পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বক্সঅফিসে টাকার বৃষ্টি! একাধিক ছবির রেকর্ড ভাঙল 'পুষ্পা 2' - PUSHPA 2 BOX OFFICE DAY 1

মুক্তির পর প্রথম দিন 'পুষ্পা 2' পিছনে ফেলল 'আরআরআর' ছবিকে ৷ বক্সঅফিস কালেকশনে 'পুষ্পা' আর কী কী রেকর্ড গড়ল, দেখা যাক একনজরে ৷

Pushpa 2 Box Office Collections Day 1
'পুষ্পা 2' বক্সঅফিস (মুভি পোস্টার)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 6, 2024, 1:00 PM IST

হায়দরাবাদ, 6 ডিসেম্বর:মঞ্চ আগে থেকেই তৈরি ছিল ৷ অপেক্ষা ছিল শুধু খেলা দেখার ৷ প্রেক্ষাগৃহে মুক্তির পরেই আল্লু অর্জুন যে টাকার সুনামি এনেছেন তা ভারতীয় বক্সঅফিস রেকর্ড ৷ ভাঙল পুরনো সব রেকর্ড, তৈরি হল নতুন ৷ মজার বিষয় হল, সিনেমার ঝুলিতে টাকার এই বৃষ্টি হয়েছে সাধারণ দিনের হিসাবে ৷ কারণ ছুটির দিন বা উৎসবের দিন এই ছবি মুক্তি পায়নি ৷

পুষ্পা 2 বক্সঅফিস কালেকশন (প্রথম দিন)

প্রথমদিন মুক্তির পরেই বড় রেকর্ড ভেঙেছে 'পুষ্পা 2: দ্য রুল' ৷ 4 তারিখ রাতেই ছবির স্পেশাল প্রিমিয়ারে ঘরে এসেছে 10 কোটি টাকা ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, ভারতেই পুষ্পা আয় করে নিয়েছে 175.1 কোটি টাকা ৷ সেখানে এসএস রাজামৌলির 'আরআরআর' ছবি ভারতে প্রথমদিনে আয় করেছিল 156 কোটি টাকা ৷ ওয়ার্ল্ডওয়াইড ছবির কালেকশন কত তা এখনও প্রকাশ করা হয়নি ৷ তবে মনে করা হচ্ছে, সেখানে 'আরআরআর'-কে টেক্কা দিয়েছে 'পুষ্পা 2' ৷

একনজরে পুষ্পা 2 বক্সঅফিস কালেকশনের হিসাব

বুধবার প্রিমিয়ার শো- 10 কোটি

বৃহস্পতিবার (প্রথম দিন)- 165 কোটি

ভাষা অনুযায়ী ছবির খাতায় আয়

তেলুগু - 85 কোটি

হিন্দি- 67 কোটি

কন্নড়-1 কোটি

মালয়লম- 5 কোটি

মোট আয়- 175.1 কোটি টাকা

(বক্সঅফিস ডেটা সোর্স: স্যাকনিল্ক)

  • পুষ্পা 2 ভার্সেস আরআরআর (প্রথম দিন)
ভাষা পুষ্পা 2 আরআরআর
তেলুগু 85 কোটি টাকা 103.13 কোটি টাকা
হিন্দি 67 কোটি টাকা 20.07 কোটি টাকা
তামিল 7 কোটি টাকা 6.5 কোটি টাকা
মালয়লম 5 কোটি টাকা 3.1 কোটি টাকা
কন্নড় 1 কোটি টাকা 0.2 কোটি টাকা
ভারতে মোট আয় 165কোটি টাকা 133কোটি টাকা

(নোট: পুষ্পা 2 এই আয়ে প্রিমিয়ার শোয়ের টাকা যুক্ত নয় ৷)

পুষ্পা 2 ছবির আরও কিছু কৃতিত্ব যোগ হওয়ার পথে:

  1. ওয়ার্ল্ডওয়াইড এখনও পর্যন্ত ভারতীয় কোন ছবি যার ঝুলিতে থাকবে 'বিগেস্ট ওপেনিং' এর তকমা, দ্বিতীয় স্থানে থাকবে আরআরআর (223 কোটি গ্রস) ৷
  2. প্রিমিয়ার ধরে ভারতীয় কোনও ছবি যা প্রথম দিন 200 কোটির ঘরে ৷
  3. তেলুগু ও হিন্দিতে দুটি ছবিই একদিনে 50 কোটি আয় করে ৷
  4. এক ঘণ্টায় বুক মাই শোয়ে এই ছবির টিকিট সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ৷ পিছনে পড়েছে কল্কি 2898 এডি ৷
  • হাই ডিমান্ডের কারণে বাড়ানো হয়েছে মিডনাইট শো

পুষ্পা 2 মুক্তির পরেই বিভিন্ন জায়গায় টিকিট ও শোয়ের চাহিদা বেড়েছে ৷ মুম্বই, পুণে, নয়াদিল্লি ও কলকাতায় যে কারণে মিডনাইট শো টাইম বাড়ানো হয়েছে ৷

  • আসল পরীক্ষা সোমবার

পুষ্পা বক্সঅফিসে মোটা অঙ্কের নম্বর নিয়ে সফলতার দিকে গেলেও আসল পরীক্ষা সোমবার ৷ উইকএন্ডের পর পুষ্পা নিজের ক্যারিশ্মা ধরে রাখতে পারে কি না, সেটাই হবে আসল ব্যাপার ৷ কারণ এর আগে দেখা গিয়েছে, স্ত্রী 2 কয়েক সপ্তাহ ধরে বক্সঅফিসে ভালো ব্যাটিং করেছিল ৷

আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা ও ফাওহাদ ফাসিল অভিনীত ছবির বাজেট ছিল 500 কোটি ৷ যেখানে শুধুমাত্র আল্লুর পারিশ্রমিক ছিল 200 কোটি ৷ সব মিলিয়ে 500 কোটি ঘরে তোলার পর ছবির অতিরিক্ত আয় কত হয়, সেই দিকে থাকবে নজর ৷

ABOUT THE AUTHOR

...view details