পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

লাপাতা লেডিসের অডিশনে আমিরকে রিজেক্ট, কিরণের পছন্দ রবি কিষাণ

Kiran Rao Rejected Aamir Khan's Audition: কিরণ রাওয়ের ছবি লাপাতা লেডিসে একজন পুলিশের ভূমিকার জন্য অডিশন দিয়েছিলেন আমির খান । তবে তাঁকে প্রত্যাখ্যান করেন কিরণ রাও ৷ তিনি সেই চরিত্রের জন্য বেছে নেন রবি কিষাণকে ৷

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 1:49 PM IST

ETv BAHRAT
ETv BAHRAT

হায়দরাবাদ, 4 ফেব্রুয়ারি:চলচ্চিত্র নির্মাতা কিরণ রাও তাঁর ফিল্ম লাপাতা লেডিসের অডিশনে ফেল করিয়ে দিয়েছেন তাঁর প্রাক্তন স্বামী আমির খানকে ৷ ওই ছবির কাস্টিংয়ের জন্য কিরণের পছন্দ রবি কিষাণকে ৷ ধোবি ঘাট ফিল্ম দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশের পর থেকে 14 বছরের বিরতির পরে ফের পরিচালনায় প্রত্যাবর্তন করছেন কিরণ রাও ৷ লাপাতা লেডিসে শ্যাম মনোহর নামে রোগাপাতলা এক পুলিশকর্মীর ভূমিকায় কেন তিনি রবিকে নিতে চাইছেন তা খোলসা করেছেন কিরণ ৷

একটি সাম্প্রতিক সাক্ষাত্কারে কিরণ এই কাস্টিং সিদ্ধান্তের প্রেক্ষাপট শেয়ার করেছেন । লাপাতা লেডিসের প্রযোজক আমির খান এই ছবিতে একটি চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন । যদিও কিরণ হাসতে হাসতে বলেন যে, তিনি রবি কিষাণের অডিশনে মোহিত হওয়ার পরে আমিরকে ওই চরিত্রের জন্য রিজেক্ট করেছিলেন ৷

পোশাক এবং মেকআপ পরীক্ষা-সহ আমির যথেষ্ট ডেডিকেটেড থাকলেও, প্রয়োজনীয় চরিত্রের জন্য রবিকে বেশ রিফ্রেশিং বলে মনে হয়েছে কিরণের । তাঁর মতে, আমির যখন একটি ভূমিকায় থাকে, তখন এটি নির্দিষ্ট প্রত্যাশা থাকে তাঁর উপর, যেখানে কিষাণ বিস্ময়ের একটি উপাদান আনে, যেটা বেশ মনে ধরেছিল কিরণের ৷ এই গল্প বলতে গিয়ে মজার ছলে কিরণ বলেন, "আমি আমির খানকে প্রত্যাখ্যান করেছি ।"

তাঁকে প্রত্যাখ্যান পরেও আমির এ ক্ষেত্রে কিরণের সিদ্ধান্তের পক্ষে ছিলেন ৷ মিস্টার পারফেকশনিস্ট বুঝতে পেরেছিলেন যে, কিষাণের অনন্য পদ্ধতি চরিত্রটির প্রতি সুবিচার করবে । কিরণ অডিশনের সময় আমিরের প্রশংসনীয় অভিনয়ের কথা বলতে ভোলেননি ৷ কিরণের কথায়, "ও সত্যিই ভালো ৷"

লাপাতা লেডিসে নানা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রতিভা রান্তা, স্পর্শ শ্রীবাস্তব এবং নিতানশী গোয়েল । 2023 সালের আট সেপ্টেম্বর এই ছবির গ্র্যান্ড প্রিমিয়ার হয় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৷ 2001 সালের গ্রামীণ ভারত তুলে ধরা হয়েছে লাপাতা লেডিসে ৷ একটি ট্রেন থেকে দু'জন বধূ নিখোঁজ হওয়ার গল্প ঘিরে আবর্তিত হয়েছে ছবিটি ৷

আরও পড়ুন:

  1. ক্যাটকে ছাড়তে মুম্বই বিমানবন্দরে ভিকি, সেলেব দম্পতির প্রেম দেখে আপ্লুত ভক্তরা
  2. রন্ধ্রে রন্ধ্রে ক্রিকেট, 'অরণ্যর প্রাচীন প্রবাদ' নিয়ে উচ্ছ্বসিত জিতু
  3. আইনি বৈধতা নিয়েই সঙ্গীতজগতে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স ব্যবহার করা উচিত, মত রহমানের

ABOUT THE AUTHOR

...view details