ETV Bharat / entertainment

কাঞ্চনকে ভূতে ধরেছে! অভিনেতার খপ্পরে কে কে পড়লেন? - KANCHAN MULLICK

এবার ভূতের চরিত্রে অভিনেতা কাঞ্চন মল্লিক ৷ প্রকাশ্যে এসেছে অভিনেতার চমকে দেওয়ার মতো ঝলক ৷

Etv Bharat
অভিনেতাদের প্রথম ঝলক (PR Handout)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 19, 2024, 7:18 PM IST

কলকাতা, 19 নভেম্বর: বেশ কিছুদিন ধরে ব্যস্ত রয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক ৷ তাঁর ও শ্রীময়ীর জীবনে এসেছে নতুন সদস্য কৃষভি ৷ প্রায় সোশাল মিডিয়ায় বাড়ির সেই সব ভিডিয়ো-ছবি দেখা যায় সামাজিক মাধ্যমে ৷ এরই মধ্যে মুক্তি পেতে চলেছে কাঞ্চনের নতুন একটি ছবি ৷

এক ঝাঁক তারকা নিয়ে আসছে নতুন ভূতের গল্প 'ভূতের পাল্লায় ভূতনাথ'। প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক। ভূতেদের সঙ্গে নিয়ে মজার আসর বসাবে 'এসবিএ ফিল্ম'-এর 'ভূতের পাল্লায় ভূতনাথ'। ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুমকি চট্টোপাধ্যায়, প্রোডাকশন কন্ট্রোলার স্নেহাশিস চট্টোপাধ্যায়।

বিভিন্ন চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, আরিয়ান ভৌমিক, মানসী সিনহা , রাজু মজুমদার, তরঙ্গ সরকার। এছাড়াও রয়েছেন বাংলা থিয়েটারের চেনা মুখ সন্দীপ চট্টোপাধ্যায়, সুমন্ত রায়, নবাগতা অভিনেত্রীদের মধ্যে রয়েছেন অন্বেষা চট্টোপাধ্যায়। ছবিতে রয়েছে দুটি ভিন্ন স্বাদের গান যার গীতিকার বিদিশা চট্টোপাধ্যায় স্বয়ং।

মাত্র 23 বছর বয়সী আইনজীবি তথা পরিচালক এই ছবি নিয়ে জানিয়েছেন, "সপরিবারে দেখার মতো একটি ভিন্ন স্বাদের মজার হাসির ভূতের ছবি হতে চলেছে এটি। বাংলা থিয়েটারের সঙ্গে বাংলা চলচ্চিত্র জগতের মেলবন্ধন হল এই ছবির মূল স্লোগান।"

ছবিতে আরিয়ান ভৌমিককে দেখা যাবে ভিন্ন ধারার চরিত্রে। কাঞ্চন মল্লিক রয়েছেন একটি ভূতের চরিত্রে এবং খরাজ মুখোপাধ্যায়কে দেখা যাবে এক সুদখোর মহাজনের ভূমিকায় ৷ অন্যদিকে মানসী সিনহাকে নাকি দেখা যাবে এক ঝগড়ুটে বউয়ের চরিত্রে। সন্দীপ চট্টোপাধ্যায় থাকবেন মজার ব্যবসায়ীর ভূমিকায়।

আগামী ২২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। মূলত সমস্ত স্বাদের দর্শককে হলমুখী করাই ছবির মূল মন্ত্র বলে জানিয়েছেন পরিচালক।

কলকাতা, 19 নভেম্বর: বেশ কিছুদিন ধরে ব্যস্ত রয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক ৷ তাঁর ও শ্রীময়ীর জীবনে এসেছে নতুন সদস্য কৃষভি ৷ প্রায় সোশাল মিডিয়ায় বাড়ির সেই সব ভিডিয়ো-ছবি দেখা যায় সামাজিক মাধ্যমে ৷ এরই মধ্যে মুক্তি পেতে চলেছে কাঞ্চনের নতুন একটি ছবি ৷

এক ঝাঁক তারকা নিয়ে আসছে নতুন ভূতের গল্প 'ভূতের পাল্লায় ভূতনাথ'। প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক। ভূতেদের সঙ্গে নিয়ে মজার আসর বসাবে 'এসবিএ ফিল্ম'-এর 'ভূতের পাল্লায় ভূতনাথ'। ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুমকি চট্টোপাধ্যায়, প্রোডাকশন কন্ট্রোলার স্নেহাশিস চট্টোপাধ্যায়।

বিভিন্ন চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, আরিয়ান ভৌমিক, মানসী সিনহা , রাজু মজুমদার, তরঙ্গ সরকার। এছাড়াও রয়েছেন বাংলা থিয়েটারের চেনা মুখ সন্দীপ চট্টোপাধ্যায়, সুমন্ত রায়, নবাগতা অভিনেত্রীদের মধ্যে রয়েছেন অন্বেষা চট্টোপাধ্যায়। ছবিতে রয়েছে দুটি ভিন্ন স্বাদের গান যার গীতিকার বিদিশা চট্টোপাধ্যায় স্বয়ং।

মাত্র 23 বছর বয়সী আইনজীবি তথা পরিচালক এই ছবি নিয়ে জানিয়েছেন, "সপরিবারে দেখার মতো একটি ভিন্ন স্বাদের মজার হাসির ভূতের ছবি হতে চলেছে এটি। বাংলা থিয়েটারের সঙ্গে বাংলা চলচ্চিত্র জগতের মেলবন্ধন হল এই ছবির মূল স্লোগান।"

ছবিতে আরিয়ান ভৌমিককে দেখা যাবে ভিন্ন ধারার চরিত্রে। কাঞ্চন মল্লিক রয়েছেন একটি ভূতের চরিত্রে এবং খরাজ মুখোপাধ্যায়কে দেখা যাবে এক সুদখোর মহাজনের ভূমিকায় ৷ অন্যদিকে মানসী সিনহাকে নাকি দেখা যাবে এক ঝগড়ুটে বউয়ের চরিত্রে। সন্দীপ চট্টোপাধ্যায় থাকবেন মজার ব্যবসায়ীর ভূমিকায়।

আগামী ২২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। মূলত সমস্ত স্বাদের দর্শককে হলমুখী করাই ছবির মূল মন্ত্র বলে জানিয়েছেন পরিচালক।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.