পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'শ্রীরাম রাঘবনের সঙ্গে কাজ করা কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ', স্বীকারোক্তি ক্যাটরিনার - মেরি ক্রিসমাস

Merry Christmas Movie: 'মেরি ক্রিসমাস' ছবিতে গ্ল্যামারাস অভিনেত্রী ক্যাটরিনা কাইফ নিজেকে মেলে ধরেছেন অন্যরকমভাবে ৷ কেন এমন চরিত্র বেছে নিয়েছিলেন তিনি, পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে উঠে এল উত্তর ৷

Etv Bharat
'মেরি ক্রিসমাস' ছবির পোস্টার

By PTI

Published : Jan 20, 2024, 9:59 PM IST

নয়াদিল্লি, 20 জানুয়ারি: অ্যাকশনধর্মী ছবির পরেই রহস্য ও ধাঁধায় মোড়ানো ছবি দর্শকদের উপহার দেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ৷ শ্রীরাম রাঘবনের সঙ্গে কাজ করা তাঁর ফিল্মি কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি ৷ সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে 'মেরি ক্রিসমাস' ছবির সাফল্য ও নিজের কেরিয়ার নিয়ে কথা বললেন 'এক থা টাইগার'-এর জোয়া তথা ক্যাটরিনা ৷

'এক হাসিনা থি', 'জনি গদ্দর', 'বদলাপুর' ও 'অন্ধাধুন'-এর মতো থ্রিলার ছবি উপহার দিয়েছেন শ্রীরাম রাঘবন ৷ তাঁর সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করার ইচ্ছে ছিল ক্যাটরিনার ৷ মেরি ক্রিসমাস সেই স্বপ্ন পূরণ করেছে ৷ অভিনেত্রী বলেন, "শ্রীরাম স্যারের কাজের আমি বড় অনুরাগী ৷ তিনি যে ধরনের ছবি বানান আমার তা ভালোলাগে ৷ তিনি পর্দায় যে চরিত্রগুলিকে তুলে ধরেন প্রত্যেকের স্বতন্ত্র গুরুত্ব থাকে ৷ আমিও তাঁর গাইড্যান্সে তেমন কাজই করতে চেয়েছিলাম ৷ যে কাজ আর পাঁচটা চরিত্রগুলোর থেকে আলাদা হবে ৷ অভিনয়সত্তাকে এক্সপ্লোর করতে সাহায্য করবে ৷ একজন অভিনেতা হিসাবে তিনি আমার থেকে সেরা বের করে নেওয়ার চেষ্টা সবসময় করেছেন ৷"

ছবিতে ক্যাটরিনার চরিত্রের নাম মারিয়া ৷ তাঁকে দেখা গিয়েছে দক্ষিণী তারকা বিজয় সেতুপথির বিপরীতে ৷ বিজয়ের চরিত্রের নাম ছিল অ্যালবার্ট ৷ মারিয়ার সঙ্গে এক রেস্টুরেন্টে দেখা হয় অ্যালবার্টের ৷ মারিয়া তাঁকে নিয়ে আসে ঘরে ৷ তারপর কী হয়, সেই নিয়ে এগিয়েছে ছবির গল্প ৷ মেরি ক্রিসমাস ক্যাটরিনার জীবনের অন্যতম একটা ছবি ৷ যদিও তিনি 'নমস্তে লন্ডন', 'ওয়েলকাম', 'রেস', 'নিউইয়র্ক', 'জিন্দেগি না মিলেগি দোবারা', 'টাইগার' ফ্রাঞ্চাইজির মতো ছবি উপহার দিয়েছেন ৷ তবে মেরি ক্রিসমাস তার মধ্যে অন্যতম ৷

ক্যাটরিনা বলেন, "এটা এখন পর্যন্ত আমার কেরিয়ারের সবচেয়ে ভালো কাজের অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি এই ছবি। শ্রীরামের সঙ্গে কাজ করা এবং আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ৷ আমি এই ছবির বক্সঅফিসের কথা ভেবে সাইন করিনি ৷ আমার কাছে যখন গল্পটা আসে তখন সেটা আমার ভালো লাগে ৷ আমি এই চরিত্রের সঙ্গে একাত্ববোধ করতে পারছিলাম ৷ শুধু তাই নয়, শ্রীরাম এমন একজন পরিচালক যিনি স্ক্রিপ্টের বাইরে শুটিং সেটে অন দ্য স্পট খুব বেশি রকমের পরিবর্তন পছন্দ করতেন না ৷ কিন্তু যদি পরিস্থিতি এমন কিছু তৈরি হয় যেখানে অতিরিক্ত দৃশ্য শুট করতে হবে, তিনি অনায়াসে করিয়ে ফেলতেন ৷" সবমিলিয়ে 'মেরি ক্রিসমাস' ছবি ক্যাটরিনাকে অভিনয়ের দিক থেকে নয়া মাত্রায় নিয়ে গিয়েছে, তা বলাই যায় ৷

ABOUT THE AUTHOR

...view details