পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

একটা ছবির জন্য 300 কোটি পারিশ্রমিক! জানেন কোন অভিনেতা পাচ্ছেন ? - ALLU ARJUN HIGHEST PAID ACTOR

সবচেয়ে বেশি পারিশ্রমিক নিলেন আল্লু অর্জুন ৷ তালিকায় পিছনে পড়লেন শাহরুখ খান, রজনীকান্ত, থালাপথি বিজয় ৷ টাকার অঙ্ক শুনলে মাথা ঘুরে যাবে ৷

Allu Arjun becomes highest paid indian actor
সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা আল্লু অর্জুন (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 15, 2024, 4:16 PM IST

Updated : Nov 15, 2024, 4:24 PM IST

হায়দরাবাদ, 15 নভেম্বর:দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বহু প্রতীক্ষিত ছবি 'পুষ্পা 2: দ্য রুল' মুক্তির দিন এগিয়ে আসছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পেতে চলেছে 'পুষ্পা 2: দ্য রুল'। সম্প্রতি, ছবির ট্রেলার মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে ৷ 17 ডিসেম্বর সামনে আসবে আল্লু অর্জুনের 'পুষ্পা 2: দ্য রুল'-এর ট্রেলার ৷

প্রকাশ্যে এসেছে, সবচেয়ে ব্যয়বহুল এই ছবিতে তারকাদের পারিশ্রমিক কেমন ছিল? বলা ভাল, শুধুমাত্র এই ছবির জন্য আল্লু যে পারিশ্রমিক নিয়েছেন সেই টাকা ছিল শাহরুখ খান অভিনীত 'জওয়ান' ছবির বাজেট ৷ তাহলে কিছুটা হলেও নিশ্চই অনুমান করতে পারছেন, ঠিক কতটা পরিমাণ টাকা পারিশ্রমিক হিসাবে পেয়েছেন আল্লু ৷

শুধু তাই নয়, এই পারিশ্রমিকের কারণে এই মুহূর্তে হাইয়েস্ট পেইড অ্যাক্টর অর্থাৎ ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের মধ্যে প্রথম স্থান দখল করলেন আল্লু অর্জুন ৷তালিকায় পিছনে পড়লেন বলিউডের শাহরুখ খান ও দক্ষিণী তারকা রজনীকান্ত ৷

হাইয়েস্ট পেইড অ্যাক্টর আল্লু অর্জুন

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আল্লু অর্জুন 'পুষ্পা 2: দ্য রুল' ছবির জন্য 300 কোটি টাকা পারিশ্রমিক হিসাবে নিয়েছেন ৷ যদি কেউ একটু গুগলে গিয়ে সার্চ করেন, তাহলে দেখতে পাবেন অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবির মোট বাজেট ছিল 300 কোটি টাকা ৷ পুষ্পা ছবির প্রথম পার্ট ব্লকব্লাস্টার হিট হওয়ার পর নিজের পারিশ্রমিক বাড়িয়ে নিয়েছেন অভিনেতা আল্লু অর্জুন ৷ 'পুষ্পা: দ্য রাইজ' বিশ্বব্যাপী 350 কোটি টাকা আয় করেছে । ট্র্যাক টলিউডের মতে, এবার আল্লু অর্জুন পুষ্পা 2-এর জন্য 300 কোটি টাকা চার্জ করেছেন। ফলে, আল্লু থলাপথি বিজয়, শাহরুখ খান, রজনীকান্ত এবং প্রভাসকে পিছনে ফেলেছেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতার তালিকায়।

সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতার তালিকা (ফোর্বস রিপোর্ট)

অভিনেতা পারিশ্রমিক (অ্যাভারেজ) সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা
1 আল্লু অর্জুন 300 কোটি টাকা (পুষ্পা:2) পুষ্পা: দ্য রাইজ
2 থলাপথি বিজয় 130 থেকে 275 কোটি টাকার মধ্যে দ্য গোট
3 শাহরুখ খান 150 থেকে 250 কোটি টাকার মধ্যে পাঠান, জওয়ান, ডাঙ্কি
4 রজনীকান্ত 125 থেকে 270 কোটি টাকার মধ্যে ভেট্টাইন
5 আমির খান 100 থেকে 275 কোটি টাকার মধ্যে লাল সিং চাড্ডা
6 প্রভাস 100 থেকে 200 কোটি টাকার মধ্যে কল্কি 2898 এডি
7 অজিত কুমার 105 থেকে 165 কোটি টাকার মধ্যে থুনিভু
8 সলমন খান 100 থেকে 150 কোটি টাকার মধ্যে টাইগার 3
9 কমল হাসান 100 থেকে 150 কোটি টাকার মধ্যে ইন্ডিয়ান 2
10 অক্ষয় কুমার 60 থেকে 145 কোটি টাকার মধ্যে বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ

পুষ্পা 2 স্টারকাস্টের পারিশ্রমিক

রশ্মিকা মন্দানা - 10 কোটি টাকা

ফাওয়াদ ফাসিল- 8 কোটি টাকা

শ্রীলীলা- 2 কোটি টাকা. (আইটেম গানের জন্য)

মিডিয়া রিপোর্ট অনুসারে, সামান্থা রুথ প্রভু 'পুষ্পা: দ্য রাইজ'-এর আইটেম গান 'ও আন্তাভা'-এর জন্য 5 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন ৷

কবে মুক্তি পাচ্ছে পুষ্পা 2 ?

সুকুমার পরিচালিত 'পুষ্পা 2' ছবিটি মুক্তি পেতে চলেছে 5 ডিসেম্বর। এর আগে, 17 নভেম্বর পাটনার গান্ধি স্টেডিয়ামে 'পুষ্পা 2' ছবির ট্রেলার মুক্তি পেতে চলেছে। এরপর দেশের বিভিন্ন শহরে 'পুষ্পা 2'-এর তারকারা ছবির প্রচারে নেমে পড়বেন ৷

Last Updated : Nov 15, 2024, 4:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details