পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ভারতেই 1000 কোটি ছুঁই ছুঁই, 'পুষ্পা 2'র রাজত্ব অব্যাহত বক্সঅফিসে - PUSHPA 2 BOX OFFICE COLLECTION

দ্বাদশতম দিনে ভারতে পুষ্পা 2 ছবির নেট কালেকশন 929.85 কোটি টাকা ৷ গ্লোবালি আয় কত হল আল্লু অর্জুনের ছবির?

Pushpa 2 Box Office Collection Day 12
'পুষ্পা 2'র রাজত্ব অব্যাহত বক্সঅফিসে (মুভি পোস্টার)

By ETV Bharat Entertainment Team

Published : 4 hours ago

হায়দরাবাদ, 17 ডিসেম্বর:2024 সালের কি বিগেস্ট হিট সিনেমা হবে 'পুষ্পা 2: দ্য রুল'? 5 তারিখ থেকে এখনও পর্যন্ত বক্সঅফিসে একপ্রকার ফাঁকা মাঠে গোল দিয়ে যাচ্ছে আল্লু অর্জুনের ছবি ৷ প্রতিযোগিতার ধারে কাছে নেই বলিউড বা দক্ষিণের আর কোনও সিনেমা ৷ 20 ডিসেম্বর মুক্তি পাচ্ছে ব্যারি জেনকিন্স পরিচালিত 'মুফাসা: দ্য লায়ন কিং' ৷ তারপরও পুষ্পা 2 পারবে বক্সঅফিসের ভাগ্য ধরে রাখতে ? তা তো সময় বলবে তবে, ছবির মুক্তির দ্বাদশতম দিনে ভারতে ও বিশ্বে ছবির আয় ছক্কা হাঁকাচ্ছে ৷

  • পুষ্পা 2 বক্সঅফিস কালেকশন (দ্বাদশতম দিন)

মুক্তির পর থেকেই বক্সঅফিসে ধরে রাখা মুশকিল আল্লু অর্জুনের 'পুষ্পা 2'-কে ৷ দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় সোমবার ছবির কালেকশন বেশ ভালো ৷ 12তম দিনে ছবির আয়ের পরিমাণ 27.75 কোটি টাকা ৷ ফলে ভারতে ছবির নেট কালেকশনের পরিমাণ 929.85 কোটি টাকা ৷ চমকে দেওয়ার মতো বিষয়, তেলুগু ভার্সনে ছবির গ্রস আয় 287.05 কোটি টাকা ৷ সেখানে হিন্দি ভার্সনে ছবির আয় 573.1 কোটি টাকা ৷ তামিল, কন্নড় ও মালয়লম ভাষা মিলিয়ে ছবি ঘরে তুলেছে 69.7 কোটি টাকা ৷

Day/Week India Net Collection
প্রথম সপ্তাহ 725.8 কোটি টাকা
নবম দিন 36.4 কোটি টাকা
দশম দিন 63.3 কোটি টাকা
একাদশতম দিন 76.6 কোটি টাকা
দ্বাদশতম দিন 27.75 কোটি টাকা (সম্ভাব্য আয়)
মোট 929.85 কোটি টাকা
  • ওয়ার্ল্ডওয়াইড গ্রসিং আয় 1400 কোটি টাকা

2021 সালে মুক্তি পেয়েছিল পুষ্পা দ্য রাইজ ৷ সেই ছবির তুলনায় সিক্যুয়েল আরও বেশি আয়ের দিক থেকে এগিয়ে ৷ ভারতে একাধিক রেকর্ড ভাঙার পাশাপাশি গ্লোবাল বক্সঅফিসেও মেজর ছাপ ফেলেছে এই ছবি ৷ একাদশতম দিনেই ছবির গ্রস আয় দাঁড়ায় 1,409 কোটি টাকায় ৷ যা পিছনে ফেলে 'আরআরআর' (1,230 কোটি টাকা) 'কেজিএফ 2' (1,215 কোটি টাকা) ছবির লাইফটাইম কালেকশনকে ৷ সামনে রয়েছে 'বাহুবলি 2' (1,790 কোটি টাকা ) ও আমির খানের 'দঙ্গল' (2,070 কোটি টাকা) ৷ মনে করা হচ্ছে, ছবির আয় যেভাবে বাড়ছে বা যেভাবে এগোচ্ছে তা বাহুবলি 2 ছবির লাইফটাইম কালেকশনকে পিছনে ফেলে দেবে ৷

  • বড়দিনে বড়পর্দায় যুদ্ধ

এখন বক্সঅফিসে একাধিক রেকর্ড ভাঙলেও পুষ্পা 2-কে খুব শীঘ্রই প্রতিযোগিতার মুখোমুখি হবে হবে ৷ বড়দিন উপলক্ষ্যে বিগ বাজেটের একাধিক সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায় ৷ তামিল ইন্ডাস্ট্রিতে 20 তারিখ মুক্তি পাচ্ছে বিজয় সেতুপথির 'বীধুথলাই পার্ট 2' ৷ অন্যদিকে, অ্যাটলি প্রযোজিত, বরুণ ধাওয়ান অভিনীত 'বেবি জন' মুক্তি পাচ্ছে 25 ডিসেম্বর ৷ পাশাপাশি, 'মুফাসা: দ্য লায়ন কিং'-ও মুক্তি পাচ্ছে 20 তারিখ ৷ যেখানে হিন্দি ভার্সনে কণ্ঠ দিয়েছেন শাহরুখ খান, আরিয়ান খান ও কিং খানের ছোট ছেলে আব্রাম খান ৷ ফলে পুষ্পা 2-এর রথ থমকে যায় না এগোয়, সেই দিকে নজর থাকবে সকলের ৷

ABOUT THE AUTHOR

...view details