গোয়ালিয়র, 19 মে: বলিউডে মুক্তির অপেক্ষায় আরও একটি স্পোর্ট-বায়োপিক ৷ এবার নেপথ্যে কার্তিক আরিয়ানের একনিষ্ঠ, অক্লান্ত পরিশ্রম ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে 'চন্দু চ্যাম্পিয়ন' ছবির ট্রেলার ৷ কমেডি ও অ্যাকশন হিরো থেকে কার্তিকের 'ভোলবদল' চমকে দিয়েছে তাঁর অনুরাগীদের ৷ অবাক করেছে দেশের হাজার সিনেমা-প্রেমী মানুষকে ৷
সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, পরিচালক কবির খান এই ছবির চিত্রনাট্য যখন শুনিয়েছিলেন, তখন খুব অবাক হয়েছিলেন তিনি ৷ কারণ, ছবিতে এত চমক ছিল যে তিনি বুঝতে পারছিলেন না ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হতে চলেছে নাকি কাল্পনিক চরিত্র ! শনিবার অভিনেতা কার্তিক পৌঁছন গোয়ালিয়র ৷ তাঁর সঙ্গে ছিলেন কবীর খান ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ৷ সেখানেই প্রকাশ্যে আসে ছবির ট্রেলার ৷ অভিনেতা বলেন, "আমি যখন প্রথমবার ছবির চিত্রনাট্য শুনি, আমি পরিচালককে প্রশ্ন করেছিলাম, এটা আদৌ কি সত্যি? ঘটনাগুলি কাল্পনিক নয় তো ? একদিকে প্রতি পদক্ষেপে নানা চমক, অন্যদিকে ঐতিহাসিক নানা মুহূর্ত, যা প্রথম শোনায় বিশ্বাস করতেই পারছিলাম না ৷"
তিনি আরও বলেন, "চন্দু চ্যাম্পিয়ন-এর ট্রেলারে তুলে ধরা হয়েছে একজন ভারতীয় সেনা জওয়ান তথা বক্সার, রেসলার, সুইমারের জীবনের নানা মোড় ৷ 3 মিনিটের 15 সেকেন্ডের ট্রেলারের শেষে দেখানো হয়েছে প্রবীণ চান্দু ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধে প্রতারণার মামলা করতে চান ৷ এই ছবি ভারতের প্রথম প্যারাঅলিম্পিকে সোনাজয়ী মুরলীকান্ত পেটকরের জীবন ৷ কেমন ছিল তাঁর জার্নি, তুলে ধরা হয়েছে ছবিতে ৷"