কলকাতা, 30 জুন:কার্যত খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য জয় তুলে নেয় ভারত। গ্রুপ পর্ব, সুপার এইট, সেমিফাইনাল থেকে মহারণে জয়ী হয়ে টি-20 বিশ্বচ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। 2013-র পর মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ভারত শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জেতে। দীর্ঘ 11 বছর পর অবশেষে ভারতের ঘরে এল কোনও আইসিসি ট্রফি। রোহিতদের প্রশংসা করতে পিছিয়ে নেই বিনোদন দুনিয়াও। টিম জিততেই দলের যোদ্ধাদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে দেব, ঋতুপর্ণা, জিৎ, সৃজিতরা ৷
টি-20 বিশ্বচ্যাম্পিয়ন ভারত, গর্বিত প্রসেনজিৎ-ঋতুপর্ণা থেকে দেব, সৃজিতরা - India Won T20 World Cup 2024 - INDIA WON T20 WORLD CUP 2024
Tollywood Celebrities Greet Team India: ওয়ান-ডে এবং টি-20 মিলিয়ে চতুর্থ বার বিশ্বজয় করল ভারতীয় ক্রিকেট দল। শনিবার বার্বাডোজের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 7 রানে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত ব্রিগেড ৷ ভারতীয় ক্রিকেট টিমের এই জয়ে গর্বিত দেশবাসী। উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। টলি সেলেবরাও কোহলি-রোহিতদের নিয়ে গর্বিত ৷
Published : Jun 30, 2024, 9:40 AM IST
গতকাল ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগে থেকে 'জিতেগা জিতেগা ইন্ডিয়া জিতেগা...' এই ধ্বনি পরিবর্তন হয়ে মুখরিত হল 'জিত গ্যায়া ইন্ডিয়া'তে। ভারতবাসীর আশা-ভরসা-স্বপ্ন সফল করে সতেরো বছের পর অবশেষে টি-20 বিশ্বকাপের সেই কাঙ্খিত ট্রফি হাতে তুলে নিল ভারতীয় দল। বার্বেডোসের পিচে নিজেদের প্রমাণ করল রোহিত অ্যান্ড কোং ৷ দেশের জন্য ফের আরও একবার গর্বিত ভারতবাসী। সোশাল মিডিয়ায় ভরে উঠেছে প্রশংসা। দিকে দিকে চলছে সেলিব্রেশন। পতাকা উড়িয়ে, বাজি ফাটিয়ে বিজয়োৎসবে মেতেছেন ভারতবাসী ৷
- প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতে, "আবার প্রমাণ হল ভারতীয় দল যোগ্য ক্রিকেট দল। অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।"
- দেব লিখেছেন, "আমরা চ্যাম্পিয়ন।"
- চিকিৎসক তথা অভিনেতা কিঞ্জল নন্দ লিখেছেন, "অনেক কিছু লিখতে ইচ্ছে করছে,,, কিছু লিখব না, শুধু ভালো লাগার অনুভূতিটুকু থাক।"
- জুন মালিয়া টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "চক দে ইন্ডিয়া।"
- শিবপ্রসাদ মুখোপাধ্যায় লিখেছেন, "মহারাজা তোমারে সেলাম।"
- সেলিব্রেশনে মাতেন সৃজিত মুখোপাধ্যায়ও। বন্ধু ইন্দ্রনীল রায়ের কন্যাকে কাঁধে তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ডিয়ার ছবি শেয়ার করে লেখেন, "নো মুম্বই। ওনলি ইন্ডিয়ানস।"
- টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্তও। তিনি লিখেছেন, "অনেক অভিনন্দন টিম ইন্ডিয়াকে। কী দারুণ পারফরম্যান্স! আজ একটা গর্বের মুহূর্ত ছিল আমাদের সকলের জন্য।"
- জয়জিৎ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "আমি বড় হ্যাপি।"
- টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানাতে ভোলেননি সুপারস্টার জিৎ এবং অঙ্কুশ হাজরা।
বিরাটের পর রোহিত, খেতাব জিতেই দেশের হয়ে টি-20 ক্রিকেটে ইতি 'রো-কো' জুটির