পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

চড়বেন 'জয়-লোপা এক্সপ্রেসে'? আসছে খুব তাড়াতাড়ি - JOY LOPA EXPRESS

চলতি বছরের 29 নভেম্বর জিডি বিড়লা সভাঘরে সন্ধ্যা 6টা 30 মিনিট থেকে যাত্রা শুরু করবে 'জয়-লোপা এক্সপ্রেস'।

Joy Lopa Express
গানের এক্সপ্রেস নিয়ে আসছেন জয় সরকার এবং লোপামুদ্রা মিত্র (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2024, 8:54 PM IST

কলকাতা, 24 নভেম্বর: গানের বন্ধু তাঁরা । দীর্ঘদিনের পথ চলা । এবার গানের এক্সপ্রেস নিয়ে একেবারে অন্যভাবে শ্রোতা-দর্শকের সামনে আসতে চলেছে জয় সরকার এবং লোপামুদ্রা মিত্র জুটি । আসছে তাঁদের নতুন জার্নি 'জয়-লোপা এক্সপ্রেস'।

এর মাধ্যমে এক বিশেষ সঙ্গীত সন্ধ্যার সাক্ষী হতে চলেছে শহর কলকাতা। চলতি বছরের 29 নভেম্বর জিডি বিড়লা সভাঘরে সন্ধ্যা 6টা 30 মিনিট থেকে যাত্রা শুরু করবে 'জয়-লোপা এক্সপ্রেস' । সহজভাবে বলতে গেলে, এক অন্য ধারার গানের গাড়ি ছুটবে‌ ৷ যার নাম 'জয়-লোপা এক্সপ্রেস' । গানের মোড়ে মোড়ে নানা স্টেশন ছুঁয়ে এগিয়ে চলবে এক্সপ্রেস । এ গাড়ির আসার কথা ছিল এ বছর দুর্গা পুজোর আগেই । একটু বিলম্ব হলেও গানে ভরপুর এই গাড়িতে চড়ে পড়লে এক সুন্দর গান-সফরের সাক্ষী থাকবেন শ্রোতারা ।

একসঙ্গে গান গাইবেন জয়-লোপা জুটি (নিজস্ব ছবি)

সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র এই নতুন সফর নিয়ে বলেন, "এ বছর 13 সেপ্টেম্বর আমাদের জয়-লোপা এক্সপ্রেস হওয়ার কথা ছিল । সে সময় করা সম্ভব হয়নি । ঠিক করেছিলাম বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী ষষ্ঠী দাস বাউলের চিকিৎসার জন্য এই কনসার্টটা করবো, সন্মান জানাবো । ওঁর কাছে আমি কিছু দিন গানও শিখেছিলাম । সেই জায়গা থেকে আমার একটা মানসিক সম্পর্কও রয়েছে । কিন্তু দুঃখের বিষয় ষষ্ঠী দাস বাউল‌ 4 নভেম্বরে গত হয়েছেন । আমাদের এইটুকু সান্ত্বনা ওঁর চিকিৎসার জন্য কিছু অর্থিক সাহায্য আমরা করে আসতে পেরেছিলাম । অনুষ্ঠানের দিনক্ষণের জন্য আমরা অপেক্ষা করিনি । এই অনুষ্ঠানটা আমরা ষষ্ঠীদার স্মৃতির উদ্দেশে উৎসর্গ করছি ।"

জয় সরকার এবং লোপামুদ্রা মিত্র (নিজস্ব ছবি)

লোপামুদ্রা মিত্র আরও বলেন, "জয়-লোপা এই জুটির 29 বছরে পা দিল । সেদিক থেকে আমাদের এক্সপ্রেস বহুদিন ধরেই চলছে। কিন্তু সেটা নিয়মিত হয়ে ওঠে না । জয় আগে গিটারিস্ট হিসেবে আমার গানে বাজাত । অনেক দিন হল ওর ব্যস্ততা আর সুরকার হয়ে ওঠার পর আমাদের একসঙ্গে আর গান-বাজনা করা হয়ে ওঠে না । দুজনের রাস্তা দুজনের মতো চলতে থাকল । কিন্তু আমাদের মধ্যে একটা সঙ্গীতের সেতু বরাবর রয়ে গিয়েছে । আমরা খুব ভালো বন্ধুও । আমিও একাই অনুষ্ঠান করে আসছি। জয় স্টেজ শো তেমন করেন না । সেখান থেকেই এই ভাবনা । এখানে জয়ও গাইবেন, আমিও ওঁর সুরের গান গাইবো। থাকবেন বেশ কিছু অতিথি যন্ত্রীরা । সবমিলিয়ে এই এক্সপ্রেস জয়-লোপা দুটো ইঞ্জিন নিয়ে ছুটে চলবে ।"

ফের একসঙ্গে স্টেজ শেয়ার করবেন দুটিতে (নিজস্ব ছবি)

জয় সরকারের কথায়, "আসলে লোপামুদ্রার হাত ধরেই আমার সুরকার হিসেবে আত্মপ্রকাশ । সেদিক থেকে দেখতে গেলে আমার সুরকার জীবনের পঁচিশ বছর পার । অনেক বছর মঞ্চে লোপাকে গিটারে সঙ্গত করেছি । সেটা তো এখন আর হয় না । সেই মুহূর্তগুলো মিস করি । তাই, আমাদের এই অন্য ভাবনা জয়-লোপা এক্সপ্রেস ।"

ABOUT THE AUTHOR

...view details