পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ফারহানের বাড়িতে প্রিয়াঙ্কা-নিক, ফের চর্চা শুরু 'জি লে জরা' নিয়ে - Priyanka Nick Visit Farhan House

Priyanka-Nick Visit Farhan House: ফারহান আখতারের সঙ্গে দেখা করলেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ তাঁকে ও ছিলেন তাঁর হাবি নিক জোনাসও ৷ এই যুগলের সাজ নজর কেড়েছে ভক্তদের ৷ ফের চর্চা শুরু হয়েছে জি লে জরা নিয়ে ৷

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 12:50 PM IST

Updated : Mar 19, 2024, 1:47 PM IST

হায়দরাবাদ, 19 মার্চ: বর্তমানে সপরিবার স্বভূমে আছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ তাঁর সঙ্গে রয়েছেন হাবি নিক জোনাস এবং তাঁদের সন্তান মালতী মারি ৷ সোমবার রাতে প্রিয়াঙ্কা এবং নিক বান্দ্রায় ফারহান আখতারের বাড়িতে যান ৷ মুম্বইয়ের রাস্তায় গাড়ি চালিয়ে যাওয়ার সময় গাড়ির ভিতরে তাঁদের ছবি ক্যামেরাবন্দি করেছেন পাপারাৎজিরা । ফারহানের বাড়িতে প্রিয়াঙ্কার যাওয়া নিয়ে ফের চর্চা শুরু হয়েছে বহু প্রতীক্ষিত প্রজেক্ট জি লে জরা নিয়ে ।

ফারহানের বাড়িতে যাওয়ার সময় নজর কেড়েছে এই যুগলের ফ্যাশন স্টেটমেন্ট ৷ তাঁদের আউটফিট মাথা ঘুরিয়ে দিয়েছে ভক্তদের ৷ একটি নীল শার্টে বস লুকে সেজেছিলেন প্রিয়াঙ্কা, তাঁর চুল বাঁধা মার্জিতভাবে ৷ তাঁর সুন্দর ম্যাট মেকআপ তাঁকে আরও অনন্য করে তুলেছে ৷ এবং তাঁর মন ভোলানো হাসি তাঁর সৌন্দর্যকে সম্পূর্ণ করেছে ৷

এ দিকে, নিক জোনাস তাঁর সাধারণ ড্যাপার পোশাকে বেশ কুল লুকে ধরা দেন ৷ তিনি একটি স্ট্রাইকিং লাল টুপি ও একটি কালো রঙের শার্ট পরেছিলেন । তিনি পাপারাৎজিদের আবদার মিটিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়লেন । প্রিয়াঙ্কা তাঁর প্রজেক্টগুলি পছন্দ করার ক্ষেত্রে অবাক করেন ভক্তদের ৷ তাঁর জি লে জরা ছবি নিয়েও যথেষ্ট উৎসাহ তৈরি হয়েছে ৷ অপরদিকে, ফারহান আখতার একজন পরিচালক, অভিনেতা এবং প্রযোজক হিসাবে তাঁর বহুমুখী প্রতিভার জন্য পরিচিত এবং ইতিমধ্যেই ভারতীয় চলচ্চিত্র ব্যবসায় নিজের জন্য একটি জায়গা তৈরি করেছেন তিনি । জি লে জরা তাঁর একটি উচ্চ প্রত্যাশিত প্রজেক্ট যেখানে সম্ভবত আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ এবং প্রিয়াঙ্কাকে এক ফ্রেমে দেখা যাবে ৷

প্রিয়াঙ্কা পেশাদার কর্মজীবনে বেশ সফল ৷ অ্যাকাডেমি পুরস্কার-মনোনীত ডকুমেন্টারি টু কিল আ টাইগারের জন্য এক্সিকিউটিভ প্রোডিউসার হিসাবে একটি নতুন ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছেন । তা ছাড়াও, তিনি সম্প্রতি লাভ এগেইন এবং সিটাডেল সিরিজে অভিনয় করেছেন, তাঁর সহ-অভিনেতা ছিলেন রিচার্ড ম্যাডেন এবং স্ট্যানলি টুকি ।

আরও পড়ুন:

  1. বইয়ের আড়ালে অভিনব প্রচার! মোদিকে ভোট দেওয়ার 101 কারণ দেখালেন লেখক
  2. দুবাইয়ে রাখা প্রমোদতরীর মালিক মাধবন, তিনি লাইসেন্সপ্রাপ্ত ক্যাপ্টেন
  3. কপালে ভালোবাসার চুম্বন, নতুন অধ্যায় শুরু পুলকিত-কৃতির
Last Updated : Mar 19, 2024, 1:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details