হায়দরাবাদ, 6 সেপ্টেম্বর: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের জীবনে ৷ প্রথমবার বাবা-মা হতে চলেছেন তাঁরা ৷ জীবনের অন্যতম অধ্যায় শুরুর আগে ভগবানের আশীর্বাদ নিলেন বলিউডের পাওয়ার কাপল ৷ গণেশ চতুর্থীর আগে মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন তারকা দম্পতি ৷ 28 সেপ্টেম্বর দীপিকার ডেলিভারি ডেট রয়েছে বলে আগেই জানা গিয়েছে ৷ এখন শুধু দিন গোনার অপেক্ষা ৷
এদিন দীপিকাকে দেখা গিয়েছে ক্ল্যাসি-এলিগেন্ট লুকে ৷ পরনে ছিল সবুজ রঙের শাড়ি ৷ তাতে সোনালী রঙের সুন্দর কাজ করা ৷ সাদামাটা সাজে অলঙ্কার বলতে কানে দুল ৷ মন্দিরে প্রবেশের সময় বেবিবাম্প ঢেকে নিয়েছিলেন শাড়ির আঁচল দিয়ে৷ অন্যদিকে, রণবীরকে দেখা গিয়েছে অফ-হোয়াইট কুর্তায় ৷ এই ভিডিয়ো সামনে আসতেই মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটপাড়ায় ৷ ভিডিয়োতে দেখা যায়, মন্দির চত্বরে হেঁটে যাচ্ছেন তারকা দম্পতি ৷ উপস্থিত দর্শনার্থীদের সঙ্গেও হাতজোড় করে প্রণাম জানান দীপিকা ৷ এরপর দেখা যায়, 'মস্তানি'র হাত ধরে মন্দিরের ভিতরে যাচ্ছেন রিয়েল লাইফের 'বাজিরাও' ৷