হায়দরাবাদ, 15 নভেম্বর:দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বহু প্রতীক্ষিত ছবি 'পুষ্পা 2: দ্য রুল' মুক্তির দিন এগিয়ে আসছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পেতে চলেছে 'পুষ্পা 2: দ্য রুল'। সম্প্রতি, ছবির ট্রেলার মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে ৷ 17 ডিসেম্বর সামনে আসবে আল্লু অর্জুনের 'পুষ্পা 2: দ্য রুল'-এর ট্রেলার ৷
প্রকাশ্যে এসেছে, সবচেয়ে ব্যয়বহুল এই ছবিতে তারকাদের পারিশ্রমিক কেমন ছিল? বলা ভাল, শুধুমাত্র এই ছবির জন্য আল্লু যে পারিশ্রমিক নিয়েছেন সেই টাকা ছিল শাহরুখ খান অভিনীত 'জওয়ান' ছবির বাজেট ৷ তাহলে কিছুটা হলেও নিশ্চই অনুমান করতে পারছেন, ঠিক কতটা পরিমাণ টাকা পারিশ্রমিক হিসাবে পেয়েছেন আল্লু ৷
শুধু তাই নয়, এই পারিশ্রমিকের কারণে এই মুহূর্তে হাইয়েস্ট পেইড অ্যাক্টর অর্থাৎ ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের মধ্যে প্রথম স্থান দখল করলেন আল্লু অর্জুন ৷তালিকায় পিছনে পড়লেন বলিউডের শাহরুখ খান ও দক্ষিণী তারকা রজনীকান্ত ৷
হাইয়েস্ট পেইড অ্যাক্টর আল্লু অর্জুন
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আল্লু অর্জুন 'পুষ্পা 2: দ্য রুল' ছবির জন্য 300 কোটি টাকা পারিশ্রমিক হিসাবে নিয়েছেন ৷ যদি কেউ একটু গুগলে গিয়ে সার্চ করেন, তাহলে দেখতে পাবেন অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবির মোট বাজেট ছিল 300 কোটি টাকা ৷ পুষ্পা ছবির প্রথম পার্ট ব্লকব্লাস্টার হিট হওয়ার পর নিজের পারিশ্রমিক বাড়িয়ে নিয়েছেন অভিনেতা আল্লু অর্জুন ৷ 'পুষ্পা: দ্য রাইজ' বিশ্বব্যাপী 350 কোটি টাকা আয় করেছে । ট্র্যাক টলিউডের মতে, এবার আল্লু অর্জুন পুষ্পা 2-এর জন্য 300 কোটি টাকা চার্জ করেছেন। ফলে, আল্লু থলাপথি বিজয়, শাহরুখ খান, রজনীকান্ত এবং প্রভাসকে পিছনে ফেলেছেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতার তালিকায়।
সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতার তালিকা (ফোর্বস রিপোর্ট)
অভিনেতা | পারিশ্রমিক (অ্যাভারেজ) | সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা | |
1 | আল্লু অর্জুন | 300 কোটি টাকা (পুষ্পা:2) | পুষ্পা: দ্য রাইজ |
2 | থলাপথি বিজয় | 130 থেকে 275 কোটি টাকার মধ্যে | দ্য গোট |
3 | শাহরুখ খান | 150 থেকে 250 কোটি টাকার মধ্যে | পাঠান, জওয়ান, ডাঙ্কি |
4 | রজনীকান্ত | 125 থেকে 270 কোটি টাকার মধ্যে | ভেট্টাইন |
5 | আমির খান | 100 থেকে 275 কোটি টাকার মধ্যে | লাল সিং চাড্ডা |
6 | প্রভাস | 100 থেকে 200 কোটি টাকার মধ্যে | কল্কি 2898 এডি |
7 | অজিত কুমার | 105 থেকে 165 কোটি টাকার মধ্যে | থুনিভু |
8 | সলমন খান | 100 থেকে 150 কোটি টাকার মধ্যে | টাইগার 3 |
9 | কমল হাসান | 100 থেকে 150 কোটি টাকার মধ্যে | ইন্ডিয়ান 2 |
10 | অক্ষয় কুমার | 60 থেকে 145 কোটি টাকার মধ্যে | বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ |