পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

দীনেশ গুপ্ত'র বায়োপিকে মিঠুন চক্রবর্তী! গুঞ্জন নিয়ে মুখ খুললেন পরিচালক - Mithun Chakraborty - MITHUN CHAKRABORTY

Mithun Chakraborty in Biopic Movie: মানস মুকুল পালের ছবিতে এবার দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে ৷ বিপ্লবী দীনেশ গুপ্তর জীবন কাহিনি পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক মানস মুকুল ৷

Mithun Chakraborty in Biopic Movie
দীনেশ গুপ্ত'র বায়োপিকে মিঠুন চক্রবর্তী! (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 18, 2024, 4:32 PM IST

কলকাতা, 18 জুলাই: টলিউডের বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করতে চলেছেন পরিচালক মানস মুকুল পাল ৷ 2016-তে মুক্তি পাওয়া পরিচালকের প্রথম ছবি 'সহজ পাঠের গপ্পো' সিনেপর্দায় করেছে বাজিমাত ৷ প্রথম ছবিই ঝুলিতে এনে দেয় জাতীয় পুরস্কার ৷ এবার অন্যরকম ছবির পরিকল্পনা পরিচালকের ৷ জানা যায় বিপ্লবী দীনেশ গুপ্তর জীবনকাহিনি বড়পর্দায় তুলে ধরতে আগ্রহ প্রকাশ করেছেন পরিচালক মানস মুকুল ৷ আর সেই ছবিতে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে ৷

তিনি বলেন, "আশা করছি মিঠুন দা থাকছেন আমার এই ছবিতে। শ্যুটিং শুরুর দিন এখনও ঠিক হয়নি। তবে, হবে এর মধ্যেই। কিছু স্বাধীন প্রযোজক রয়েছেন এই ছবির নেপথ্যে। বিগ বাজেটের ছবি। সবই নতুন মুখ প্রায়। তবে, 'সহজ পাঠের গপ্পো'র সামিউল আলম মানে গোপাল খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবে এখানে।" বিপ্লবী দীনেশ গুপ্তর জীবন কাহিনি অবলম্বনে ছবির শুটিং শুরু করার কথা ছিল 2020 সালে। তবে, করোনা অতিমারিতে লকডাউনের কারণে তা স্থগিত হয়। দীনেশ গুপ্তর বায়োপিকে প্রথমে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় করার কথা ছিল। তাঁর প্রয়াণের পর সেখানে অভিনয় করার কথা মিঠুন চক্রবর্তীর।

পাশাপাশি, এই ছবির শুটিং এখনও শুরু না-হলেও শোনা যাচ্ছে, মিঠুনের সঙ্গে দ্বিতীয় ছবি করার কথাও নাকি পরিকল্পনা করে ফেলেছেন পরিচালক মানস ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "আসলে আমার কাছে এরকম কোনও খবর এখনও আসেনি। এলে জানাব। যাঁরা পেয়েছেন বলে ফোন করছেন তাঁদেরকে বলেছি সেই সূত্রকে আমার সঙ্গে আলাপ করিয়ে দিতে।" তিনি আরও বলেন, "আপাতত দীনেশ গুপ্ত নিয়েই পড়ে আছি। অন্য কিছু পরে ভাবব।"

বিপ্লবী দীনেশ গুপ্তর জীবনী নিয়ে ছবির শুটিং কলকাতা ছাড়াও বাংলাদেশের কিশোরগঞ্জ-সহ নানা জায়গায় হবে। পর্দায় তুলে ধরা হবে 1929 থেকে 1931 সাল। সেই সময়ের অবিভক্ত বাংলা, দেশের স্বাধীনতা যুদ্ধে বিপ্লবীদের আত্মত্যাগ— সবই দেখানোর ইচ্ছা পরিচালকের।

প্রসঙ্গত, পরিচালকের প্রথম ছবি 'সহজ পাঠের গপ্পো' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'তালনবমী' অবলম্বনে তৈরি ৷ গোপাল ও ছোটু, দুই ভাইয়ের জীবন সংগ্রামই এই ছবির উপজীব্য। মুখ্য তিন চরিত্রে দেখা যায় স্নেহা বিশ্বাস, সামিউল আলম এবং নূর ইসলামকে ৷

ABOUT THE AUTHOR

...view details