কলকাতা, 13 অগস্ট: প্রেম-ভালোবাসায় বাঁধা ঘর আজ ভাঙনের পথে ৷ একসঙ্গে যে পথ চলার অঙ্গীকার হয়েছিল আজ তা আলাদা ৷ যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার ঘর ভাঙছে! সোশাল মিডিয়ার পোস্ট দেখে অনেক অনুরাগীই এমনটা মনে করছেন ৷ তবে এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি তারকা জুটি ৷ সম্প্রতি 'যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন' হাউজের ধারাবাহিক 'হর গৌরী পাইস হোটেল'-এর জন্য সেরা প্রযোজক হিসেবে পুরস্কার গ্রহণ করেছেন নীলাঞ্জনা। এরপরেই সকলকে চমকে দিয়ে নিজের নতুন প্রযোজনা সংস্থা খোলার কথাও জানিয়েছেন ৷ এই অবস্থায় ধারাবাহিকের অন্যতম চরিত্র শঙ্কর ঘোষ তথা অভিনেতা রাহুল মজুমদার চাইছেন মান-অভিমান মুছে গিয়ে এই জুটি আবার একসঙ্গে থাকুন ৷
সোমবার নীলাঞ্জনার সেরা প্রযোজক হিসাবে পুরস্কার পাওয়া নিয়ে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হয় রাহুলের সঙ্গে ৷ অভিনেতা বলেন, "প্রযোজক হিসেবে নীলাঞ্জনা দি'কে আমি 10-এ 25 দেব। আমার দেখা সেরা প্রযোজক। আমিই একমাত্র অভিনেতা যে সিসিএল খেলেছি আবার মেগা সিরিয়ালে হিরোর চরিত্র করেছি। এমনও হয়েছে যে আমি সিসিএল খেলতে যাব বলে পুরো ইউনিটের ছুটি হয়ে গিয়েছে। সিসিএল ছাড়াও জিম করা থেকে শুরু করে অন্য কাজের ক্ষেত্রেও সবরকম সহযোগিতা আমি পেয়েছি নীলাঞ্জনা দি'র কাছ থেকে। একইভাবে যিশু দা'র কাছ থেকেও। 'হরগৌরী পাইস হোটেল'-এর জন্য প্রযোজক হিসেবে নীলাঞ্জনাদি পুরস্কার পাওয়ায় আমি খুব খুশি । এটা ওঁর প্রাপ্য।"
আসলে ধারাবাহিকের নায়ক শঙ্কর ঘোষ অর্থাৎ রাহুল মজুমদারের চরিত্রে গল্পের মোড় অন্যদিকে ঘোরায় এখন আর নেই । তবে ধারাবাহিকে কাজ করার সময় যীশু-নীলাঞ্জনার সঙ্গে অভিনেতার গড়ে উঠেছে ব্যক্তিগত সম্পর্ক ৷ সেই আধার ধরেই তাঁকে প্রযোজক জুটির টানাপোড়েন নিয়ে প্রশ্ন করা হয় ৷ রাহুল বলেন, "এখন আমাদের সম্পর্কটা অভিনেতা-প্রযোজকের মধ্যে সীমাবদ্ধ নেই। পারিবারিক হয়ে গিয়েছে। আমার আর প্রীতির ওঁদের বাড়িতে গিয়ে পার্টি করা ওঁদের আমাদের বাড়িতে এসে পার্টি করা থেকে আমার আর প্রীতির মান অভিমান ভাঙানো সব মিলিয়ে আমরা একটা পরিবার। যাঁরা অন্যের মান অভিমান ভাঙাতে পারেন তাঁরা নিজেরাও ফের জুড়ে যান, আমি এটাই চাই।"
রাহুল আরও বলেন, "আজ অবধি ওঁদের নিয়ে লেখা কোনও আর্টিকেল আমি পড়িনি। খুব কাছ থেকে ওঁদের ভালো সময়টা দেখেছি। তাই ওঁদের নিয়ে ওঁদের খারাপ সময়ের লেখা আমাকে বড্ড কষ্ট দেবে তাই পড়িনি।" উল্লেখ্য, পুরস্কার নেওয়ার পরেই একেবারে স্বতন্ত্রভাবে একটি প্রযোজনা সংস্থা খোলার খবর ঘোষণা করেন নীলাঞ্জনা। নাম রাখছেন 'নিনি চিনিজ মাম্মা প্রোডাকশন হাউজ'। এই নামে সামাজিক মাধ্যমে প্রোফাইল আছে তাঁর। নীলাঞ্জনার নিজের দুই মেয়ের ডাক নামেই প্রযোজনা সংস্থার নাম রাখছেন নীলাঞ্জনা ৷ তবে, কবে থেকে এই প্রযোজনা সংস্থা পুরোদমে কাজ শুরু করবে তা জানতে চাইলে ইটিভি ভারতকে নীলাঞ্জনা কথা দিয়েছেন যে তিনি সবটা জানাবেন সময় এলে।
প্রসঙ্গত, ছয় বছর আগে প্রযোজক হিসেবে ফিরে আসেন নীলাঞ্জনা। এই কয়েক বছরে বেশ কিছু কাজের পর মেগা সিরিয়াল 'হরগৌরী পাইস হোটেল' জনপ্রিয়তা ছুঁয়ে নেয়। ধারাবাহিকের জন্যই সেরা প্রযোজক হিসেবে রবি ওঝার স্মৃতিতে পুরস্কার পেয়েছেন নীলাঞ্জনা। এই ধারাবাহিকের ঘোষণা পর্বে যিশু এবং নীলাঞ্জনাকে কাঁধে কাঁধ মিলিয়ে সব দিক সামলাতে দেখা যায়। ধারাবাহিক শেষ না হতেই তাঁদের সম্পর্কের টানাপোড়েন। তবে, এই ব্যাপারে নিরুত্তর দু'জনেই।