মুম্বই, 30 মে: মির্জাপুর এবং মির্জাপুর 2 দুটি সিজনই সুপার হিট ৷ এই দুই সিজনের পর মির্জাপুরের তৃতীয় সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই । সেই অপেক্ষার দিন শেষ ৷ দর্শকদের মন জয় করতে খুব শীঘ্র আসছে মির্জাপুর সিজন 3 । এই ক্রাইম থ্রিলার সিরিজের তৃতীয় সিজনের মুক্তির তারিখ প্রকাশ্যে এসেছে । শোনা যাচ্ছিল যে মির্জাপুর সিজন 3 জুলাই মাসে মুক্তি পাবে ৷ সেই জল্পনাই সত্যি হল ৷
মির্জাপুর 3 কবে মুক্তি পাবে?
মিডিয়া রিপোর্ট অনুসারে, মির্জাপুর 3 অ্যামাজন প্রাইম ভিডিয়োতে স্ট্রিম হতে চলেছে আগামী 9 জুলাই থেকে । ইতিমধ্যে মির্জাপুর 3-এর নির্মাতা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলের পেজে পঙ্কজ ত্রিপাঠি এবং আলী ফয়জলের পোস্টার শেয়ার করেছে । পোস্টারে আলী ফয়জলকে হাতে একটি লাঠি ও বন্দুক ধরে থাকতে দেখা গিয়েছে। ক্যাপশনে লেখা রয়েছে, "ঠান্ডা থাকুন ৷ তাপমাত্রা এবং মির্জাপুর 3-এর সংলাপ গরম ।" একই সঙ্গে গুড্ডু ভাইয়ার পোস্টারের ক্যাপশনে লেখা রয়েছে, "আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন ৷ মুক্তি পেতে চলেছে মির্জাপুর 3 ।"
আরও পড়ুন:এই পথ যদি না শেষ হয়... 'পঞ্চায়েত' সিজনের জার্নি নিয়ে নয়া চমক পরিচালক দীপকের