হায়দরাবাদ, 17 ডিসেম্বর:2024 সালের কি বিগেস্ট হিট সিনেমা হবে 'পুষ্পা 2: দ্য রুল'? 5 তারিখ থেকে এখনও পর্যন্ত বক্সঅফিসে একপ্রকার ফাঁকা মাঠে গোল দিয়ে যাচ্ছে আল্লু অর্জুনের ছবি ৷ প্রতিযোগিতার ধারে কাছে নেই বলিউড বা দক্ষিণের আর কোনও সিনেমা ৷ 20 ডিসেম্বর মুক্তি পাচ্ছে ব্যারি জেনকিন্স পরিচালিত 'মুফাসা: দ্য লায়ন কিং' ৷ তারপরও পুষ্পা 2 পারবে বক্সঅফিসের ভাগ্য ধরে রাখতে ? তা তো সময় বলবে তবে, ছবির মুক্তির দ্বাদশতম দিনে ভারতে ও বিশ্বে ছবির আয় ছক্কা হাঁকাচ্ছে ৷
- পুষ্পা 2 বক্সঅফিস কালেকশন (দ্বাদশতম দিন)
মুক্তির পর থেকেই বক্সঅফিসে ধরে রাখা মুশকিল আল্লু অর্জুনের 'পুষ্পা 2'-কে ৷ দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় সোমবার ছবির কালেকশন বেশ ভালো ৷ 12তম দিনে ছবির আয়ের পরিমাণ 27.75 কোটি টাকা ৷ ফলে ভারতে ছবির নেট কালেকশনের পরিমাণ 929.85 কোটি টাকা ৷ চমকে দেওয়ার মতো বিষয়, তেলুগু ভার্সনে ছবির গ্রস আয় 287.05 কোটি টাকা ৷ সেখানে হিন্দি ভার্সনে ছবির আয় 573.1 কোটি টাকা ৷ তামিল, কন্নড় ও মালয়লম ভাষা মিলিয়ে ছবি ঘরে তুলেছে 69.7 কোটি টাকা ৷
Day/Week | India Net Collection |
প্রথম সপ্তাহ | 725.8 কোটি টাকা |
নবম দিন | 36.4 কোটি টাকা |
দশম দিন | 63.3 কোটি টাকা |
একাদশতম দিন | 76.6 কোটি টাকা |
দ্বাদশতম দিন | 27.75 কোটি টাকা (সম্ভাব্য আয়) |
মোট | 929.85 কোটি টাকা |
- ওয়ার্ল্ডওয়াইড গ্রসিং আয় 1400 কোটি টাকা