পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

কোলে মেয়ে মালতি, প্রথমবার রামলালার দর্শনে প্রিয়াঙ্কা-নিক - Priyanka Nick at Ram temple

Priyanka-Nick in Mumbai: মেয়ে মালতি ও স্বামী নিক জোনাসকে নিয়ে রামন্দিরে পুজো দিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে জানালেন পরিবারের মঙ্গল কামনায় রাম লালার দর্শন ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 21, 2024, 10:48 AM IST

উদ্বোধনে আসতে পারেননি, এবার পরিবারকে নিয়ে রাম মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৷ বুধবার অযোধ্যায় মেয়ে মালতি ও স্বামী নিককে নিয়ে রামলালার দর্শনে গেলেন দেশী গার্ল ৷ বেশ কয়েকটি ছবি সোশাল অ্যাকাউন্টে শেয়ার করেন অভিনেত্রী, যা ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায় ৷

ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, "পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় আশীর্বাদ নিতে এসেছি ৷" এদিন পিসিকে দেখা গিয়েছে, হলুদ রঙের শাড়িতে ৷ আমেরিকান সঙ্গীতশিল্পী নিক বেছে নিয়েছিলেন সাদা রঙের কুর্তা সেট ৷ অন্যদিকে, মালতিকে দেখা গিয়েছে পিচ রঙের পোশাকে ৷ একটি ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছে মেয়েকে কোলে নিয়ে ভগবান রামলালার দর্শন করছেন ৷ ছবিটি তোলা হয়েছে পিছন থেকে ৷ পরের ছবিটিতে দেখা গিয়েছে পিসি-নিক-মালতিকে একসঙ্গে ৷ তারপর মন্দিরের বাইরে এসেও তারা ছবি তোলেন ৷ এমনকী, মন্দিরের পুরোহিত ও নিরাপত্তারক্ষীদের সঙ্গেও সেলফি নেন প্রিয়াঙ্কা ৷

জানুয়ারিতেই উদ্বোধন হয়েছে অযোধ্যার রামমন্দির ৷ অনুষ্ঠানে দেশ-বিদেশের তাবড় তাবড় লোক উপস্থিত হয়েছিলেন ৷ তালিকা থেকে বাদ পড়েননি অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, রণবীর কাপুর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, রাম চরণ, সচিন তেন্ডুলকর, ঋষভ শেট্টি থেকে শুরু অম্বানি পরিবার ৷ তবে প্রিয়াঙ্কা রাম মন্দিরে এলেন প্রথমবার ৷

বেশ কিছুদিন আগেই মেয়েকে নিয়ে মুম্বই আসেন প্রিয়াঙ্কা ৷ তারপেরই নিকও আসেন ৷ ফারহান আখতারের বাড়িতেও দেখা যায় জুটিকে ৷ তখনও জল্পনা শুরু হয়, জি লে জারা ছবির কাজ নিয়ে কথা বলার জন্যই মুম্বই এসেছেন প্রিয়াঙ্কা ৷ এরপর ভারতে এসে রামন্দিরে পুজো দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি প্রিয়াঙ্কা-নিক ৷

উল্লেখ্য, কিছুদিন আগেই প্রাইম ভিডিয়ো ওটিটি প্ল্যাটফর্মের তরফে একাধিক ছবি ও ডকুমেন্টারি ছবির ঘোষণা করা হয়েছে৷ উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কাও ৷ সেখানে তাঁর প্রযোজনা সংস্থার তরফে ডকুমেন্টারি ছবির কথা ঘোষণা করা হয়েছে, যার নাম ওম্যান অফ মাই বিলিয়ন ৷

আরও পড়ুন

1. অন্ধ্রের ইয়াগন্তি মন্দিরে শুরু শুটিং, পুষ্পা 2 নিয়ে কী বললেন রশ্মিকা ?

2.বিজয় দেবেরাকোন্ডাকে চুম্বন শাহিদ কাপুরের, ব্রোম্যান্সের ভিডিয়ো ভাইরাল

3.স্পাইয়ের ভূমিকায় বরুণ-সামান্থা, প্রকাশ্যে 'সিটাডেল: হানি বানি'র পোস্টার

ABOUT THE AUTHOR

...view details