হায়দরাবাদ, 7 অগস্ট:জন্মদিন উদযাপন অধরা থেকে বার্থডে উইশ বা গান ছাড়া ৷ প্রিয় বন্ধু বা কাছের মানুষের বিশেষ এই দিন সেলিব্রেশনে বাজাতেই হয় 'হ্যাপি বার্থডে টু ইউ' গান ৷ দীর্ঘ সময় ধরে চলে আসা এই গান কোথা থেকে এসেছে কখনও জানার চেষ্টা করেছেন ৷ কিংবা এই গানে সুর কে দিয়েছেন জানেন? চলুন বিশেষ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক বার্থডে গানের নানা রোমহর্ষক জার্নির কথা ৷
সময়টা 19 শতক ৷ আমেরিকায় দুই বোন থাকতেন ৷ তাঁদের নাম প্যাট্টি ও মিলড্রেড হিল ৷ তাঁরা দুজনে মিলে একটা গান তৈরি করে যার নাম 'গুড মর্নিং টু অল' ৷ তাঁরা কিন্ডারগার্গেন বাচ্চাদের জন্য এই গান তৈরি করেন ৷ তবে ইংরেজি ভাষায় সবচেয়ে জনপ্রিয় গান হিসাবে তাঁদের এই সৃষ্টি যে স্বীকৃতি পাবে কে জানত! 20 শতকের গোড়ার দিকে গানটি জন্মদিনের শুভেচ্ছা হিসেবে জনপ্রিয়তা লাভ করে। গানের কথাগুলোকে 'হ্যাপি বার্থডে টু ইউ'তে পরিবর্তন করা হয় ৷ তারপর বাকিটা ইতিহাস!
হিল বোনদের গল্প শুরু হয় লুইসভিলে, আমেরিকার কেনটাকিতে ৷ যেখানে তাঁরা সঙ্গীত ব্যবহার করে উদ্ভাবনী শিক্ষার পদ্ধতি তৈরি করেছিল। 1893 সালে, তাঁরা একটি গানের বই প্রকাশিত করেন ৷ যেখানে পরিচিত গানের কথা তুলে ধরা হয় ৷ 1901 সালে 'হ্যাপি বার্থডে টু ইউ' লিরিক্স প্রথম ছাপার অক্ষরে প্রকাশিত হয় ৷ 1911 সালে প্রথমবার গানের সঙ্গে সুর দিয়ে গাওয়া হয় ৷ 1930 সাল নাগাদ গানটি জনপ্রিয়তা লাভ করে ৷ তবে সামনে আসে কপিরাইটের সমস্যা ৷