পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ব্যর্থ সব নিরাপত্তা, গাজায় ইজরায়েলি হামলার বিরোধিতায় বিক্ষোভ অস্কার অনুষ্ঠানে - Gaza rage Oscar Ceremony

Protest For gaza: লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে 96তম বার্ষিক অ্যাকাডেমি পুরস্কার অনুষ্ঠানে আয়োজকদের ব্যবস্থা ব্যর্থ করে হল বিক্ষোভ-প্রতিবাদ ৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রবেশের মুখে গাজায় ইজরায়েলি হামলার বিরোধিতা করে প্রতিবাদ বিক্ষোভকারীদের ৷

Etv Bharat
গাজায় ইজরায়েলি হামলার বিরোধিতা অস্কার অনুষ্ঠানে

By PTI

Published : Mar 11, 2024, 6:13 PM IST

Updated : Mar 11, 2024, 8:02 PM IST

লস অ্যাঞ্জেলস, 11 মার্চ: হাজারো নিরাপত্তা ভেঙে ডলবি থিয়েটারের কাছে গাজা নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ প্রতিবাদীদের ৷ অস্কারের রেড কার্পেটে প্রতিবাদীদের বিক্ষোভে সৃষ্টি হল জ্যাম-যটের ৷ যার ফলে সমস্যার মুখে পড়তে হল অনুষ্ঠানে উপস্থিত অতিথি বর্গদের ৷

লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারের কাছে 96তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পৌঁছানর সময় গাজায় ইসরায়েলি হামলা নিয়ে প্রতিবাদ দেখা যায় ৷ রবিবার অস্কারের আশেপাশে বিক্ষিপ্ত বিক্ষোভ হয়। লস অ্যাঞ্জেলস পুলিশ আগে থেকেই আন্দাজ করেছিল বিক্ষোভের ৷ ফলে বাড়ানো হয়েছিল অতিরিক্ত বাহিনী ৷ ডলবি থিয়েটার এবং রেড কার্পেটের দিকে যাওয়ার প্রতিটা রাস্তায় দেওয়া হয়েছিল অতিরিক্ত নিরাপত্তা ৷ যদিও বিক্ষোভকারীরা সানসেট ব্লভিডি-তে নিরাপত্তা চেকপয়েন্টের কাছে বিক্ষোভ দেখালে ব্যাহত হয় যান চলাচল ৷

অন্যদিকে, বেশ কিছু শিল্পীরাও অস্কারের রেড কার্পেটে শান্তির বার্তার প্রতীক হিসাবে লাল ব্যাজ পড়ে অনুষ্ঠানে আসেন ৷ তার মধ্যে ছিলেন বিলি আইরিশ ও ফিনিয়াস, যাঁরা বার্বি ছবির গান 'হোয়াট ওয়াস আই মেড ফর' গানের জন্য বেস্ট অরজিনাল সং বিভাগে মনোনীত হয়েছিলেন ৷ উল্লেখ্য, এদিন বিক্ষোভকারীরা সানসেট ব্লভিডিতে নিরাপত্তা চেকপয়েন্টের কাছে যুদ্ধবিরতির জন্য স্লোগান দেয়। যে কারণে অতিথিদের অনুষ্ঠানে প্রবেশ করতে অনেকটা সময় লেগে যায় ৷ তারমধ্যেই কিছু প্রতিবাদকারী লজ্জা বা সেম বলে চিৎকার করতে শুরু করেন ৷ এরপর হেলমেট পরা পুলিশরা লাঠি হাতে বিক্ষোভকারীদের অনুষ্ঠান স্থল থেকে সরিয়ে দেন ৷ এমনকী, তাঁদের গ্রেফতারের হুমকিও দেওয়া হয় ৷

প্রসঙ্গত, অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসে কর্মরত একজন শীর্ষ নিরাপত্তা আধিকারিক গাজা বিরোধী যুদ্ধের বিষয়ে কথা বলার সময় বলেছেন, "আমরা বিক্ষোভকারীদের সম্পর্কে ভালোভাবে সচেতন, আমাদের কাছে অনেকগুলি ব্যাক-আপ দৃশ্যকল্প রয়েছে যা আমরা প্রয়োজনে দ্রুত সক্রিয় করতে পারি ।" বিক্ষোভকারীরা হলিউড এবং হাইল্যান্ডের চারপাশে একত্রিত হবে বলে আশা করা হচ্ছে । 'গণহত্যার সময় কোনও পুরস্কার নয়' এই বার্তা দিতে প্যালেস্তাইনপন্থী এবং যুদ্ধবিরতির সমর্থক এক গোষ্ঠীর অনুষ্ঠানস্থলের কাছে রবিবার মিলিত হওয়ার কথা রয়েছে ৷

Last Updated : Mar 11, 2024, 8:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details