পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'আগে দেশ তারপরে সবকিছু...' রেজওয়ানা চৌধুরীর অনুষ্ঠান বাতিলের দাবি - MUSICAL PROGRAMME

মধ্যমগ্রামে বাংলাদেশি গায়িকা রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বাতিল করার দাবি ৷ পোস্ট সোশাল মিডিয়ায় ৷

Etv Bharat
রেজওয়ানা চৌধুরী বন্যা (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 5, 2024, 5:58 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর: বাংলাদেশি গায়িকা রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বাতিল করার দাবি উঠেছে উত্তর 24 পরগণার মধ্যমগ্রামে। 28 ডিসেম্বর থেকে মধ্যমগ্রামে শুরু হওয়ার কথা 'পরিবেশ সচেতনতা মেলা'র। সেখানেই গান গাইতে আসার কথা ছিল বাংলাদেশি গায়িকার ৷

মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ ফেসবুক পেজে লেখা হয়- "একজন ভারতীয় নাগরিক হিসেবে মধ্যমগ্রাম পুরসভার কাছে আবেদন জানাচ্ছি, আগামী 28 ডিসেম্বর মধ্যমগ্রাম পরিবেশ মেলায় বাংলাদেশের শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গান পরিবেশনা অবিলম্বে বাতিল করুন। বাংলাদেশের কোনও শিল্পীকে প্লিজ কোনও অনুষ্ঠান করতে দেবেন না। আগে দেশ, তার পর সব কিছু।"

পেজের অ্যাডমিন রূপক দে ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে। ভারতের জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে ওখানে। এই পরিস্থিতিতেও আমাদের দেশের শিল্পীরা, বুদ্ধিজীবিদের কোনও প্রতিবাদ করতে দেখছি না। আমাদের কাছে জাতীয়তাবোধ আগে। এটা সার্বভৌমিকতার প্র‍শ্ন। তাই আমরা বাংলাদেশের শিল্পীর অনুষ্ঠান নিয়ে আপত্তি জানাচ্ছি। আমরা মধ্যমগ্রাম পৌরসভাকেও বিষয়টা বিবেচনা করে দেখতে বলেছি।"

মধ্যমগ্রাম পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পঙ্কজ কান্তি দে জানিয়েছেন, "মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ নামে একটি ফেসবুক পেজ রয়েছে। তারাই রেজওয়ানার অনুষ্ঠান বাতিলের দাবি জানিয়েছে। রেজওয়ানা শুধু ওপারের নয় এপারের এবং সারা বিশ্বের কাছে জনপ্রিয় শিল্পী। তাঁকে এভাবে সরিয়ে দেওয়ার দাবি সঠিক নয়। উনি অনেকদিন ধরে এ দেশেই আছেন। আমাদের চেয়ারম্যান জানিয়েছেন প্রাথমিকভাবে শিল্পীদের নাম ঠিক হয়েছিল। কিছুই স্থির হয়নি এখনও।"

মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ স্পষ্ট জানিয়েছেন, "রেজওয়ানার অনুষ্ঠান বাতিলের কোনও প্রশ্নই নেই। শিল্পীদের নিয়ে বিভাজনের কোনও জায়গাই নেই।" উল্লেখ্য, প্রতি বছরই এই মেলার আয়োজন করে মধ্যমগ্রাম পুরসভা। মেলার কয়েকটা দিন সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলকাতা সহ মুম্বইয়ের শিল্পীরাও এসে অনুষ্ঠান পরিবেশন করে থাকেন।

চলতি বছর উদ্বোধনী সন্ধ্যায় গান গাওয়ার কথা ছিল বাংলাদেশের বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার। তিনি শুধু ওপার বাংলার শিল্পী হিসেবে জনপ্রিয় নন। এপার বাংলা সহ বিশ্বের নানা প্রান্তে তাঁর ব্যাপ্তি। কিন্তু তাঁর নামের সঙ্গে বাংলাদেশের নাম জুড়ে থাকার কারণেই বিপাকে পড়তে হল তাঁকে।

ABOUT THE AUTHOR

...view details