কলকাতা, 12 ফেব্রুয়ারি:জাদুর দুনিয়ায় আরেক উজ্জ্বল নক্ষত্র সুবীর সরকার। রবিবার সন্ধে 6টা 38মিনিটে প্রয়াত হন তিনি। আর 'গিলি গিলি ছু'তে...সত্যিই ভ্যানিশ হবে না। গতকাল মৃত্যু হল জাদুকর সুবীর সরকারের ৷ তাঁর বয়স হয়েছিল 81 বছর। বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কন্যা শান্তালি সরকার। লেক গার্ডেন্সের বাড়িতেই গতকাল মারা যান 'রত্ন শিরোমণি' পুরস্কারপ্রাপ্ত জাদুকর সুবীর সরকার। জাদুসম্রাট পিসি সরকারের (সিনিয়র) ছাত্র ছিলেন তিনি।
এদিন তাঁর কন্যা শান্তালির কাছ থেকেই জানা যায়, ইন্দিরা গান্ধি থেকে শুরু করে রাহুল গান্ধি, মেনকা গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, প্রণব মুখোপাধ্যায় পর্যন্ত তাঁর ম্যাজিকের প্রশংসা করেছেন। একসময় দিল্লির রাস্তাতে চোখ বন্ধ করে স্কুটার চালাতেন। দিল্লির রাস্তায় আরও নানা চমকপ্রদ ম্যাজিক দেখিয়েছেন তিনি। শান্তালি বলেন, "বাবা চিরকালই প্রচারবিমুখ ছিলেন। বাবাকে দিল্লির শশী কাপুর বলা হত এক সময়। মহাজাতি সদনে 1981-82 সালে বাবার শো দেখতে উপচে পড়ত ভিড়। ব্ল্যাক হত টিকিট। বয়সের কারণে বছর দশেক আগে থেকেই ম্যাজিক দেখানো ছেড়ে দিয়েছিলেন বাবা।"