পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

অ্যাডভান্স বুকিংয়েই 100 কোটি! পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত - PUSHPA 2 ADVANCE BOOKING

রাত পোহালেই মুক্তির পথে বছর শেষের সবচেয়ে বড় ছবি 'পুষ্পা 2' ৷ ঘড়ির কাঁটা যত এগোচ্ছে ততই চড়ছে উত্তেজনার পারদ ৷ ইতিহাস তৈরি হবে কি?

Etv Bharat
মুক্তির অপেক্ষায় 'পুষ্পা 2' (মুভি পোস্টার)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 4, 2024, 12:54 PM IST

হায়দরাবাদ, 4 ডিসেম্বর:লাইট, ক্যামেরা রেডি এখন শুধু পর্দায় অ্যাকশন দেখার অপেক্ষা ৷ ফিরছেন পুষ্পারাজ ৷ গতবারের মতো এবারও শুধু দর্শকদের মনে নয়, বক্সঅফিসেও রাজ করতে প্রস্তুত আল্লু অর্জুন ৷ 24 ঘণ্টা পরেই 12 হাজার 500টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'পুষ্পা 2: দ্য রুল' ৷

  • অ্যাডভান্স বুকিংয়ে 100 কোটির ক্লাবে পুষ্পা

প্রেক্ষাগৃহে মুক্তির আগেই পুষ্পা ছুঁয়ে ফেলেছে 100 কোটির ক্লাব ৷ বক্সঅফিসে অনবদ্য এই জার্নি অবাক করার মতোই ৷ গ্লোবালি পুষ্পা 2 ছবির জন্য যে হারে টিকিট বিক্রি হয়েছে তাতেই ছবির বাজেটের অনেকটা উঠে এসেছে প্রযোজকের ঘরে ৷ ইতিমধ্যেই ইলেকট্রিফাইং পোস্টার দিয়ে খুশির খবর সোশাল মিডিয়ায় শেয়ার করেছে প্রযোজনা সংস্থা ৷ যেখানে সিংহাসনের উপর বসে রয়েছেন আল্লু অর্জুন ৷ বোল্ড স্টেটমেন্টে লেখা "অ্যাডভান্স বুকিংয়েই পুষ্পা 2- দ্য রুল 100 কোটি টাকার মার্ক ক্রস করে গিয়েছে ৷ দ্য বিগেস্ট ইন্ডিয়ান ফিল্ম ৷ আরও রেকর্ড ভাঙার পথে ৷"

  • আল্লু অর্জুনের কেরিয়ারে বিগেস্ট ওপেনার: ভাঙবে আরআরআর রেকর্ড?

ভারতে এবং গ্লোবালি প্রি-সেলসের কারণে আল্লু অর্জুনের কেরিয়ারে বিগেস্ট ওপেনার হয়ে গিয়েছে 'পুষ্পা 2' ৷ প্রথমদিনেই ছবি প্রস্তুত বক্সঅফিসের একাধিক রেকর্ড ভাঙতে ৷ মনে করা হচ্ছে, এই বছর পুষ্পার প্রথমদিনের বক্সঅফিস কালেকশন ভাঙতে পারে 2022 সালে মুক্তি পাওয়া 'আরআরআর' ছবির রেকর্ডকে ৷ কারণ এসএস রাজামৌলির এই ছবি প্রথমদিন গ্লোবালি আয় করেছিল 223 কোটি টাকা ৷ অনুমান, 'পুষ্পা' প্রথমদিনেই ঘরে তুলে নিতে পারে 250-275 কোটি টাকা ৷ প্রায় 2 মিলিয়নের বেশি টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ৷

  • ভারতে ম্যাসিভ প্রি-রিলিজ কালেকশন

এবার এক নজরে দেখে নেওয়া যাক ভারতে অ্যাডভান্স বুকিংয়ের কেমন ছবি ধরা পড়েছে ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, ভারতে অ্যাডভান্স বুকিংয়ে ছবির আয় হয়ে গিয়েছে 78.78 কোটি টাকা ৷ তেলুগু সুপারস্টার আল্লুর অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গনাতে ফ্যানবেস প্রবল ৷ ফলে তেলেঙ্গনায় প্রথমদিনের টিকিট বিক্রির মধ্য দিয়ে আয়ের পরিমাণ 15.69 কোটি টাকা ৷ অন্ধ্রপ্রদেশ থেকে গ্রস অ্যাডভান্স কালেকশন হয়েছে 11.68 কোটি টাকা ৷

  • থ্রিডিতে (3D) আটকে ছবির মুক্তি...

গ্লোবালি ছবির অ্যাডভান্স বুকিং ম্যাসিভ হলেও একটা সমস্যা রয়েই গিয়েছে ৷ আগেই ঘোষণা করা হয়েছিল 2ডি, 3ডি, 4ডিএক্স ও আইম্যাক্স ফরম্যাটে এই ছবি মুক্তি পাবে ৷ কিন্তু নির্মাতারা জানিয়েছেন '3ডি'তে এখনই মুক্তি পাচ্ছে না 'পুষ্পা 2- দ্য রুল' ৷ এমন খবরে কিছুটা আশাহত হয়েছেন অনুরাগীরা ৷ ছবির অ্যাকশন থ্রিডি স্ক্রিনে দেখার যে মজা, তা এই মুহূর্তে উপভোগ করতে পারবেন না অনুরাগীরা ৷

  • সরকারের সহযোগিতা ও টিকিটের দামবৃদ্ধি নিয়ে বিতর্ক

অন্যদিকে, অন্ধ্রপ্রদেশ সরকার ও তেলেঙ্গনা সরকার 'পুষ্পা 2' ছবির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে ৷ 30 নভেম্বর প্রযোজক আল্লু অরবিন্দ, বাণী বসু ও অশ্বিনী দত্ত দেখা করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ৷ তাঁকে আমন্ত্রণ জানান ছবির প্রি-রিলিজ অনুষ্ঠানে ৷ পাশাপাশি, আবেদন করেন, টিকিটের মূল্য বাড়ানো নিয়ে ৷ একইভাবে তেলঙ্গনাও সরকারও টিকিদের দামবৃদ্ধিতে সম্মতি জানায় ৷ জানানো হয়, ভোর 1.00টা ও ভোর 4টের শোতে টিকিটের দাম বেশি থাকবে ৷ এই নিয়ে বিতর্কও হয়, যার জল গড়ায় আদালত পর্যন্ত ৷ পিটিশনে অভিযোগ জানানো হয়, সিনেপ্রেমীদের জন্য টিকিটের দামবৃদ্ধিতে সমস্যা তৈরি করছে ৷

এরপর প্রযোজকদের তরফে আইনজীবী আদালতে জানান, ছবির অতিরিক্ত বাজেটের জন্য টিকিটের মূল্য না বাড়ালে সমস্যা ৷ এরপর আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে 17 ডিসেম্বর ৷

  • নিজের দুনিয়া নিয়ে ফিরছেন পুষ্পা রাজ

সুকুমার পরিচালিত এই ছবির প্রেক্ষাপট লাল চন্দন কাঠের চোরা কারবার ৷ আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা, ফাওহাদ ফাসিল অভিনীত ছবির প্রথম ভাগ ব্লকব্লাস্টার হিট হয় ৷ এবার সেই ছাপ অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details