হায়দরাবাদ, 2 ফেব্রুয়ারি:গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ব্যস্ত ৷ স্বামী নিক জোনাস ও মেয়ে মালতি ম্যারিকে নিয়ে বেশ ভালো সময় কাটাচ্ছেন তিনি ৷ সেই সব ছবি সোশাল মিডিয়ায় শেয়ারও করেছেন অভিনেত্রী ৷ সম্প্রতি বাড়ির সমস্যা নিয়ে চিন্তায় ছিলেন প্রিয়াঙ্কা ৷ তবে তাঁর মুখে হাসি ফুটিয়েছে মেয়ে মালতি ৷
এ দিন দেশি গার্ল বেশ কিছু ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে ৷ স্বামী নিক জোনাস ও মেয়ে মালতিকে নিয়ে একাধিক ছবি ও ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী ৷ সেখানে দেখা গিয়েছে, একটি ভিডিয়োতে পুলের মধ্যে বল নিয়ে খেলা করছে মালতি ৷ অন্য একটি ছবিতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা কোনও অ্যাডভেঞ্চার ট্রিপে আনন্দ উপভোগ করছেন ৷ অন্যদিকে, আবার নিকের মুম্বইয়ে প্রথম শোয়ের ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী ৷ এই রকম একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করতেই ভাইরাল হয়ে যায় নিমেষে ৷
এই ছবির পাশাপাশি প্রিয়াঙ্কা নিজের নতুন বাড়ির ছবিও শেয়ার করেছেন ৷ সেখানে পিগি চপস বা নিককে দেখা না গেলেও বোঝা যায়, বাড়িতে বসে বৃষ্টির আনন্দ উপভোগ করছেন অভিনেত্রী ৷ সম্প্রতি জানা যায়, লস অ্যাঞ্জেলেসের বাড়ি নিয়ে সমস্যায় পড়েন প্রিয়াঙ্কা ৷ 2019 সালের সেপ্টেম্বরে 20 মিলিয়ন ডলার খরচ করে এই বাড়ি কিনেছিলেন তাঁরা ৷ বাড়িতে ছিল 7টা বেডরুম, নটা বাথরুম, একটা রান্নাঘর, টেম্পারেচার কন্ট্রোলড ওয়াইন রুম, হোম থিয়েটার, স্টিম শাওয়ার, স্পা ও বিনোদন লাউঞ্জ ৷ কিন্তু সম্প্রতি বাড়িতে জল লিকের সমস্যা হওয়ায় তা ছেড়ে দিতে বাধ্য হন নিক-প্রিয়াঙ্কা ৷
কাজের দিকে নজর দিলে দেখা যায়, প্রিয়াঙ্কাকে সম্প্রতি দেখা গিয়েছে 'লাভ এগেইন' ছবিতে ৷ তার আগে দেখা গিয়েছে 'সিটাডেল' সিরিজে ৷ এছাড়াও অভিনেত্রীকে দেখা যাবে ফারহান আখতারের 'জি লে জরা' ছবিতে ৷ আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফকেও এই ছবিতে দেখা যাবে ৷ এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছিলেন, তারিখের সমস্যার জন্য পিছিয়ে গিয়েছে ছবির শুটিং ৷