পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বন্ধ হতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়ার 'সোনা'র দরজা - Priyanka Chopra SONA Restaurant - PRIYANKA CHOPRA SONA RESTAURANT

Restaurant Sona to be Closed: বন্ধ হতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের চর্চিত রেস্তোরাঁ 'সোনা' ৷ তবে বেশ কয়েক মাস আগেই এই রেস্তোরাঁর দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা ৷

Restaurant Sona to be Closed
বন্ধ হচ্ছে রেস্তোরাঁ 'সোনা' (ইটিভি ভারত)

By PTI

Published : Jun 20, 2024, 6:54 PM IST

নয়াদিল্লি, 20 জুন: প্রিয়াঙ্কা চোপড়া সরে দাঁড়ানোর এক বছর যেতে না-যেতেই বন্ধ হতে চলেছে সোনা রেস্তোরাঁর দরজা ৷ বন্ধু মণীশ কে গয়ালের সঙ্গে যৌথ প্রয়াসে নিউইয়র্কে ভারতীয় খাবারের স্বাদ তুলে ধরতে প্রিয়াঙ্কা চোপড়া খোলেন রেস্তোরাঁ সোনা ৷ এরপর কোনও কারণশত ব্যবসা থেকে সরে দাঁড়ান প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ তারপরেই 10 মাসের মাথায় বন্ধ হচ্ছে 'সোনা'র দরজা ৷

রেস্তোরাঁ'র তরফে ইন্সটাগ্রামে হ্যান্ডেলে বার্তা দেওয়া হয় খাদ্যপ্রেমীদের ৷ পোস্টে লেখা হয়, "তিন বছরের বেশি সময় ধরে অসাধারণ জার্নির পর বন্ধ হচ্ছে সোনা ৷ আমরা প্রত্যেকের গ্রাহকের কাছে কৃতজ্ঞ, যাঁরা এখানে এসেছিলেন ৷ আপনাদের সকলের টেবিলে পছন্দের খাবার তুলে দিতে পেরে আমি সম্মানিত ৷"

পোস্টে আরও লেখা হয়, "ধন্যবাদ জানাই সোনার প্রতিটি সদস্যদের, যাঁরা প্রতিদিন হাসি মুখে গরম খাবার গ্রাহকের জন্য বানিয়ে গিয়েছেন ৷ সোনা শেষবার আপনাদের টেবিলে খাবার সার্ভ করবে 30 জুন রবিবার ৷ আশাকরি, ফাইনাল মিল অথবা ড্রিঙ্কের জন্য আপনাদের সঙ্গে দেখা হবে ৷ আমরা আপনাদের জন্য দু'হাত আর দরজা খোলা রাখলাম ৷" এই খবর সামনে আসার পর হতাশ হন খাদ্যপ্রেমীরাও ৷ বিগত কয়েক বছরে যাঁরা এই রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তাঁরা সোশাল মিডিয়ায় শেয়ার করেন নিজেদের অভিজ্ঞতা ৷

কেউ লেখেন, "আমি জন্মদিনের লাঞ্চ এখানে করেছিলাম ৷" আবার কেউ লেখেন, "এখানে কাটানো অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে ৷ সোনার খাবার ছিল অসাধারণ ৷ ভীষণ মিস করব ৷" মূলত, 2021 সালে অতিমারি কোভিডের সময় বন্ধু মণীশের সঙ্গে যুক্ত হয়ে নিউইয়র্কে সোনা রেস্তোরাঁ খোলেন ৷ তারপর বেশ ভালোই চলছিল এই ব্যবসা ৷ কিন্তু আচমকাই অগস্টে প্রিয়াঙ্কা জানান, তিনি সোনার রেস্তোরাঁর সঙ্গে আর যুক্ত নন ৷ তার 10 মাস পরেই বন্ধ হতে চলেছে নিউইয়র্কের অন্যতম জনপ্রিয় রেস্তোরাঁ সোনা ৷ মূলত, নিক জোনাস এই রেস্তোরাঁর নাম রেখেছিলেন ৷

কাজের দিকে নজর দিলে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস সম্প্রতি ব্যস্ত আছেন 'দ্য ব্লাফ' ছবির শুটিংয়ে ৷ সেই ছবি করতে গিয়ে আহত হয়েছেন তিনি ৷ গলা, হাতে, পায়ে কাটা দাগের চিহ্ন সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী ৷ ভিডিয়োতে জানিয়েছেন, আরও বেশি করে অ্যাকশন ছবি করা উচিত এমন অভিজ্ঞতার জন্য ৷

ABOUT THE AUTHOR

...view details