হায়দরাবাদ, 3 ডিসেম্বর: আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা অভিনীত 'পুষ্পা 2: দ্য রুল' 5 ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। মুক্তির 2 দিন আগে ছবিটির তৃতীয় ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে বড় ঘোষণা করা হয়েছে। সোশাল মিডিয়ায় ছবিটির তৃতীয় অংশ নিয়ে জল্পনা চলছিল অনেকদিন ধরেই ৷ এবার সেই খবরে পড়ল সিলমোহর ৷ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে পুষ্পা ছবির পরের পার্টের ৷ অর্থাৎ অফিসিয়াল টাইটেল থেকে শুরু করে 'পুষ্প 3'-এর অভিনেতা কে হবেন, এসেছে সামনে ৷
'পুষ্পা' ছবির তৃতীয় ভাগের নাম
সোশাল মিডিয়ায় যে ভাইরাল ছবি এসেছে তা দেখে মনে করা হচ্ছে 'পুষ্পা'র তৃতীয় ফ্র্যাঞ্চাইজিটির অফিসিয়াল নাম হতে চলেছে 'পুষ্প 3: দ্য র্যাম্পেজ'। একই সঙ্গে 'পুষ্প 3'-এর খবর পাওয়া মাত্রই সোশাল মিডিয়ায় অনুরাগীদের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। 'দ্য র্যাম্পেজ' ছবিতে আল্লু অর্জুন, রশ্মিকা ফিরে আসবেন নাকি নতুন কেউ উঠে আসবেন তা নিয়ে প্রবল আগ্রহ তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে ৷
'পুষ্পা 3' ছবিতে বিজয় দেবরেকোন্ডার এন্ট্রি
মজার বিষয় হল 2022 সালে, দক্ষিণ তারকা বিজয় দেবেরকোন্ডা পরিচালক সুকুমারের জন্মদিনে 'পুষ্পা 3' নিয়ে পোস্ট করেছিলেন। এই কারণে, আল্লু অর্জুন-রশ্মিকা মন্দান্না অভিনীত পুষ্পা ছবির তৃতীয় ফ্র্যাঞ্চাইজিতে বিজয়কে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বলে অনুমান করা হচ্ছে। তবে এই খবর এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি।
'পুষ্পা 3:দ্য র্যাম্পেজ' টাইটেল দেখে অনুরাগীদের অনুমান এই ছবিতেও পাওয়ার প্যাকড অ্যাকশন থাকবে ৷ পাশাপাশি, মনে করা হচ্ছে, এই ছবির হাত ধরে সিনেপর্দায় পুষ্পা অধ্যায় শেষ হবে ৷
সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং #Pushpa3TheRampage
অন্যদিকে, 'পুষ্পা 3:দ্য র্যাম্পেজ' সোশাল মিডিয়ায় ট্রেন্ড করছে ৷ অনুরাগী ও নেটিজেনদের মধ্যে প্রবল আগ্রহ বাড়ছে ছবিকে ঘিরে ৷ শুধু তাই নয়, অনেক নেটিজেন কমেন্ট সেকশনে প্রশ্ন তুলছেন যে, আল্লু অর্জুনের বদলে কি দেখা যাবে বিজয়কে ? তাহেল কি পুষ্পা 2-তেই শেষ হবে আল্লুর সফর ৷ নাকি শেষ থেকে হবে শুরু?