পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'অরা'র মাথায় হাত মোদির, 'শুভ আশীর্বাদ' সেরেমনিতে শনিতেও ঝলমলে মায়ানগরী - MODI ATTENDS ANANT RADHIKA WEDDING - MODI ATTENDS ANANT RADHIKA WEDDING

PM Modi in Anant-Radhika Wedding: চলছে রাজকীয় বিয়ে ৷ গতকালই অম্বানি পরিবার তাঁদের পরিবারের নয়া সদস্য 'ছোটি বহু'কে আমন্ত্রণ জানিয়েছেন ৷ জিও অয়ার্ল্ড কনভেনশন সেন্টারে শনিবার চলছে মিস্টার ও মিসেস রাধিকার 'শুভ আশীর্বাদ' সেরেমনি ৷ বিয়েতে না-থাকতে পারলেও নয়া বরবধূকে আজ আশীর্বাদ করতে চলে এলেন প্রধানমন্ত্রী মোদি ৷

PM Modi in Anant-Radhika Wedding
প্রধানমন্ত্রী মোদির হাত 'অরা'র মাথায় (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 13, 2024, 10:30 PM IST

মুম্বই, 13 জুলাই: এ যেন রূপকথার গল্পের প্রতিটি পাতা ৷ তবে ভারতীয় ব্যবসায়ীদের প্রথম সারিতে নাম লেখানো মুকেশ অম্বানি তাঁর এই জায়গার যথার্থতা বিচার করলেন ৷ ছোট ছেলের বিয়েকে আধুনিক মোড়কে, বাস্তব জীবনে সাজিয়েছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানি। নয় নয় করে প্রায় 5 হাজার কোটি টাকা খরচ করেছেন অনন্ত অম্বানির বিয়েতে। গতকাল অম্বানি পরিবার পেয়েছে তাঁদের নতুন ফ্য়ামিলিম্যান তথা ছোট বউ রাধিকা মার্চেন্টকে ৷ আর আজ নব বর-বধূকে আশীর্বাদ করতে মায়ানগরীতে উপস্থিত দেশের প্রধানমন্ত্রী ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন 'অরা' জুটিকে ৷ তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করে উপহারও পান মিস্টার ও মিসেস অম্বানি ৷ বিয়েতে থাকতে না-পারলেও শনিবার হাজির হয়ে গেলেন তিনি ৷ পাশাপাশি এদিন, জিও অয়ার্ল্ড কনভেনশন সেন্টারে নয়া বরবধূকে আশীর্বাদ করতে হাজির হয়েছে হলি-বলি-টলি দুনিয়া থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা ৷

অম্বানি পরিবারের নববধূ হিসেবে রাধিকার আজ প্রথম দিন। শ্রীমতী অম্বানি সেজেছেন গোলাপি লেহেঙ্গায়। বরও ম্যাচিং করে পরেছেন শেরওয়ানি ৷ নবদম্পতির জীবনের নতুন পথচলার প্রারম্ভে তাঁদের আশীর্বাদ দিয়ে একটি থালি উপহার দেন নরেন্দ্র মোদি ৷ সোশাল মিডিয়ায় যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে তাতে এমনটাই দেখা দিয়েছে ৷

রাজকীয় এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকালই। তবে শেষ হয়নি উদযাপন পর্ব। আজ অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের 'শুভ আশীর্বাদ' অনুষ্ঠান। গতকালের পর শনিবার ফের এই অনুষ্ঠানে জমকালো, নজরকাড়া পোশাকে খেল ও বিনো দুনিয়ার ব্যক্তিত্বদের ছিল জমকালো উপস্থিতি ৷ বিকেল থেকেই রেড কার্পেটে পরিবার ও বন্ধুদের নিয়ে হাজির হয়েছেন সেলেবরা ৷ ফটোশিকারিরাও মুকেশ অম্বানির অতিথিদের বন্দি করেছেন তাঁদের হাতিয়ারে ৷

মেয়েকে নিয়ে সস্ত্রীক মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া ও তাঁর দাদা ক্রুণাল পান্ডিয়া, ঋষভ পন্ত, সস্ত্রীক সূর্য কুমার যাদব, সস্ত্রীক গৌতম গম্ভীর, আথিয়া শেট্টিকে নিয়ে কেএল রাহুলরা হাজির হয়েছিলেন এদিনের অনুষ্ঠানে ৷ পাশাপাশি বলিউডের তারকাদের মধ্যেও কেউ বাদ নেই বললেই চলে ৷ সকলেই এসেছেন 'বিগ ফ্য়াট ওয়েডিং'য়ের পোস্ট ওয়েডিং সেরেমনিতে ৷ এসেছেন নানা নেতা-মন্ত্রীরাও ৷

ABOUT THE AUTHOR

...view details