হায়দরাবাদ, 4 ডিসেম্বর:লাইট, ক্যামেরা রেডি এখন শুধু পর্দায় অ্যাকশন দেখার অপেক্ষা ৷ ফিরছেন পুষ্পারাজ ৷ গতবারের মতো এবারও শুধু দর্শকদের মনে নয়, বক্সঅফিসেও রাজ করতে প্রস্তুত আল্লু অর্জুন ৷ 24 ঘণ্টা পরেই 12 হাজার 500টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'পুষ্পা 2: দ্য রুল' ৷
- অ্যাডভান্স বুকিংয়ে 100 কোটির ক্লাবে পুষ্পা
প্রেক্ষাগৃহে মুক্তির আগেই পুষ্পা ছুঁয়ে ফেলেছে 100 কোটির ক্লাব ৷ বক্সঅফিসে অনবদ্য এই জার্নি অবাক করার মতোই ৷ গ্লোবালি পুষ্পা 2 ছবির জন্য যে হারে টিকিট বিক্রি হয়েছে তাতেই ছবির বাজেটের অনেকটা উঠে এসেছে প্রযোজকের ঘরে ৷ ইতিমধ্যেই ইলেকট্রিফাইং পোস্টার দিয়ে খুশির খবর সোশাল মিডিয়ায় শেয়ার করেছে প্রযোজনা সংস্থা ৷ যেখানে সিংহাসনের উপর বসে রয়েছেন আল্লু অর্জুন ৷ বোল্ড স্টেটমেন্টে লেখা "অ্যাডভান্স বুকিংয়েই পুষ্পা 2- দ্য রুল 100 কোটি টাকার মার্ক ক্রস করে গিয়েছে ৷ দ্য বিগেস্ট ইন্ডিয়ান ফিল্ম ৷ আরও রেকর্ড ভাঙার পথে ৷"
- আল্লু অর্জুনের কেরিয়ারে বিগেস্ট ওপেনার: ভাঙবে আরআরআর রেকর্ড?
ভারতে এবং গ্লোবালি প্রি-সেলসের কারণে আল্লু অর্জুনের কেরিয়ারে বিগেস্ট ওপেনার হয়ে গিয়েছে 'পুষ্পা 2' ৷ প্রথমদিনেই ছবি প্রস্তুত বক্সঅফিসের একাধিক রেকর্ড ভাঙতে ৷ মনে করা হচ্ছে, এই বছর পুষ্পার প্রথমদিনের বক্সঅফিস কালেকশন ভাঙতে পারে 2022 সালে মুক্তি পাওয়া 'আরআরআর' ছবির রেকর্ডকে ৷ কারণ এসএস রাজামৌলির এই ছবি প্রথমদিন গ্লোবালি আয় করেছিল 223 কোটি টাকা ৷ অনুমান, 'পুষ্পা' প্রথমদিনেই ঘরে তুলে নিতে পারে 250-275 কোটি টাকা ৷ প্রায় 2 মিলিয়নের বেশি টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ৷
- ভারতে ম্যাসিভ প্রি-রিলিজ কালেকশন
এবার এক নজরে দেখে নেওয়া যাক ভারতে অ্যাডভান্স বুকিংয়ের কেমন ছবি ধরা পড়েছে ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, ভারতে অ্যাডভান্স বুকিংয়ে ছবির আয় হয়ে গিয়েছে 78.78 কোটি টাকা ৷ তেলুগু সুপারস্টার আল্লুর অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গনাতে ফ্যানবেস প্রবল ৷ ফলে তেলেঙ্গনায় প্রথমদিনের টিকিট বিক্রির মধ্য দিয়ে আয়ের পরিমাণ 15.69 কোটি টাকা ৷ অন্ধ্রপ্রদেশ থেকে গ্রস অ্যাডভান্স কালেকশন হয়েছে 11.68 কোটি টাকা ৷
- থ্রিডিতে (3D) আটকে ছবির মুক্তি...