পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সইফের ওপর হামলা ! মুম্বই কি নিরাপদ ? মুখ খুললেন দেবেন্দ্র-মমতা - MAMATA BANERJEE ON SAIF ALI KHAN

অভিনেতা সইফ আলি খানের ওপর হামলা ৷ ঘটনায় উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ৷ মুম্বই কি নিরাপদ ? মুখ খুললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ৷

Etv Bharat
সইফের ওপর হামলা প্রসঙ্গে মুখ খুললেন মমতা-দেবেন্দ্র ফড়নবিশ (ফাইল ছবি/এএনআই)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 16, 2025, 3:31 PM IST

হায়দরাবাদ, 16 জানুয়ারি: বাড়িতেই সইফ আলি খানের ওপর দুষ্কৃতি হামলা ৷ গুরুতর আহত সইফের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে ৷ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি বাংলার আইন শৃঙ্খলার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী ৷ অন্যদিকে, মুম্বই নিরাপদ নয়, মানতে নারাজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ৷ তিনি জানান, একটা-দুটো ঘটনার উপর ভিত্তি করে মুম্বই নিরাপদ নয় এমন বলা যায় না ৷ যদিও শিবসেনা নেতা আদিত্য ঠাকরে সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷

এদিন মুখ্যমন্ত্রী মমতা বলেন, "বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সব থেকে ভালো । প্রতিটি রাজ্যেরই নিজস্ব ব্যবস্থা থাকা উচিত । এটা হতবাক করা ঘটনা । আমি সকালেই সোশাল মিডিয়ায় আমার প্রতিক্রিয়া দিয়েছি । শর্মিলা ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের অংশ । তাঁর পরিবারে এমন ঘটনা দুর্ভাগ্যজনক । এর আগেও তো শাহরুখ-সলমনকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল বলে আমি শুনেছি । বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক । আমি জানি না কোনও পরিকল্পনা করা হয়েছে কি না, তবে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত ।"

এদিন সকালেই মুখ্যমন্ত্রী সোশাল মিডিয়ায় এই ঘটনায় অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন ৷ তিনি লেখেন, "সইফ আলি খানের উপর হামলার ঘটনা চিন্তার বিষয় ৷ আমি অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছি ৷ আইনের ওপর ভরসা রাখা দরকার ৷ নিশ্চই যে দোষী তাকে পুলিশ ধরতে পারবে ৷ এই কঠিন সময়ে আমি শর্মিলা দি, করিনা কাপুর ও পুরো পরিবারের পাশে রয়েছি ৷"

এই ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ৷ তিনি বলেন, "পুলিশের তরফে সকল তথ্য সামনে আনা হচ্ছে ৷ কি ধরনের হামলা, কে করেছেন, কেন করেছেন তা তদন্ত করে পুলিশ জানাবে ৷" এরপরেই মুম্বই নিরাপদ স্থান বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "মুম্বই সবচেয়ে নিরাপদ স্থান ৷ এই বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ একটা বা দুটো বিচ্ছিন্ন ঘটনার জন্য মুম্বই নিরাপদ নয় এমন বলা যায় না ৷ তার সঙ্গে এটাও ঠিক, এমন ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ও সাবধান হওয়া উচিত ৷"

অন্যদিকে, মহারাষ্ট্রের আইন ব্যবস্থা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে ৷ তিনি এক্স হ্যান্ডেলে বলেন, "সইফ আলি খানের ওপর হামলার ঘটনা হতবাক করার মতো ৷ তিনি ভালো আছেন এই খবর নিশ্চিন্ত হওয়া গিয়েছে ৷ প্রার্থণা করি তিনি দ্রুত সেরে উঠুন ৷" এরপরেই বিরোধী দল তথা মহারাষ্ট্র সরকারকে একহাত নিয়েছেন শিব সেনা নেতা ৷ তিনি লেখেন, "যেভাবে এই ঘটনা ঘটেছে তা মহারাষ্ট্রের আইন-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে ৷ বিগত তিন বছর ধরে হিট অ্যান্ড রান কেস, অভিনেতা-রাজনীতিবিদদের প্রাণনাশের হুমকির মতো ঘটনা দেখিয়ে দিচ্ছে সরকার অপরাধ দমনে ব্যর্থ ৷ আইন-শাসন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ ৷ এই সরকারে এমন কেউ আছেন যিনি নাগরিকের নিরাপত্তা নিয়ে চিন্তা ভাবনা করেন ?"

ইতিমধ্যেই হাসপাতালে তরফে অভিনেতার স্বাস্থ্য নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন চিকিৎসক নীতিন ডাঙ্গে ৷ তিনি জানিয়েছেন, কীভাবে অভিনেতার শিরদাঁড়ার পাশ থেকে 2.5 ইঞ্চির ছুরির ফলা উদ্ধার করা হয়েছে ৷ পাশাপাশি হাতে-ঘাড়ে জখম হওয়া জায়গায় প্লাস্টিক সার্জারিও করা হয়েছে ৷ বর্তমানে অভিনেতাকে আইসিইউ-তে রাখা হয়েছে ৷ 24 ঘণ্টা সইফের ওপর চিকিৎসকদের নজরদারি থাকবে বলে জানানো হয়েছে ৷ পাশাপাশি, সইফকে দেখতে হাসপাতালে যান স্ত্রী করিনা কাপুর খান, ছেলে ইব্রাহিম আলি খান, মেয়ে সারা আলি খান, করিশ্মা কাপুর, পরিচালিক সিদ্ধার্থ আনন্দ ৷

ABOUT THE AUTHOR

...view details