হায়দরাবাদ, 6 ডিসেম্বর:মঞ্চ আগে থেকেই তৈরি ছিল ৷ অপেক্ষা ছিল শুধু খেলা দেখার ৷ প্রেক্ষাগৃহে মুক্তির পরেই আল্লু অর্জুন যে টাকার সুনামি এনেছেন তা ভারতীয় বক্সঅফিস রেকর্ড ৷ ভাঙল পুরনো সব রেকর্ড, তৈরি হল নতুন ৷ মজার বিষয় হল, সিনেমার ঝুলিতে টাকার এই বৃষ্টি হয়েছে সাধারণ দিনের হিসাবে ৷ কারণ ছুটির দিন বা উৎসবের দিন এই ছবি মুক্তি পায়নি ৷
পুষ্পা 2 বক্সঅফিস কালেকশন (প্রথম দিন)
প্রথমদিন মুক্তির পরেই বড় রেকর্ড ভেঙেছে 'পুষ্পা 2: দ্য রুল' ৷ 4 তারিখ রাতেই ছবির স্পেশাল প্রিমিয়ারে ঘরে এসেছে 10 কোটি টাকা ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, ভারতেই পুষ্পা আয় করে নিয়েছে 175.1 কোটি টাকা ৷ সেখানে এসএস রাজামৌলির 'আরআরআর' ছবি ভারতে প্রথমদিনে আয় করেছিল 156 কোটি টাকা ৷ ওয়ার্ল্ডওয়াইড ছবির কালেকশন কত তা এখনও প্রকাশ করা হয়নি ৷ তবে মনে করা হচ্ছে, সেখানে 'আরআরআর'-কে টেক্কা দিয়েছে 'পুষ্পা 2' ৷
পুষ্পা বক্সঅফিসে মোটা অঙ্কের নম্বর নিয়ে সফলতার দিকে গেলেও আসল পরীক্ষা সোমবার ৷ উইকএন্ডের পর পুষ্পা নিজের ক্যারিশ্মা ধরে রাখতে পারে কি না, সেটাই হবে আসল ব্যাপার ৷ কারণ এর আগে দেখা গিয়েছে, স্ত্রী 2 কয়েক সপ্তাহ ধরে বক্সঅফিসে ভালো ব্যাটিং করেছিল ৷
আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা ও ফাওহাদ ফাসিল অভিনীত ছবির বাজেট ছিল 500 কোটি ৷ যেখানে শুধুমাত্র আল্লুর পারিশ্রমিক ছিল 200 কোটি ৷ সব মিলিয়ে 500 কোটি ঘরে তোলার পর ছবির অতিরিক্ত আয় কত হয়, সেই দিকে থাকবে নজর ৷