পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

রূপালী দু'মুখো! 'অনুপমা' শো ছাড়ার সেটাই কি কারণ? বিস্ফোরক মাদালসা - ANUPAMAA SERIAL

চারবছর ধরে চলছে 'অনুপমা' ধারাবাহিক ৷ জনপ্রিয় সিরিয়াল ইতিমধ্যেই অনেক তারকা ছেড়েছেন ৷ কি বলছেন কাভ্যা অর্থাৎ মাদালসা শর্মা চক্রবর্তী ৷

Etv Bharat
'অনুপমা' ধারাবাহিকের দুই মূল চরিত্র (সোশাল মিডিয়া)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 28, 2024, 2:33 PM IST

হায়দরাবাদ, 28 অক্টোবর: জনপ্রিয় ধারাবাহিক 'অনুপমা'র শুটিং সেটে টক্সিক কালচার নিয়ে নানা বিতর্ক শুরু হয়েছে ৷ একে একে জনপ্রিয় অনেক চরিত্র সরে এসেছেন ধারাবাহিক থেকে ৷ ধারাবাহিক ছেড়েছেন কাভ্য়া চরিত্রে পরিচিতি পাওয়া মাদালসা শর্মা চক্রবর্তীও ৷ সম্প্রতি এক পডকাস্টে সাক্ষাৎকারের সময় তিনি 'অনুপমা' খ্যাত রূপালী গঙ্গোপাধ্যায়কে "দু'মুখো" বলেছেন ৷ তারজন্যই কি তিনি এক নম্বর ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন ? খোলসা করলেন সব বিতর্কের ৷

গল্পের মোড়কে অনেক পুরনো চরিত্র বিদায় নিয়েছে, এসেছে অনেক নতুন চরিত্র ৷ তবে পরপর সুধাংশু, পারস, নীধি ধারাবাহিক ছেড়ে দেন ৷ গুঞ্জন ওঠে সেটে বেশ কিছু মানুষের খারাপ আচরণ শো-ছাড়ার নেপথ্যের কারণ ৷ আবার উঠে আসে রূপালীই নাকি এর মূল কারণ ৷ এরই মধ্যে শো ছাড়েন কাভ্যা অর্থাৎ মাদালসাও ৷ কেন তিনি শো ছাড়লেন, প্রশ্ন তোলেন অনুরাগীরা ৷

সম্প্রতি বেশকিছু পডকাস্টে এই বিষয়ে মুখ খুলেছেন মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ ৷ এক সাক্ষাৎকারে মাদালসা রূপালীকে দু'মুখো (Two-Faced) বলে অভিহিত করেন ৷ কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, 'অনুপমা' সেটে রূপালীর সঙ্গে প্রফেশনাল সম্পর্ক ছিল তাঁর ৷ তবে তিনি সামনে যেমন নিজেকে দেখান, তেমন তিনি নন ৷ মাদালসার পিছনে তাঁকে নিয়ে এমন কিছু কথা রূপালী বলেছেন যা তাঁর ভালো লাগেনি ৷

তিনি আরও জানান, যেহেতু তিনি জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেন এবং এই কাস্টের সঙ্গে কাজ করতে হবে তাই তিনি সরাসরি রূপালীর সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলেন ৷ যাবতীয় ভুল বোঝাবুঝি শেষ করেন ৷ সিরিয়াল ছাড়ার কারণ হিসাবে মাদালসা আরও জানান, দীর্ঘ সময় ধরে তাঁর চরিত্রে তেমন পরিবর্তন আসছিল না ৷ একঘেয়ে হয়ে যাচ্ছিল বিষয়টা ৷ চারবছর ধরে কাভ্যা চরিত্রে নিজের সেরাটা উপহার দিয়েছেন তিনি ৷ আর নতুন কিছু দিতে পারছিলেন না ৷ তাই দীর্ঘ সময় ধরে শো ছাড়ার পরিকল্পনা করছিলেন ৷

তিনি যে শো ছাড়বেন এই কথা ছ'মাস আগেই পর্দার 'বাপুজি' অর্থাৎ অরবিন্দ বৈদ্যর সঙ্গে শেয়ার করেন ৷ এরপর পরিবারের সঙ্গে কথা বলে প্রযোজক রাজন শাহকে বিষয়টি জানান ৷ তিনিও সম্মতি দেন ৷ এরপরেই কেরিয়ারের স্বার্থে টেলিভিশনের একনম্বর ধারাবাহিক 'অনুপমা' শো ছাড়েন কাভ্যা অর্থাৎ মাদালসা শর্মা ৷ পাশাপাশি তিনি এও জানিয়েছেন, রূপালীকে তিনি মিস করেন না ৷ তবে সেটে যাওয়া, সকলের সঙ্গে হাসি-মজা মিস করেন ৷

2020 সালে হিন্দি ধারাবাহিক 'অনুপমা'-র পথ চলা শুরু হয় ৷ লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা জনপ্রিয় ধারাবাহিক 'শ্রীময়ী'-র হিন্দিরূপ অনুপমা ৷ রাজন শাহি প্রযোজিত এই ধারাবাহিক টিআরপি তালিকা শুরু থেকেই রয়েছে একনম্বরে ৷ রূপালী গঙ্গোপাধ্যায় অর্থাৎ অনুপমার পাশাপাশি ধারাবাহিকে দর্শকদের মন জয় করে নেন সুধাংশু পাণ্ডে (বনরাজ শাহ), মাদালশা শর্মা (কাভ্যা শাহ), গৌরব খান্না (অনুজ), পারস কালনাওয়াট (সমর), মুসকান বাম্মে (পাখি), নীধি শাহ (কিঞ্জল)-সহ আরও নানান চরিত্র ৷

ABOUT THE AUTHOR

...view details