মুম্বই, 23 সেপ্টেম্বর: অস্কারের মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে চলেছে 'লাপাতা লেডিজ' ৷ সোমবার ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া (FFI)-র তরফে এমন ঘোষণা সামনে আসার পরেই উচ্ছ্বসিত পরিচালক-প্রযোজক, চিত্রনাট্যকার কিরণ রাও ৷ 97 অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে ভারতের তরফে অফিসিয়ালি এন্ট্রি হয়েছে এই ছবির ৷ পরিচালকের আশা, দেশের মাটিতে এই ছবি যেমন মন ছুঁয়ে গিয়েছে, তেমন যেন বিশ্ব দরবারে সকলের ভালোবাসা কুঁড়িয়ে নেয় ৷
এদিন ফেডারেশনের তরফে ঘোষণা করা হয়েছে, 'লাপাতা লেডিজ' ছবিতে ইউনিক গল্প বলার ধরন দর্শক ও সমালোচক, সকলের মনে ছাপ ফেলেছে ৷ তাই ভারতের হয়ে অস্কারের মঞ্চে প্রতিনিধিত্ব করবে কিরণের ছবি ৷ কিরণ রাও ও জ্যোতি দেশপাণ্ডের সঙ্গে যৌথ উদ্যোগে ছবি প্রযোজনা করেছেন আমির খানও ৷ প্রথম প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পেলেও দর্শকদের সাড়া মেলেনি ৷ পাশা উল্টে যায় যখন এই ছবি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় ৷
ফরেন ল্যাঙ্গুয়েজ বিভাগে লাপাত লেডিজ মনোনীত হতেই নিজের আবেগ ধরে রাখতে পারেননি পরিচালক কিরণ ৷ সোশাল মিডিয়ায় প্রকাশ করেন উচ্ছ্বাস ৷ তিনি জানিয়েছেন, "আমি সত্যিই গর্বিত ও আনন্দিত এই খবরে ৷ আমাদের ছবি লাপাতা লেডিজ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ভারতের তরফে অফিসিয়ালি এন্ট্রি পেয়েছে ৷ আমাদের পুরো টিমের এতদিনের অক্লান্ত পরিশ্রম যেন সার্থকতা পেল ৷ আমি সিলেকশন কমিটিতে মন থেকে ধন্যবাদ দিতে চাই ৷ সেই সকল ব্যক্তিদের ধন্যবাদ জানাতে চাই যাঁরা এই ছবির প্রতি বিশ্বাস ও ভালোবাসা দেখিয়েছেন ৷"