পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

রহমান-সায়রার সংসার ভাঙার কারণ মোহিনী? জবাব দিলেন সুরকারের বেসিস্ট - AR RAHMAN SAIRA BANU MOHINI DEY

এআর রহমানের সঙ্গে সায়রা বানুর বিচ্ছেদ হতেই শিল্পীর সঙ্গে নাম জড়িয়েছে বেসিস্ট মোহিনী দে'র ৷ সমালোচনার জবাব দিলেন মোহিনী ৷ কি বললেন ছেলে আমিন?

Etv Bharat
রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সুরকারের বেসিস্ট (এএনআই)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 22, 2024, 7:57 PM IST

হায়দরাবাদ, 22 নভেম্বর: রাতারাতি ওলট-পালট হয়ে গিয়েছে এআর রহমান ও সায়রা বানুর জীবন ৷ 29 বছরের দাম্পত্য জীবনে ইতি ঘোষণা করতেই, নেপথ্যের কারণ নিয়ে নেটপাড়ায় শুরু হয় জলঘোলা ৷

বিচ্ছেদের কারণ হিসাবে নাম জোড়ে বছর ঊনত্রিশের মোহিনী দের ৷ কারণ তিনি একই দিনে স্বামী মার্কের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন ৷ এরপরেই একে একে দুই মেলাতে থাকেন নেটাগরিকরা ৷ ইতিমধ্যেই আইনজীবী বন্দনা শাহ, মোহিনীর সঙ্গে রহমানের নাম জোড়া নিয়ে আপত্তি জানিয়েছেন ৷ এবার মুখ খুললেন বেসিস্ট তথা গিটারিস্ট মোহিনী ৷

মোহিনী দে'র পোস্ট (সোশাল মিডিয়া)

বৃহস্পতিবার ইন্সটাগ্রাম স্টোরিতে সমালোচনার জবাব দিয়েছেন মোহিনী ৷ তিনি লেখেন, "আমি গত কয়েকদিন ধরেই সাক্ষাৎকার দেওয়ার জন্য প্রচুর ফোন পাচ্ছি ৷ আমি জানি তাঁরা কেন সাক্ষাৎকার নিতে চাইছেন ৷ অত্যন্ত সম্মানের সঙ্গে আমি সকলকে মানা করছি। কারণ গুজবে পাত্তা দেওয়ার মতো সময় আমার নেই। এই ধরনের গুজবে কান দিয়ে নিজের শক্তি ক্ষয় করতে চাই না। আশা করব, আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে গোপনীয়তা রক্ষা করবেন।"

মূলত, রহমানের দলের বেসিস্ট সুরকারের সহযোগী হিসাবে 40টির বেশি শো করেছেন। শুধু রহমানের সহযোগী হিসাবেই নয়, বাংলাদেশের 'উইন্ড অফ চেঞ্জ' এবং 'কোক স্টুডিয়ো ইন্ডিয়া'র অংশ হিসাবেও গিটার বাজাতে দেখা গিয়েছে মোহিনীকে। 2023 সালে মুক্তি পেয়েছিল মোহিনীর নিজস্ব অ্যালবাম। ইনস্টাগ্রামেও প্রায় 5 লাখের উপর ফলোয়ার রয়েছে তাঁর।

একইদিনে বাবা রহমানের বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন ছেলে এআর আমিন ৷ তিনি লেখেন, "আমার বাব একজন লেজেন্ড ৷ সঙ্গীত জগতে তাঁর অবদানের জন্য তিনি শুধু বিখ্যাত হননি ৷ তার সঙ্গে রয়েছে তাঁর ভালোবাসা, মূল্যবোধ যা তিনি দীর্ঘ বছর ধরে অর্জন করেছেন ৷ এটা দেখে সত্যিই খারাপ লাগছে কিছু মিথ্যা গুজব ঘুরে বেড়াচ্ছে ৷" এরপর আমিন বলেন, "দয়া করে সত্যির গুরত্বটা বুঝুন ৷ একজনের ব্যক্তিগত জীবনকে শ্রদ্ধা করুন ৷ দয়া করে ভুল তথ্য ছড়াবেন না ৷ আমাদের ব্যক্তিগত মুহূর্তকে সম্মান করুন ৷"

ABOUT THE AUTHOR

...view details