কলকাতা, 13 ডিসেম্বর: চলছে রাজ কাপুরের জন্মশতবর্ষ। 1924 সালের 14 ডিসেম্বর পেশোয়ারে জন্ম ভারতীয় সিনেমার গ্রেটেস্ট শো ম্যানের ৷ আবার কখনও তাঁকে বলা হয় 'চার্লি চ্যাপলিন অফ ইন্ডিয়ান সিনেমা' ৷ অভিনেতার ঝুলিতে রয়েছে তিনটি জাতীয় পুরস্কার এবং 11টি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড।
অমিত মৈত্র এবং শম্ভু মিত্র পরিচালিত এবং খোয়াজা আহমেদ আব্বাস এর রচিত, 'জাগতে রহো' ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন রাজ কাপুর। সিনেমাটিতে রাজ কাপুর এক দরিদ্র গ্রাম থেকে সুস্থ জীবন-যাপনের জন্য শহরে চলে আসা সহজ সরল মানুষের চরিত্রে অভিনয় করেন। ছবিটির শেষ দৃশ্যে নার্গিসকে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এই সিনেমা বাংলাতেও মুক্তি পায় 'একদিন রাতে' নামে। এহেন রাজ কাপুরের কোনও প্রভাব ছিল কি বাংলা সিনেমাতে? খোঁজ নিল ইটিভি ভারত।
অভিনেতা-পরিচালক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে রাজ কাপুরের সখ্যতার কথা অজানা নয়। এই একই তারিখে জন্ম তাঁরও। অগ্রজর জন্মশতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বলেন, "আমার সঙ্গে সবসময় বাংলায় কথা বলতেন রাজ সাহেব। উনি কলকাতায় বড় হন। শাম্মি কাপুর, শশী কাপুরও একটা সময়ে থাকতেন। পৃথ্বীরাজ চৌহান একটা সময়ে কলকাতার একটি স্টুডিওতে চাকরি করতেন। তাই বাংলার একটা প্রভাব ওঁর উপর ছিল।"
তিনি আরও বলেন, "কলকাতায় বিখ্যাত ডিরেক্টর সুশীল মজুমদারের থার্ড অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করেছেন রাজ সাহেব। ফলে, বাংলার প্রভাব ওঁর উপর ছিলই। তবে, বাংলা সিনেমার উপর ওঁর প্রভাব সেভাবে পড়েনি। উনি যে ধরনের সিনেমা বানাতেন তা ভীষণ মিউজিক্যাল ছিল। ভালো ভালো জায়গায় শুটিং করতেন। বিদেশেও বিরাট আউটলুক ছিল যেটা বাংলার সঙ্গে ঠিক ম্যাচ হত না। একইসঙ্গে রাজ সাহেব গ্ল্যামারাস ফিল্ম বানাতেন। যার জন্য ওনাকে 'গ্রেটার শো ম্যান' বলা হয়। যেটা বাংলার সঙ্গে খাপ খেত না। আসলে আমাদের অত দামী সিনেমা হত না। ওঁনার সিনেমার মধ্যে আলাদা একটা ব্যাপার ছিল। চিত্রনাট্য, গান, সাউন্ড, পিকচার সব ছিল আলাদা রকম। বাঙালিকে উনি শ্রদ্ধা করতেন। যার জন্য উনি বাংলা ছবিও করেছেন। 'একদিন রাতে।' হিন্দি সিনেমার জগতে ওনাকে সবাই ম্যাটিনি আইডল হিসেবে দেখত। বাংলা ছবিতে ওঁর তেমন প্রভাব নেই। অফবিট ছবি বানাতেন রাজ সাহেব। রাশিয়াতে জনপ্রিয় ছিলেন খুব।"
একই প্রসঙ্গে কথা বলা হয় অভিনেতা, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলেন, "আমার মনে হয় না বাংলা সিনেমার রাজ কাপুরের প্রভাব আছে সেভাবে। বাংলা সিনেমা অনেক বেশি সাহিত্য নির্ভর। তবে, হ্যাঁ ভারতীয় সিনেমায় তিনি আধুনিকতা এনেছিলেন ৷ আরবান মিডল ক্লাসের দুঃখ কষ্ট ধরার চেষ্টা করেছিলেন রাজ কাপুর। কিন্তু সেটাও পজিটিভ দিক থেকে ।"