কলকাতা, 29 অক্টোবর: রাত পোহালেই ভূত চতুর্দশী। তারপরে কালীপুজো। টালিগঞ্জের করুণাময়ী কালীমন্দিরে প্রতি বছরই মহাসমারোহে পুজো অনুষ্ঠিত হয় কুমারী পুজো সহযোগে। এবার পুজো 31 অক্টোবর রাত সাড়ে 9 টায়। তার আগেই মা করুণাময়ীর আদলে জীবন্ত কালীকে সকলের সামনে একটি ভিডিয়োর মাধ্যমে সামনে আনলেন শিল্পী পঙ্কজ বিশ্বাস।
তুলির টানে প্রাণবন্ত করলেন মাকে ৷ কালীপুজোর আগে বড় চমক দিলেন মেকআপ আর্টিস্ট পঙ্কজ বিশ্বাস। তুলির নিখুঁত টানে জীবন্ত কালীকে আঁকলেন, তাঁকে সাজালেন। যা দেখে হতবাক ভক্তেরা। টানা কয়েক ঘণ্টা ধরে মেকআপ করেছেন পঙ্কজ।
জীবন্ত মা কালী (PR Handout) শিল্পী বলেন, "বহুদিন থেকে ইচ্ছা ছিল মা কালীকে নিয়ে একটা প্রজেক্ট করার। তুলির টানে মা কালীকে প্রাণবন্ত করার ইচ্ছা ছিল। সেই ইচ্ছা থেকেই এই প্রচেষ্টা। ভালো লাগছে এই প্রজেক্টটা সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানাতে চাই।"
মা কালী রূপ দেওয়ার নেপথ্যের ভিডিয়ো (PR Handout) মা কালীর সাজে সেজেছেন মডেল অনামিকা রায় মণ্ডল এবং মহাদেবের চরিত্রে তন্ময় মণ্ডল। কেশসজ্জায় রঞ্জিতা মল্লিক। পোশাক সরবরাহ করেছে মন্দির কর্তৃপক্ষ। অনামিকাকে সাজানোর জন্য ব্যবহৃত হয়েছে পঙ্কজের স্টুডিয়ো। ভিডিয়ো পরিচালনা করেছেন খোদ শিল্পী পঙ্কজ। টালিগঞ্জের করুণাময়ী কালীমন্দিরের ইতিহাস তুলে ধরার চেষ্টা হয়েছে এই ভিডিয়োতে। একইসঙ্গে গানের উপস্থিতি ভিডিয়োর মান বাড়িয়েছে।
পঙ্কজ বিশ্বাসের টিম (PR Handout) এই ব্যাপারে অনামিকা এবং তন্ময়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে, তাঁদের এই ধৈর্যকে সাধুবাদ দিতেই হয়। এত ঘণ্টার মেকআপ জার্নি এবং চড়া মেক আপ নিজের শরীরে বহন করা কোনও সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়।এই কাজের জন্য শিল্পীকে সাধুবাদ দিয়েছেন মন্দিরের বর্তমান ট্রাস্টি অশোক রায়চৌধুরী ৷