পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'চেয়ার আঁকড়ে রাখতে চাই না', চলচ্চিত্র উৎসবের গুরুদায়িত্ব ছেড়ে জানালেন রাজ - Raj Chakraborty

Raj Chakraborty Steps Down as KIFF Chairperson: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চেয়ারপার্সন পদে বদলাতে চলেছে মুখ ৷ দায়িত্বের কুর্সিতে আর থাকছেন না পরিচালক রাজ চক্রবর্তী ৷ এতে কোনও নেতিবাচক বিষয় নেই বলে ইটিভি ভারতকে জানালেন পরিচালক রাজ চক্রবর্তী ৷

30th KIFF Chairperson
চলচ্চিত্র উৎসব নিয়ে মুখ খুললেন রাজ চক্রবর্তী (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 20, 2024, 5:51 PM IST

কলকাতা, 20 জুলাই: আসন্ন কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন থাকছেন না রাজ চক্রবর্তী। আগেই নাকি এই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন ৷ তখন না-মানলেও এবার নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সায় দিয়েছেন রাজের প্রস্তাবে ৷ তাহলে এবার চলচ্চিত্র উৎসবের দায়িত্ব সামলাবেন কে? শোনা যাচ্ছে একাধিক জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক গৌতম ঘোষের নাম ৷

এই বিষয়ে পরিচালক রাজ চক্রবর্তী বলেন, "আমি কলকাতা আন্তর্জাতি চলচ্চিত্র উৎসবের দায়িত্ব থেকে সরছি এটায় কোনও নেতিবাচক বিষয় নেই ৷ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করেছিলাম ৷ আমি পাঁচ বছর ধরে এই দায়িত্ব সামলেছি ৷ এবার অন্য কাউকে সেই সুযোগ দেওয়া হোক ৷ মাননীয়া বুঝেছেন ৷ তাই এবার চেয়ারপার্সন হিসাবে নতুন কেউ দায়িত্ব গ্রহণ করবেন ৷ আমি চেয়ার আঁকড়ে পড়ে থাকতে চাই না ৷ এতদিন আমি দায়িত্ব সামলেছি ৷ আগামী দিনেও আমি কিফের সঙ্গে জুড়ে থাকব ৷ তবে এবার অন্য কেউ দায়িত্ব পাক, এটাই আমি চাই৷"

স্বভাবতই পরিচালককে প্রশ্ন করা হয়, তাহলে নতুন চেয়ার পার্সন কি পরিচালক গৌতম ঘোষ হতে চলেছেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "উনি হলে বেস্ট হয় ৷ দেখা যাক ৷ এখনও পর্যন্ত নাম ফাইনাল হয়নি ৷ খুব শীঘ্রই নাম ঠিক করা হবে যে পরবর্তী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন কে হবেন ৷" এই বিষয়ে যোগাযোগ করা হয় পরিচালক গৌতম ঘোষের সঙ্গেও ৷ তিনি তাঁর ছবির প্রিমিয়ারের জন্য রয়েছেন ইউরোপে ৷ তিনি বলেন, "আমি এখন খুব ব্যস্ত নতুন ছবির প্রিমিয়ার নিয়ে। এই ব্যাপারে কথা বলা সম্ভব নয়।"

প্রসঙ্গত, এবার 30 তম বর্ষে পদার্পণ করতে চলেছে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তাই জাঁকজমকে বাড়তি সংযোজন থাকবে তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই বছর সিনেমার উৎসব শুরু হবে 4 ডিসেম্বর। চলবে 11 ডিসেম্বর পর্যন্ত। পরিচালক, প্রযোজকদের ছবি জমা দেওয়ার শেষ তারিখ 31 অক্টোবর। 15 নভেম্বর নির্বাচিত ছবির নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে। এ বছরেও জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতা, এশিয়ান সিলেকশন, বাংলা প্যানোরামা, রেট্রোস্পেকটিভ, সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা, মাস্টারক্লাস-সহ চেনা বিভাগ থাকবে ।

ABOUT THE AUTHOR

...view details