সৈকতে সাত পাকে বাঁধা পড়ছেন রাকুলপ্রীত-জ্যাকি - রাকুলপ্রীত সিং জ্যাকি ভাগনানির বিয়ে

Rakul Preet Singh-Jackky Bahgnani Wedding: রাকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানি আজ গোয়ার সৈকতে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন । তাঁদের সংস্কৃতিকে সম্মান জানিয়ে দুটি মতে বিয়ের অনুষ্ঠান করছেন এই দম্পতি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 3:43 PM IST

হায়দরাবাদ, 21 ফেব্রুয়ারি:আজ গোয়ায় বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রাকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানি । গত কয়েকদিন ধরেই এই হবু দম্পতির পরিবার ও ঘনিষ্ঠরা গোয়ায় রয়েছেন ৷ সেখানে হাজির হয়ে গিয়েছেন বলিউডের নানা তারকাও ৷ গতকাল ছিল মেহেন্দি, গায়ে হলুদ এবং সঙ্গীতের অনুষ্ঠান ৷ আর আজ তাঁরা সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ৷ উভয়ের সংস্কৃতিকে সম্মান জানিয়ে দুটি মতে বিয়ের অনুষ্ঠান করা হবে বলে জানা গিয়েছে ।

সৈকতে রাকুল এবং জ্যাকির বিয়ে শুরু হয় বেলা এগারোটায় ৷ দুটি পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ সকালে রাকুলের চুড়ার অনুষ্ঠান হবে, তারপর বিকেল সাড়ে তিনটের পর আইটিসি গ্র্যান্ড সাউথ গোয়াতে সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা ৷ তারা আনন্দ কারাজ এবং সিন্ধি ধাঁচের বিয়ের পরিকল্পনা করেছেন । বিয়ের অনুষ্ঠান শেষ হলে তাঁরা তাঁদের সমস্ত অতিথিদের জন্য একটি আফটার-পার্টির আয়োজন করেছেন ।

এই দম্পতি মঙ্গলবার পরিবার এবং বন্ধুদের সঙ্গে চুটিয়ে উপভোগ করেন সঙ্গীতের অনুষ্ঠান ৷ সঙ্গীতের আগে তাঁদের মেহেন্দি অনুষ্ঠান ছিল ৷ অনুষ্ঠানস্থলের ছবিগুলি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে । সৈকতের পটভূমিতে ফুল দিয়ে সাজানো তাঁদের বিয়ের মণ্ডপের ছবিও ভাইরাল হয়েছে অনলাইনে ৷

সঙ্গীতে বলিউডি থিম রাখা হয়েছিল ৷ জমকালো পোশাকে হাজির ছিলেন অতিথিরা । তাঁদের সম্পর্ক উদযাপনে প্রেমের গান 'বিন তেরে' রাকুলের প্রতি উৎসর্গ করে হবু স্ত্রীকে অবাক করে দেন জ্যাকি ৷ উভয় পক্ষের পরিবারের সদস্যরা ছবির জন্য পোজ দেন ৷ অনুষ্ঠানটি কভার করার জন্য সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানানো হয় ৷

শিল্পা শেঠি, রাজ কুন্দ্রা, বরুণ ধাওয়ান, ভূমি পেদনেকর, আয়ুষ্মান খুরানা, অক্ষয় কুমার এবং অর্জুন কাপুরের মতো সেলিব্রিটিদের গোয়া বিমানবন্দরে দেখা গিয়েছে ৷ তাঁরা সবাই রাকুল এবং জ্যাকির বিয়েতে আমন্ত্রিত বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. সমুন্দর কিনারে বিয়ের আসর, ভাইরাল রাকুল-জ্যাকির প্রাক-বিবাহের ছবি
  2. সোশাল মিডিয়া নিয়ে বিপাকে ! অভিযোগ জানাতে থানায় বিদ্যা বালান
  3. সেরা শাহরুখ-রানি-নয়নতারা, দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডস বিজয়ীদের সম্পূর্ণ তালিকা দেখে নিন

ABOUT THE AUTHOR

...view details