পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সন্তানকে পৃথিবীর আলো দেখাতে বেশিদিন বাকি নেই, গজাননের কাছে আশীর্বাদ নিলেন রণবীর-দীপিকা - Parents to Be Ranveer And Deepika - PARENTS TO BE RANVEER AND DEEPIKA

Ranveer-Deepika at Siddhivinayak Temple: চলতি মাসেই প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন দীপিকা পাড়ুকোন ৷ তার আগে পার্টনার রণবীর সিং-কে নিয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে আশীর্বাদ নিলেন হবু মা ৷ গণেশ চতুর্থীর আগে দীপিকা-রণবীর এইভাবেই নতুন অধ্যায় শুরু করার অপেক্ষায় ৷

Ranveer-Deepika at Siddhivinayak Temple
রণবীর সিং-দীপিকা পাড়ুকোন (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 6, 2024, 7:25 PM IST

Updated : Sep 7, 2024, 3:45 PM IST

হায়দরাবাদ, 6 সেপ্টেম্বর: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের জীবনে ৷ প্রথমবার বাবা-মা হতে চলেছেন তাঁরা ৷ জীবনের অন্যতম অধ্যায় শুরুর আগে ভগবানের আশীর্বাদ নিলেন বলিউডের পাওয়ার কাপল ৷ গণেশ চতুর্থীর আগে মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন তারকা দম্পতি ৷ 28 সেপ্টেম্বর দীপিকার ডেলিভারি ডেট রয়েছে বলে আগেই জানা গিয়েছে ৷ এখন শুধু দিন গোনার অপেক্ষা ৷

এদিন দীপিকাকে দেখা গিয়েছে ক্ল্যাসি-এলিগেন্ট লুকে ৷ পরনে ছিল সবুজ রঙের শাড়ি ৷ তাতে সোনালী রঙের সুন্দর কাজ করা ৷ সাদামাটা সাজে অলঙ্কার বলতে কানে দুল ৷ মন্দিরে প্রবেশের সময় বেবিবাম্প ঢেকে নিয়েছিলেন শাড়ির আঁচল দিয়ে৷ অন্যদিকে, রণবীরকে দেখা গিয়েছে অফ-হোয়াইট কুর্তায় ৷ এই ভিডিয়ো সামনে আসতেই মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটপাড়ায় ৷ ভিডিয়োতে দেখা যায়, মন্দির চত্বরে হেঁটে যাচ্ছেন তারকা দম্পতি ৷ উপস্থিত দর্শনার্থীদের সঙ্গেও হাতজোড় করে প্রণাম জানান দীপিকা ৷ এরপর দেখা যায়, 'মস্তানি'র হাত ধরে মন্দিরের ভিতরে যাচ্ছেন রিয়েল লাইফের 'বাজিরাও' ৷

চলতি বছর 29 ফেব্রুয়ারি সন্তান আসার কথা সোশাল মিডিয়ায় ঘোষণা করেন দীপবীর ৷ জামনগরে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং সেরেমনিতে যোগদানের আগে খুশির এই খবর সকলের সঙ্গে ভাগ করে নেন দীপিকা-রণবীর ৷ যেখানে একটি পোস্ট শেয়ার করেন তাঁরা ৷ লেখা থাকে সেপ্টেম্বর 29 ৷ পাশে থাকে শিশুদের জামা-জুতো ইত্যাদির নানা ছবি ৷ 2018 সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন দীপবীর ৷ ছয়বছর পর জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা৷

কাজের দিক থেকে দীপিকা-প্রভাস অভিনীত 'কল্কি 2898 এডি' বক্সঅফিসে দুর্দান্ত সাফল্য পায় ৷ এছাড়াও রোহিত শেট্টির 'সিংঘম এগেইন'-এ পুলিশ লেডির ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে ৷ সঙ্গে থাকছেন রণবীর সিং-ও, সিম্বা চরিত্রে ৷ ছবি মুক্তি পাবে চলতি বছর দিওয়ালিতে ৷

Last Updated : Sep 7, 2024, 3:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details