পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

শিকাগো বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত প্রসেনজিৎ - শিকাগো বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল

Prosenjit Chatterjee Awarded: শিকাগো বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে 'শেষ পাতা' ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ সামাজিক মাধ্যমে এ কথা জানিয়েছেন বুম্বাদা ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 5:17 PM IST

Updated : Feb 7, 2024, 5:38 PM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি: 'শেষ পাতা' ছবির জন্য 'শিকাগো বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল'-এ পুরস্কৃত হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । আজই শংসাপত্র হাতে পেয়ে সামাজিক মাধ্যমে তা পোস্ট করেছেন তিনি । অতনু ঘোষ পরিচালিত 'শেষ পাতা' ছবিতে বাল্মিকী চরিত্রটির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বুম্বাদা ৷

এই সুখবর সামাজিক মাধ্যমে জানিয়ে তিনি লিখেছেন, "কাজের জন্য পুরষ্কৃত হতে সবসময়ই ভালো লাগে । সেরা অভিনেতা হিসেবে আরও একটা পুরস্কার পেলাম । আমি এইমাত্র সার্টিফিকেটটা হাতে পেলাম । সবাইকে অসংখ্য ধন্যবাদ যাঁরা বাল্মিকীর জার্নিটাকে স্পেশাল করে তুলেছে ।"

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জীবনের 349তম ছবি এই 'শেষ পাতা'। এই ছবিতে 58 বছর বয়সি এক ব্যক্তির চরিত্রে দেখা গিয়েছে তাঁকে । এই ছবিতে তাঁর সাদামাটা লুকই তাঁর চরিত্রের ইউএসপি বলা যায় । সোমনাথ কুণ্ডু বানিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাল্মিকী লুক । উল্লেখ্য, 'ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'-এর তরফ থেকে সেরা মেক আপ আর্টিস্টের পুরস্কার পান সোমনাথ কুণ্ডু । পুরস্কার প্রাপ্তির ব্যাপারে প্রতিক্রিয়া জানতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি ।

বলাবাহুল্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবসময়েই নতুন ধরনের কিছু না কিছু করে থাকেন । এ ক্ষেত্রেও অন্যথা হয়নি তাঁর । ছবিটা যাঁরা দেখেননি তাঁদের জন্য গল্পটা কিছুটা বলা যাক । ছবির কেন্দ্র রয়েছে এক সময়ের লেখক বাল্মীকি (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়)। ষাট ছুঁই ছুঁই বয়সে সে নিঃসঙ্গতার স্বীকার । তার অভিনেত্রী স্ত্রী খুন হয়েছে । কেউ খুন করে তাকে নগ্ন অবস্থায় ময়দানে ফেলে রেখে গিয়েছিল । বাল্মীকির জীবনের এই বেদনাদায়ক দিকটিকেই বই আকারে ছাপিয়ে বাজারে বিক্রি করতে চেয়েছিল এক প্রকাশক । এ দিকে বাল্মীকির ‘রাইটার্স ব্লক’-এর অন্যতম কারণ তার প্রতি সমাজের তির্যক দৃষ্টিভঙ্গি । ওদিকে প্রকাশকের কাছ থেকে পারিশ্রমিক বাবদ অগ্রিম টাকাও নিয়েছে বাল্মীকি । সেই টাকা উদ্ধারে প্রকাশক তার পিছনে লেলিয়ে দেয় লোন রিকভারি এজেন্ট শৌনককে (বিক্রম চট্টোপাধ্যায়) । তারপর ? উত্তর আছে ছবিতে।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী মেধার চরিত্রে অভিনয় করেছেন গার্গী রায় চৌধুরী, শৌনকের প্রেমিকার চরিত্রে রায়তী ভট্টাচার্য । এ ছাড়াও ছবিতে রয়েছেন ফাল্গুনী চট্টোপাধ্যায়, রজত গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকে ।

আরও পড়ুন:

  1. লতার পাশে বসে নিজের প্রথম হিন্দি ছবি দেখেছিলেন, সুরসম্রাজ্ঞীর স্মৃতিচারণায় বিশ্বজিৎ
  2. লাথি মেরে কাজের প্রশংসা করতেন, প্রয়াণদিবসে ঋত্বিক-স্মরণে গৌতম
  3. বস্তারের নকশাল আন্দোলন পর্দায় আনছেন সুদীপ্ত সেন, সামনে এল টিজার
Last Updated : Feb 7, 2024, 5:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details