হায়দরাবাদ, 5 ডিসেম্বর: 'পুষ্পা 2' মুক্তির পর গ্লোবাল বক্সঅফিস দাপিয়ে বেড়াচ্ছে ৷ 'পুষ্পা 2: দ্য রুল' মুক্তির পর ট্রেন্ড দেখে বোঝাই যাচ্ছে ভারতীয় সিনেমার ইতিহাসে কিছু পুরনো রেকর্ড ভাঙবে ৷ আল্লু অর্জুন তৈরি করবেন নয়া বেঞ্চ মার্ক ৷ বক্সঅফিস প্রতিযোগিতায় গেম চেঞ্জার হতে চলেছে পুষ্পা 2৷ প্রায় সাড়ে 12 হাজার প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তির পর বক্সঅফিস রিপোর্ট তেমন কথাই বলছে ৷
- প্রথম কোনও ছবি গ্লোবাল বক্সঅফিসে 250 কোটি টাকার ঘরে
অনুমান আগে থেকেই ছিল যে প্রথমদিন ছবি মুক্তির পর বক্সঅফিস কালেকশন নিয়ে ধুন্ধুমার পরে যাবে ৷ হলও ঠিক তাই ৷ সিনেমহল সূত্রে খবর, প্রথমদিন ছবির আয় গ্লোবালি 270 কোটি টাকা পেরিয়ে যেতে পারে ৷ আর এমনটা হয়ে গেল ভারতীয় সিনেমার ইতিহাসে আল্লু অর্জুন হবেন প্রথম কোনও অভিনেতা, যে এই বেঞ্চ মার্ক তৈরি করবে ৷
যদি অনুমান মতো, 'পুষ্পা' 270 কোটি টাকা প্রথমদিনে আয় করে ফেলে তাহলে অস্কারজয়ী ছবি 'আরআরআর'-এর রেকর্ড ভেঙে যাবে ৷ এসএস রাজামৌলির এই ছবি প্রথমদিন বিশ্বজুড়ে আয় করেছিল 257 কোটি টাকা ৷ হাইয়েস্ট ওপেনিং হিসাবে ভারতীয় সিনেমার ইতিহাসে রাজামৌলির ছবি প্রথম স্থানে ছিল ৷ তবে সেটা ভাঙতে পারে যে কোনও মুহূর্তে ৷
আশানুরূপ, 'পুষ্পা 2' প্রথমদিনের কালেকশন হতে পারে কিছুটা এই রকম
- অন্ধ্রপ্রদেশ/তেলেঙ্গনা- 90 কোটি টাকা
- কর্ণাটক- 15 কোটি টাকা
- তামিলনাড়ু- 8 কোটি টাকা
- কেরালা- 7 কোটি টাকা
- ভারতের অনান্য জায়গা মিলিয়ে- 80 কোটি টাকা
- ফলে ভারতে মোট আয়ের পরিমাণ- 200 কোটি টাকা
- আন্তর্জাতিক বক্সঅফিস- 70 কোটি টাকা