কলকাতা, 15 ফেব্রুয়ারি: সুরের দুনিয়ায় কালো দিন 15 ফেব্রুয়ারি ৷ আজ, শনিবার প্রয়াত হয়েছেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ৷ এই তারিখেই সুরের ভুবন ছেড়ে পাড়ি দিয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ী ৷ তাঁরা আজও জনমননে বিরাজ করছেন ৷ তিন জনের গানের ধরন আলাদা ৷ কেউ বাংলা আধুনিক ও ছায়াছবির গান, কেউ বা বাউল সঙ্গীত এবং জীবনমুখী গানে শ্রোতাদের মন জয় করেছেন, সেই জনপ্রিয়তা সমান ৷
2022 সালের 15 ফেব্রুয়ারি মঙ্গলবার ৷ সন্ধ্যা 7.30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আধুনিক বাংলা গানের কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ৷ তখন তাঁর বয়স 90 বছর ৷ এদিন অনিয়মিত হৃদস্পন্দনের জন্য শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ সঙ্কটজনক অবস্থায় সন্ধ্যা মুখোপাধ্যায়কে স্থানান্তরিত করা হয় আইসিইউতে ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ গত শতকের ছ-সাতের দশকে জনপ্রিয় নায়িকা সুচিত্রা সেনের লিপে তাঁর গাওয়া 'এ শুধু গানের দিন...' থেকে 'গানে মোর কোন ইন্দ্রধনু...'র মতো গানগুলি ব্যাপক জনপ্রিয় হয়েছিল ৷ এই একবিংশ শতকের প্রজন্মের কাছেও সেগুলি সমান সমাদৃত ৷
দীর্ঘ প্রায় 70 বছরের সঙ্গীত জীবনে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের সংখ্যা অজস্র ৷ কাজ করেছেন হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, শচীনদেব বর্মন, আরসি বরালের মতো কিংবদন্তি সুরকারদের সঙ্গে ৷ গেয়েছেন আধুনিক গান, কাজ করেছেন অসংখ্য বাংলা ছায়াছবিতে ৷ বাংলার পাশাপাশি কাজ করেছেন হিন্দি ভাষাতেও ৷ 17টি হিন্দি ছবিতে গান গেয়েছেন সন্ধ্যা ৷ এছাড়া শাস্ত্রীয় সঙ্গীত, ভক্তিগীতি, রবীন্দ্র সংগীত, নজরুল গীতিও গেয়েছেন শিল্পী ৷